Sadnur Daily Vlogs

Sadnur Daily Vlogs Assalamualaikum
I'm Dr. Sadia Kabir and this is my page where I'll share some of my daily activities

সম্ভবত ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও টা দেখে ফেললাম!''আমার বাজেট ২-৩ লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে,আমি টাকা উড়াই।...
22/03/2025

সম্ভবত ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও টা দেখে ফেললাম!
''আমার বাজেট ২-৩ লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে,আমি টাকা উড়াই। বয়ফ্রেন্ড বিদেশ থাকে,সে টাকা পাঠায়!' টাইপের বিরক্তিকর ভিডিও'র মধ্যে একটা ফ্যামিলির আসল অবস্থা তুলে ধরার মতো একটা ভিডিও দেখে ফেললাম!

মেয়েটা বাবাকে কখনো ভালোবাসার কথা বলতেই পারেনাই, বাবার স্যাক্রিফাইস দেখে সে ক্যামেরার সামনেই কান্না করা শুরু করলো! ক্যামেরার সামনেই বাবা কে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলার সুযোগ ও পেলো! একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভেতরের গল্প টা ঠিক এমন ই!
বাবা ফ্যামিলির জন্য নিজের সব টা স্যাক্রিফাইস করে, সন্তান রা বাবা কে ভালোবাসার কথা বলতেও পারে না লজ্জায়!
এই ভিডিও তে সব দেখা হয়ে গেলো!

এই ঈদের শপিং নিয়ে বেষ্ট ভিডিও সম্ভবত এইটাই!❤️

© Umeed Vai 🖤

22/03/2025

এক তরুণী স্প্যানিশ নারী “আল্লাহ” শব্দের অর্থ ব্যাখ্যা করলেন

এই তরুণী স্প্যানিশ নারী বর্তমানে জর্ডানের ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় মাস্টার্স করছেন। একদিন, দ্বিতীয় বর্ষের একটি ক্লাসে অধ্যাপক ফাখরি কাতানাহ তার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন:

“তোমাদের মধ্যে কে ‘আল্লাহ’ নামটির অলৌকিক ও ধ্বনিবিজ্ঞানগত দিক থেকে ব্যাখ্যা করতে পারবে?”

কেউ হাত তুলল না—শুধুমাত্র একজন তরুণী স্প্যানিশ নারী, যার নাম হেলেন। যদিও তিনি স্প্যানিশ ও খ্রিস্টান ছিলেন, তিনি সাবলীলভাবে আরবি বলতেন। তিনি বললেন:

“আরবি ভাষায় আমি যে সবচেয়ে সুন্দর শব্দটি পড়েছি, সেটি হল ‘আল্লাহ’। এই নামটি মানব ভাষায় একটি অনন্য সুরধ্বনি তৈরি করে, কারণ এর সব অক্ষর গলা থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে নয়।
এই পবিত্র নামটি ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় না, কারণ এতে কোনো ডায়াক্রিটিকাল চিহ্ন (বিন্দু) নেই। এখন ‘আল্লাহ’ উচ্চারণ করুন এবং খেয়াল করুন কীভাবে এটি বলছেন!
আপনি দেখবেন, এর অক্ষরগুলি গলার গভীর থেকে আসে, ঠোঁটের কোনো নড়াচড়া ছাড়াই। এর মানে হলো, যদি কেউ ‘আল্লাহ’ শব্দটি উচ্চারণ করতে চায়, তবে তার চারপাশের লোকেরা তা লক্ষ্যও নাও করতে পারে।”

তিনি আরও ব্যাখ্যা করলেন:

“এই নামের আরেকটি অলৌকিক দিক হলো, এর কিছু অক্ষর সরালেও এর অর্থ অটুট থাকে।”

সাধারণত ‘আল্লাহ’ শব্দটি ‘اللّٰهُ’ (Allahُ) রূপে উচ্চারিত হয়।

যদি প্রথম অক্ষর (আলিফ) সরিয়ে দেওয়া হয়, তাহলে এটি ‘لِلّٰهِ’ (Lillah) হয়ে যায়, যা নিম্নলিখিত কুরআনের আয়াতে পাওয়া যায়:
﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ﴾
“আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাঁকে সেসব নাম ধরে ডাক।” (সুরা আল-আ‘রাফ: ১৮০)

যদি ‘আলিফ’ ও প্রথম ‘লাম’ সরানো হয়, তাহলে এটি ‘لَهُ’ (Lahu) হয়ে যায়, যেমন এই আয়াতে:
﴿لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلۡأَرۡضِۗ﴾
“আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর।” (সুরা আল-বাকারা: ২৫৫)

যদি ‘আলিফ’ ও দ্বিতীয় ‘লাম’ সরানো হয়, তবে কেবল ‘هُوَ’ (Hu) থাকে, যা এখনো আল্লাহর প্রতিই ইঙ্গিত করে, যেমন এই আয়াতে:
﴿هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ﴾
“তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই।” (সুরা আল-হাশর: ২২)

যদি প্রথম ‘লাম’ সরানো হয়, তবে এটি ‘إِلَـٰه’ (Ilah) হয়ে যায়, যেমন এই আয়াতে:
﴿ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ﴾
“আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সৃষ্টির ধারক-সংহারক।” (সুরা আল-বাকারা: ২৫৫)

