Letter House - চিঠিঘর

Letter House - চিঠিঘর জমা থাকুক চিঠিগুলো পুরোনো নীল খামে,
যে চিঠি কখনো পৌঁছাবেনা তোর নাম!

10/07/2024

চিঠি নং:- ৬৫০

_আজকে...

আমার এক সময়ের খুব কাছের ভীষণ প্রিয় মানুষটার জন্মদিন..!

শুভ জন্মদিন প্রিয়

সময়ের স্রোতে আজ আপনি আমার থেকে অনেক দূরে।
যাইহোক শুভ কামনা আপনার জন্য যেভাবে ভালো থাকতে চেয়েছিলেন সেভাবে আছেন হয়তো। দোয়া করি, যেখানেই থাকেন ভালো থাকেন হাঁসি মুখে থাকেন, সব চেয়ে বড় কথা আজ আপনার জন্মদিন উপলক্ষে যে আপনাকে শুভেচ্ছা জানাতে পারলাম এটাই অনেক ! দোয়া করি পরিবার নিয়ে হাসিখুশি থাকেন, আনন্দে থাকেন, আগামী ভবিষ্যৎতের জন্য অফুরন্ত দোয়া রইলো।

নিজের যত্ন নিয়েন, ভালো থাইকেন, অন্যদের ও ভালো রাখার চেষ্টা কইরেন!

🥀💔🙂

https://www.facebook.com/profile.php?id=100048261903820

07/04/2024

চিঠি নংঃ- ৬৪৯

আসসালামু ওয়ালাইকুম
আশা করি ভালোই আছেন। ইদানিং অনলাইনে বুঝি কম আসেন, যদিও সবসময়ই আপনি ব্যাস্ত থাকেন তারপরও এখন একটু বেশিই।

আপনি আমার থেকে অতিশয় দূরে থাকেন সকল সময়, তাই Thomas Fuller এর ভাষায়, "Absence sharpens love & strengthens it, you are the part of me i'll always need"
কথাটি হচ্ছে, আপনি আমার থেকে যতই দূরে থাকবেন, আমার ভালোবাসা আপনার জন্য ততই গভীর হবে, আর আপনি আজীবনী আমার জীবনে একটা পূর্ণ অংশ থাকবেন৷

তোমার কিছু গুণ আমার খুবই ভালো ,অতি সহজেই নতুন মানুষের বন্ধু হয়ে যাওয়া, অতি সহজেই মানুষের সাথে মিশে যাওয়া, খুব ভালো এবং নরম মনের একজন মানুষ, প্রতিনিয়ত শরীর চর্চা করো, একজন পরিশ্রমি এবং শক্তিশালী একটি ছেলে৷

আপনি দেখতে এবং আপনার দৈহিক গঠন মাশাল্লাহ দুটি খুবই সুন্দর৷ আপনার সৌন্দর্যতায়
পূর্ণতা প্রাপ্ত এবং নিখুঁত মানুষ আমি দেখিনি কখনো ৷

বেশি বড় না করি৷ অন্য মেয়েদের থেকে দূরে থাকবেন ☺️

আপনার অপেক্ষায় ছিলাম এখনো আছি এবং ইনশাল্লাহ আজীবন থাকবো৷ আল্লাহর কাছে আমি প্রতিনিয়ত দোয়া করি আপনার জন্য৷ আশা করি আপনি কখনো আমার মনের কথা বুঝতেপারবেন৷

ইতি
তোমার হতে চাওয়া বউ 🩷

" নাম হাইড করে প্রিয়জনকে নিয়ে চিঠি লিখতে পেইজের ইনবক্সে নক করুন।"

https://www.facebook.com/profile.php?id=100081177900576&mibextid=ZbWKwL

17/03/2024

চিঠি নংঃ- ৬৪৮

এই যে শুনুন,
আপনি যাকে ভালেবাসেন তার সাথে প্রচুর কথা বলুন। আপনারা যত কথা বলবেন ততই আপনাদের বোঝাপড়া ভালো হবে যার সুফল আপনারা ভবিষ্যৎ জীবনে পাবেন।

