11/10/2025
ছবিটা দেখে নরমালি বুঝা যাচ্ছে যে,ভিতরে মৃতদেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু। সবাই পলিথিন দিয়ে লাশটা ঢেকে বারান্দায় বা,ঘরে আশ্রয় নিয়েছে। যে ছবিটা ক্যাপচার করেছে,সেও রুম থেকেই তুলেছে।
এবার বুঝে নিন আপনার প্রয়োজন কতটুকু।মরার একটু পরেই সবাই পর।আপনার লাশটি ঘরে তোলা যাবে না।আপনার জন্য কেউ বৃষ্টিতে ভিজতেও পারবে না।শুধু একটু অশ্রু ঝরবে সবার,যা বাড়িতে পোষা কোনো প্রাণী মারা গেলেও ঝরে চোখ থেকে।
কিন্তু,কোনো ব্যক্তির দামী কোনো অলংকার হারিয়ে যতবার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্মরণ করে ততবার আপনি মারা গেলেও স্মরণ করবে না।
সুতরাং,যতদিন বাঁচবেন নিজের জন্য বাঁচেন।ঈমান আমল নিয়ে বাঁচেন। কারণ, সবচেয়ে আপন হলেন আমাদের রব আমাদের আল্লাহ।
আসুন এখন থেকেই পরকালের চিন্তা করি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।🤲🤲