তিনি আরও ব্যাখ্যা করলেন:

“বিদ্বানগণ গভীরভাবে ‘আল্লাহ’ নামটি নিয়ে গবেষণা করেছেন। তাওহিদের বাক্য, ‘لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ’ (লা ইলাহা ইল্লাল্লাহ) তিনটি অক্ষর নিয়ে গঠিত: আলিফ, লাম, ও হা।
এই তিনটি অক্ষর হালকা ও সহজে উচ্চারিত হয়, যা ঠোঁট না নড়িয়েও বলা যায়।”

তিনি আরও ব্যাখ্যা করলেন:

“আপনারা কি জানেন কেন?
যেন মৃত্যুর সময় একজন ব্যক্তি সহজেই এটি উচ্চারণ করতে পারেন, ঠোঁট বা দাঁত না নাড়িয়েও।”

আজ, হেলেনের নতুন নাম রাখা হয়েছে ‘আবিদাহ’ (উপাসক)।

“আমরা মুসলিম হয়ে গর্ববোধ করি, অথচ আমরা ‘আল্লাহ’ নামটি ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাকে ইসলামের বরকত দান করুন।”

“কেন আমরা ধর্মীয় বার্তাগুলো মুছে ফেলি, কিন্তু সাধারণ বার্তাগুলো ফরওয়ার্ড করি?
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

﴿بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً﴾
“আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াতই হয়।” (বুখারি: ৩৪৬১)

“হয়তো এই বার্তাটি শেয়ার করার মাধ্যমে, আপনি এমন একটি আয়াত পাঠাবেন যা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে।”

সর্বশেষে:

﴿لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِ﴾
“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ ﷺ আল্লাহর রাসুল।”

আল্লাহু আকবার! সমস্ত শব্দ ও কর্মে তিনি সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ।
©️
# সংগৃহীত #

21/03/2025

আমি খালি কথা বইলা যত শত্রু বানাইছি,
আপনি মারামারি কইরাও ততগুলা বানাইতে পারবেন না 😒

21/03/2025

ঈদটা খালি শেষ হোক এমনভাবে Comeback করবো, সবাই চমকে যাবে 😎 আবার নাও করতে পারি সিউর নাই❗🫤

19/03/2025

এক ব্যক্তি ঘরের পোশাক পরেই নামাজ পড়তে মসজিদে আসলেন। নামাজ শেষে যখন সবাই মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন এক মুসল্লি তাকে আপ্যায়নের জন্য বাড়িতে যেতে বললেন।

লোকটি লজ্জিত হয়ে বললেন, “ভাই, আমি এই পোশাকে আপনার বাসায় যাওয়া উপযুক্ত মনে করছি না!”

তখন সেই ব্যক্তি বললেন, “তাহলে আল্লাহর ঘরে এই পোশাকে আসাটা কি ঠিক হলো? আমার সম্মান কি আল্লাহর চেয়ে বড়?”

এই কথা শুনে লোকটি লজ্জায় মাথা নিচু করে ফেললেন!

আল্লাহ তাআলা বলেন : “হে আদম সন্তান! তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো।” (সূরা আল-আ’রাফ : ৩১)

The Holy Ramadan slowly leaving for this year. By the end of the holy month, May Allah remove Israel from existence ❗Ame...
19/03/2025

The Holy Ramadan slowly leaving for this year. By the end of the holy month, May Allah remove Israel from existence ❗
Ameen 🤲

18/03/2025

অবশেষে কারো বিয়ে, কারো তরমুজ ব্যবসার নীচে ডেবে গেলো আছিয়ার বিচারের দাবি❗

মাযলুম উপত্যকার চারশোরও অধিক মানুষকে একদিনের মধ্যে হত্তা করেছে যালিমেরা, যার মধ্যে একশো ত্রিশেরও বেশি শিশু! 😭ইয়া আল্লাহ,...
18/03/2025

মাযলুম উপত্যকার চারশোরও অধিক মানুষকে একদিনের মধ্যে হত্তা করেছে যালিমেরা, যার মধ্যে একশো ত্রিশেরও বেশি শিশু! 😭

ইয়া আল্লাহ, আপনি এদের একজনকেও ছাড় দিবেন না, আপনার আরশে বিচার দিলাম আল্লাহ, এদের সর্বোচ্চ শাস্তি দিয়েন আপনি।

আমিন 🤲

18/03/2025

I believe in the line 'আল্লাহ চাইলে সব সম্ভব'!❤️

ওই কিরে, ওই কিরে? রাফি, রাফি বিয়া করসে ❗😪
17/03/2025

ওই কিরে, ওই কিরে?
রাফি, রাফি বিয়া করসে ❗😪

No color, no status, no borders… All stand equal here ❤️
17/03/2025

No color, no status, no borders… All stand equal here ❤️

এইদেশে বিনোদনের অভাব নাই। দেশের সব তরমুজ কালকেই শেষ😪খেলা চলছে, সাথে বিজনেসও! 🤡
17/03/2025

এইদেশে বিনোদনের অভাব নাই। দেশের সব তরমুজ কালকেই শেষ😪
খেলা চলছে, সাথে বিজনেসও! 🤡

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sadnur Daily Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadnur Daily Vlogs:

Share

Category