মনে রাখবেন মেয়েরা এক্ষেত্রে এগোবে না। First attempt আপনাকেই নিতে হবে। আপনার পছন্দের মানুষটির সাথে কারণে অকারণে কথা বলুন। শুধুমাত্র formal কথা না বলে informal কথা বলুন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুন। তার পছন্দ অপছন্দ আপনি জানুন, আপনার পছন্দ অপছন্দ তাকে জানান। বেশিরভাগ মেয়েরায় চায় তাদের কাঙ্ক্ষিত মানুষটি তার সাথে বন্ধুর মতো আচরণ করুক। তার সাথে খুনশুটি করুক। তার সাথে এমনভাবে কথা বলুন যাতে সে অনায়াসে নিজের সমস্ত কথা আপনাকে বলতে পারে। একে অপরের মধ্যে কোনো জড়তা রাখবেন না। আপনারা যত freely কথা বলবেন আপনাদের সম্পর্ক ততটায় সুন্দর এবং অটুট হবে। বাংলাদেশে অনেক দম্পতি আছে যারা এক বিছানায় ঘুমায় কিন্তু তাদের মধ্যে এক আকাশ পরিমাণ দূরত্ব। সেই দূরত্ব অসহনীয় এবং অবর্ণনীয়। আপনাদের সম্পর্ক যাতে এমন না হয় তার জন্য কথা বলুন। অনেক কথা বলুন।

একে অপরের কাছে স্বচ্ছ কাঁচের মতো হয়ে যান। দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। একটা মেয়ে নিজের সবকিছু ছেড়ে আপনার সাথে সারাজীবন থাকবে। তাকে এতটুকু Comfort দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি তার comfort zone হয়ে যান। দেখবেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এত ভালোবাসবে যা আপনার কল্পনার বাইরে।

" নাম হাইড করে প্রিয়জনকে নিয়ে চিঠি লিখতে পেইজের ইনবক্সে নক করুন।"

https://www.facebook.com/profile.php?id=100009443294403

One day me & my 4 wife 😇
26/02/2024

One day me & my 4 wife 😇

ভালোবাসা দিবসের আনন্দে ভেসে গেলো Mehedi Hasan!ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের আয়োজিত গিভওয়েতে Mehedi Hasan বিজয়ী হিসেবে ...
20/02/2024

ভালোবাসা দিবসের আনন্দে ভেসে গেলো Mehedi Hasan!
ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের আয়োজিত গিভওয়েতে Mehedi Hasan বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন! লটারির মাধ্যমে স্বচ্ছভাবে বিজয়ী নির্বাচনের ভিডিও আমাদের কমেন্ট বক্সে আপলোড করা হয়েছে।

আমরা Mehedi Hasan কে অভিনন্দন জানাই এবং আশা করি এই পুরস্কার তার ভালোবাসার দিনকে আরো আনন্দময় করে তুলবে।

আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।


#ভালোবাসা_দিবস #গিভওয়ে #বিজয়ী

চিঠি নংঃ- ৬৪৬প্রিয় লেখিকা আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন! পরিবার, লেখালেখি নিয়ে সবসময় হাসিখুশি থাকুন।আপনি এবার এডম...
20/02/2024

চিঠি নংঃ- ৬৪৬

প্রিয় লেখিকা

আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন! পরিবার, লেখালেখি নিয়ে সবসময় হাসিখুশি থাকুন।

আপনি এবার এডমিশন দিবেন তাই না?? আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। ভালোভাবে পরীক্ষা দিবেন। ঢাবি কিন্তু চাই-ই চাই। মনে থাকবে তো??

