05/09/2020
পল্লবীর অপরাধ জগতের ডন ফর্মা আমির পুলিশের শেল্টারে বেপরোয়া-দেখার যেন কেউ নেই
০৫ সেপ্টেম্বর, ২০২০ | aparadhsutra.com
আবুল বাশার/ নুর হোসেন : পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় পুলিশের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ সক্রিয় সিন্ডিকেটের নিয়ন্ত্রণে অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজধানী পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকাটি। নিয়মিত ছিনতাই, দুর্নিতি,অনিয়ম ,প্রতারণামূলক ঘটনা এই বাউনিয়াবাঁধ নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ সকল অপকর্মের মুলহোতা হিসাবে কাজ করছে আমির হোসেন ওরফে ফর্মা আমির এবং তার অন্যতম সহযোগী হিসাবে কাজ করছে তার ভাই কালাল ওরফে ইয়াবা কামাল ও পিস্তল ইউসুফ। এরা তিন ভাই মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এমন কোন অপরাধ নেই যা এরা করেন না, এদের মাথার উপর রয়েছে পল্লবী থানার কতিপয় দুর্নিতিবাজ পুলিশ অফিসার। বাউনিয়াবাধঁ ডি ব্লকের প্রতিটি ঘরে ঘরে রয়েছে আমিরের অবৈধ বিদ্যুৎ,কারো বৈধ মিটার থাকলেও বাধ্যতামূলক সকলকে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করতে হয়, লাইট ১০০টাকা ফ্যান ২০০টাকা ফ্রীজ ৩০০টাকা হিটার ৫০০টাকা হিসাবে আমিরকে দিতে হয় i বাউনিয়াবাধঁ এলাকায় প্রায় ৬০০এর মতো ঘরে আমিরের অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে, এবং ৩০টির মতো রিক্সার গ্যারেজে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে গ্যারেজ ও বাসা বাড়ির অবৈধ বিদ্যুৎ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আয় করেন আমির। আর এ টাকার একটি মোটা অংক পান স্হানীয় পুলিশ ও বিদ্যুৎ এর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা।
একাধীক সূত্রে জানা জায় সাম্প্রতি লাল মিয়ার বস্তিতে আমিররে অবৈধ বিদ্যুৎ থেকে আগুন লেগে জনৈক কল্পানা ও তার দুই সন্তান মারা যায় সুচতুর আমির স্হানীয় সংশ্লিষ্ট প্রসাশনকে ম্যানেজ করে কয়েলের থেকে আগুনের সূত্রপাত বলে চালিয়ে দিয়েছে। তাছাড়া আমুর গ্যারেজেও আমিরের অবৈধ বিদ্যুৎ জনৈক ব্যক্তি পুড়ে মারা গিয়েছে। আমির ও তার ভাইয়েরা যতো অপকর্ম করুক তারা থাকে ধরাছোয়ার বাইরে কারন তাদের অবৈধ, বিদ্যুৎ ও মাদক ব্যবসার মোটা অংক যায় পুলিশের পকেটে। ওদের ভয়ে এলাকায় কেহ মুখ খুলতে সাহস পায়ন না, কেহ মুখ খুললে পুলিশ দিয়ে তল্লাশির নামে ঘরে কিংবা পকেটে মাদক ঢুকিয়ে হয়রানী করা হবে, এই চক্রের বিরুদ্ধে মাদক, আগ্নয়অস্রসহ বিভিন্ন মামলা রয়েছে, আমিরের বিরুদ্ধে এলাকার প্রায় তিনশত লোক পুলিশ কর্মকর্তাদের নিকট একাধীক বার লিখিত অভিযোগ দিয়েছে কিন্তু কোন অভিযোগেরই তদন্ত হয়নি রহস্য জনক কারনে।এলাকার সচেতন মহল সাম্প্রতি যোগদানকৃত মিরপুর জোনের ডিসি,পল্লবী জোনের এসি ও পল্লবী থানার ওসির আশু হস্তক্ষেপ কামনা করেছে