14/03/2020
গোয়ার্তুমির ফলাফল ভয়াবহ হতে পারে, জাস্ট মাইন্ড ইট ...
একটু আগেই খবর এলো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনায় আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়াতে অভিনয় করতে গিয়ে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্ক ও তার স্ত্রী রিটা। সকালে খবর পেলাম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বউ সোফি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আক্রান্ত হন বলে। বেশ কয়েকজন ইরানের সংসদ সদস্য ইতোমধ্যেই মারা গেছেন আর আক্রান্ত অবস্হায় আছেন প্রায় ডজন খানেক। ইরানের ভাইস প্রেসিডেন্ট এবতেকার, উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ ও উচ্চপর্যায়ের অনেকেই করোনায় আক্রান্ত। চীনের যে ডাক্তার করোনা ভাইরাসটি প্রথম আবিষ্কার করেছেন তিনিও করোনায় মারা যান। ইরানের বিখ্যাত আলেম মোদাররেসি যিনি করোনাকে চীনের উপর আল্লাহর গজব বলে আখ্যায়িত করেছিলেন খোদার লীলায় আজ তিনি নিজেও আক্রান্ত। ইতালির সেনাবাহিনীর প্রধান করোনায় আক্রান্ত।
কারণটা কি জানেন?
কারণটা হলো 'হ্যান্ডসেক' এবং এদেরকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়।
এখন দেখা যাচ্ছে কথা বললেও করোনা ছড়াচ্ছে, হাসাহাসি করলেও করোনা ছড়াচ্ছে। কার সাথে কথা বলছেন, কার সাথে হাসছেন, হ্যান্ডসেক করছেন একটু নজর রাখুন। এই মহামারীর শুরু থেকে দেশে প্রায় ৫০০,০০০ লোক এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করেছে। এই বিরাট সংখ্যক মানুষদেরকে সেল্ফ কোয়ারেন্টাইনে নেয়া সম্ভব না। আর বাঙালি কথা শুনে না, ফলে সেল্ফ কোয়ারেন্টাইন অনেক সময় কাজে আসে না। নিজের ঝুঁকি নিজেই ম্যানেজ করুন কারণ জ্ঞানে-বিজ্ঞানে উন্নত এবং ধনী দেশগুলোও এই মহামারী সামাল দিতে হিমশিম খাচ্ছে আর আমরা তো প্রান্তিক জনগোষ্ঠীর একটি গরীব দেশ মাত্র। দেখলাম ইতালিতে বয়স্কদের বলা হচ্ছে যে বাসায় চিকিৎসা নিতে কারণ আইসিইউতে জায়গা নেই, অপেক্ষাকৃত তরুণদেরকে জায়গা দিতে হচ্ছে। মানে বুঝলেন তো? মানে হচ্ছে আপনারা বয়স হয়ে গেছে আপনি মরেন। তরুণদের বাঁচতে দেন। এ কী হৃদয়বিদারক অবস্থা চিন্তা করেন! এদিকে সারা দেশে আমাদের আইসিইউ আছে মাত্র ৫০০ যার মাত্র ১০% সরকারী বাকী ৯০% বেসরকারী। এদের মধ্যে আবার ক্লোজ আইসিইউ ৫% বাকিটা ওপেন। এদের সবার আবার নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই নাই। এদের ৮৫%ই আবার ঢাকায়। এছাড়া আইসিইউর বিল কে দিবে? এখন বুঝেন।
বাংলাদেশী বংশোদ্ভূত যে ভদ্রলোক ব্রিটেনে করোনায় মারা গেছেন তাকে তার পরিবারের লোকদের সাথে একটা শেষ হ্যালো পর্যন্ত বলতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। লাশও পরিবারের সদস্যদের কাছে দিবে না বলেছে। সমস্যাটা এখানেই। যারা ফ্লু ফ্লু বলSociology
হ তাদেরকে মাফ করুন।
(যেহেতু আমাদের লেভেল ২ এবং বিশ্বব্যাপী মহামারী ঘোষণা এসে গেছে, সেহেতু সেফ ফিল না করলে বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ রাখতে পারেন এক সপ্তাহের জন্য। এতে আপনার বাচ্চার জজ-ব্যারিস্টার ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পথ বন্ধ হবে না, ঘরে পড়ান)।
Courtesy.. Aman Ferdous Sir
University of Dhaka
Department of Sociology
Reknowned International Researcher