পরের বসন্তে শাড়ি পরা অবস্থায় আপনাকে ঢাবির ক্যাম্পাসে দেখতে চাই।

সবসময় ভালো থাকবেন। সুস্থ থাকবেন। নিজের যত্ন নিবেন।
আল্লাহ হাফেজ।

ইতি,
আপনার কাছের কেউ। 🫶💖

" নাম হাইড করে প্রিয়জনকে নিয়ে চিঠি লিখতে পেইজের ইনবক্সে নক করুন।"

https://www.facebook.com/adib.rahman.395454

20/02/2024

চিঠি নংঃ- ৬৪৫

আমার পাখি

আসসালামু আলাইকুম।
কেমন আছিস?? আশা করছি ভালোই আছিস। নতুন মানুষ নতুন জীবন বসন্তের রঙে রঙ্গিন হয়ে উঠবে।

তুই আমার সবচেয়ে কাছের মানুষ। তোকে কেন্দ্র করে আমার সবকিছু। হাসি -আনন্দ, সুখ দুঃখ সবই তোকে ঘিরে। তুই আমার আনন্দ বিলাস।
আমি সবসময় আল্লাহর কাছে কি চাই জানিস??

আল্লাহ যেনো তোকে আমার থেকে দূরে নিয়ে না যায়। তুই সবসময় আমার ছিলিস আর আমারই থাকবি। জানিস তো রক্তের বাঁধণ তো কখনো ছিঁড়ে যায় না।

এই শোন, তুই এতো খারাপ ক্যাণ হুহ্??
আমার একটু ও খবর রাখিস না।
(যদিও কলিজায় জড়িয়ে রাখিস সবসময়) এইভাবেই তোর জানটুকুরে আগলিয়ে রাখবি বুঝলি??

আরে শোন সিক্রেট কথা
সেই দুই হাজার বাইশের ডায়েরি কিন্তু এখনো পাওয়া বাকি।

আরো একটি গোপন তথ্য কি জানিস??
এই চিঠিওয়ালী তোকে ভালোবাসে না।

সবসময় ভালো থাকবি, সুস্থ থাকবি। আল্লাহ ভরসা।

ইতি,
আপনার জানননননননননননননননননননননননননননননননন।

আলাবুউউউউউউউউ🐷🖤

https://www.facebook.com/mahy.mahy.16503

16/02/2024

উপহার বাক্সটি গিফট দিচ্ছি লাকি একজন ব্যক্তিকে।এখনো সময় আছে, গিফটের পোস্টে কমেন্ট করে, অংশগ্রহণ করুন।
পোস্ট লিংক:- https://www.facebook.com/share/p/cqvcNv8XUoHiusuV/?mibextid=oFDknk

14/02/2024

ভালোবাসা দিবসে, লেটার হাউস থেকে আপনার জন্য বিশেষ উপহার!

প্রিয় বন্ধুরা,

ভালোবাসা দিবস উপলক্ষে লেটার হাউসের পক্ষ থেকে আপনাদের জন্য এক আনন্দঘন overraskelse! আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে একটি সুন্দর উপহার বাক্স উপহার দিতে চাই।

কীভাবে অংশগ্রহণ করবেন:

1. এই পোস্টটি লাইক করুন।
2. Tasnim Fashion House পেইজ ফলো করুন।
Page link:-https://www.facebook.com/profile.php?id=61555996681047&mibextid=ZbWKwL
2. কমেন্ট বক্সে ৫জন বন্ধুকে মেনশন করুন।
3. হ্যাশট্যাগ ব্যবহার করুন।

বিজয়ী নির্বাচন:

একজন ভাগ্যবান বিজয়ীকে 20 ফেব্রুয়ারী 2024 তারিখে রাত 8 টায় র‍্যান্ডমভাবে নির্বাচিত করা হবে।

উপহার:

উপহার বাক্সে থাকবে:

* একটি সুন্দর ভালোবাসার কার্ড
* গাজরা ফুল
* চুড়ি, গলার চেইন, কানের দুলের কম্বো
* ঘড়ি, লিপস্টিপ, লিপ ওয়েল, নেইন পলিস
* এবং আরও অনেক কিছু!

আমাদের শুভেচ্ছা:

এই ভালোবাসা দিবসে আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

শুভকামনা,

লেটার হাউস টিম

নোট:

* একজন ব্যক্তি একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন না।
* কেবলমাত্র Tasnim Fashion House & Letter House - চিঠিঘর পেইজের ফলোয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
* লেটার হাউসের সিদ্ধান্ত চূড়ান্ত এবং আপিলযোগ্য হবে না।

#ভালোবাসা #উপহার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Letter House - চিঠিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Letter House - চিঠিঘর:

Share