GSCian Freaks

GSCian Freaks "বাদামী মাটি থেকে নীল আকাশ অবধী,
সবিকের সফলতা ছোটে নিরবধি" 💙

FInally
17/09/2025

FInally

প্রিয় সবিকান ৭৩ ব্যাচের অনুজরা, আগামীকাল তোমাদের কলেজ জীবনের প্রথম দিন। দিনটিকে স্মরণীয় করতে কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন...
14/09/2025

প্রিয় সবিকান ৭৩ ব্যাচের অনুজরা,

আগামীকাল তোমাদের কলেজ জীবনের প্রথম দিন। দিনটিকে স্মরণীয় করতে কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য নবীন বরণ এবং সরকারি বিজ্ঞান কলেজের কালচার ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ফটোগ্রাফি ক্লাব পক্ষ থেকে তোমাদের সেকশন ওয়াইজ ফরমাল ছবি তোলা হবে। সবাইকে যথাসম্ভব প্রোপার ইউনিফর্মে কলেজ ক্যাম্পাসে সকাল আটটা ত্রিশ এর মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ইচ্ছে করে বা ভুলেও কেউ আগামীকাল মিস করো না এবং নিজের কোন সবিকান বন্ধুকেও আনতে ভুলো না। তোমাদের স্বাগতম করার পথ চেয়ে আছে পুরো ক্যাম্পাসের সকল শিক্ষক এবং স্টাফ সহ সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা।

তাইয়েবুল আলম লিয়ন,
সবিকান- ৭১

10/09/2025

২৭ ব্যাচ ( সবিক ৭৩),

প্রথমত কলেজে স্বাগতম, ঢাকার সবচেয়ে আন্ডাররেটেড গোটেড কলেজ হচ্ছে আমাদের কলেজ নো ডাউট, এখানে তোমরা পড়াশুনা হতে সবকিছুর পরিবেশ পাবা, আমাদের টাইমে অবকাঠামো উন্নয়ন শুরু হৈসিলো ওইটার নমুনা তোমরা দেখতেসই।

এখন আসি কিছু নির্দেশনা নিয়ে
প্রথমত পড়ালেখা, যেখানে পড়ো না কেন অনলাইন হোক অফলাইন হোক দয়া করে ফাঁকিবাজি কইরোনা, নাহলে এইচ এসসির ২-৩ ম্যাশ আগে এসে ওয়ানশট ক্লাস খোজ লাগবে আর ফুল সিলেবাস যেহেতু কুলাইতে না পারাটাই স্বাভাবিক।কনসেপ্ট ক্লিয়ার আর টেস্ট পেপার পড়লেই ম্যাক্সিমাম পরীক্ষায় ভালো করতে পারবা

বই এর কোনো টপিক বাদ রাখবা না , সব কনসেপ্ট শিখবা, সব ম্যাথ একবার হইলেও করবা। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও প্রশ্নব্যাংক টা এইচ এসসির আগে একবার হইলেও যেভাবে হোক শেষ কইরো নাহলে পরে মনে হবে করা উচিত ছিল।

এবার আসি কলেজ বিষয়ক জিনিস নিয়ে,
এমন কোনো কাজ করবা না যেইটাতে তোমার কলেজের নাম খারাপ হয়, ফার্স্ট ইয়ারে কলেজ-কলেজ ক্ল্যাশ লাগা অস্বাভাবিক কিছু না, তবে চেষ্টা করবা যাতে কখনো প্রথম দোষ তোমাদের কারণে না হয়।

অনেকে অনেক জায়গা থেকে আসতেছ , অনেকে ঢাকারই , একেকজনের চিন্তা ভাবনা , রুচি ভিন্ন। পার্সোনাল লাইফে যাই করো না কেন, At least কলেজ নিয়ে Cringe কাজ কম করবা না, দোহাই লাগে 🙏🏽

উদাহরণস্বরূপ:
- অযথা কারণ ছাড়া phonk bgm লাগায় College/bus niye সিগ্মা এডিট বানানো
- কলেজ কলেজ শিপিং করা ( উদাহরণ একজন এক বিশেষ কলেজে আরেকজন আরেক বিশেষ কলেজে তার মানে হচ্ছে তাদের প্রেম করা বাদ্ধতামূলক - এসব ধারণা রাখা )
- কলেজের নামে বিভিন্ন পেজ বানিয়ে সেখানে Cringe / কামলা কন্টেন্ট পোস্ট করা ( যেটা তোমাদের এক ব্যাচ সিনিয়র কিছু পোলাপানদের মাঝে দেখা গেছে)
- তোমাদের পাশে আরেক কলেজ আছে, ভুলেও আই রিপিট ভুলেও তাদের উপর সিমপিং করতে যাবা না, নিজেদের ওয়েট বজায় রাখবা অলওয়েজ
- এগুলা বাপ্ মায়েরই শিখানোর কথা তাও বলতেছি নতুন করে কোনো ধরণের এডিক্টিভ জিনিসে জড়াবা না, আশা kori বুঝতেছ কি বলতেসি

অনেক জায়গা থেকে আশা অনেকজনের সাথে তোমার পরিচয় হবে, জাস্ট বিকজ তুমি শহরের প্রিভিলেজ্ড ছেলে একারণে কখনো নিজেকে সুপিরিয়র ভেবে ঢাকার বাইরে থেকে আশা ক্লাসমেট দের নিচে দেখানোর চেষ্টা করবা না, সবিকে সবাই আমরা দিনশেষে ভাই ভাই।

লাস্টে আবারো বলে রাখি, এইচ এস সি পরীক্ষার হল সুবিধার চিন্তা রাখবা না, এমনভাবে প্রিপারেশন নিবা যাতে পরীক্ষার হলে সবচেয়ে বাজে গার্ড পড়লেও ফুল আনসার করে দিয়ে আসতে পারো।

শেষমেশ বলে রাখি আমাদের এই পেজটা যখন প্রাইমে ছিল তখন কলেজ পেজগুলার মধ্যে সেরা ছিল এইটা তুমি কাউকে জিজ্ঞাসা করলেই বুঝবে অথবা আমাদের পুরান পোস্ট গুলা দেখতে পারো, যাই হোক আশা করি তোমাদের জন্য শীঘ্রই আরো সুন্দর কন্টেন্ট এই পেজ থেকে আসবে।

বেঁচে থাকলে অন্য পোস্টে দেখা হবে

~(Moriarty) Admin from GSC 71

No cap~Schizo
09/09/2025

No cap

~Schizo

Scripted ~Wizzy
07/09/2025

Scripted

~Wizzy

বাদামি মাটি থেকে লাল আকাশ অবধি
07/09/2025

বাদামি মাটি থেকে লাল আকাশ অবধি

06/09/2025
28/08/2025

End of an era
1202324011_ _ _

একই সাথে সবিকানদেরকে আগামীকাল সকাল ১০টায় লং মার্চে অংশ নেয়ার জন্য বুয়েট মেইন ক্যাম্পাসে উপস্থিত থাকার আহ্বান জানানো হলো ...
26/08/2025

একই সাথে সবিকানদেরকে আগামীকাল সকাল ১০টায় লং মার্চে অংশ নেয়ার জন্য বুয়েট মেইন ক্যাম্পাসে উপস্থিত থাকার আহ্বান জানানো হলো ।

Time to welcome the new batch!"‍বাদামি মাটি থেকে নীল আকাশ অবধি, সবিকের সফলতা ছুটে নিরবধি।" 💙Welcome সবিক~৭৩             ...
26/08/2025

Time to welcome the new batch!
"‍বাদামি মাটি থেকে নীল আকাশ অবধি, সবিকের সফলতা ছুটে নিরবধি।" 💙

Welcome সবিক~৭৩

GC link: https://m.me/j/AbYFOIMRWJ5XUQYO/

Join the GC (only GSCian 73 batch)!
Stay connected with your batchmates, exchange important updates, and easily reach out to your immediate seniors for guidance and support. It’s a great way to stay in the loop and get help whenever you need it.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when GSCian Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category