হাবিব প্রকাশন

হাবিব প্রকাশন রুচিশীল প্রকাশনার অনন্য সন্ধান Habib Prokashon aims to produce world-class knowledge-based books with authentic information.

Since its inception in January 2020, Habib Prokashon set a target to have books that would compete globally. Hence, it is actively working toward publishing beneficial books in various fields. Currently, with its new management formed in 2022, the focus of Habib Prokashon is on contributing to the betterment of humanity, global peace, and unity by producing books aimed at the Islamic lifestyle, re

moval of doubts about Islam, clarification of misconceptions, family and moral values, leadership skills, entrepreneurial qualities, education, thinking, and continual learning, etc.

16/05/2025

ইসলামি নীতিমালায় মানব সৃষ্টির সূচনা

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। মহান আল্লাহ তা'আলা মানুষের মধ্যে সঙ্গপ্রিয়তা সৃষ্টি করেছেন। তিনি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করে এক পর্যায়ে তাঁর পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে পাঠান। তিনি মানব সৃষ্টির উষালগ্ন থেকেই মানুষের বংশবৃদ্ধি, বিকাশ ও বসবাসের এ ধারা নির্ধারণ করে দিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
"হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। আর তিনি সৃষ্টি করেছেন সেই ব্যক্তি থেকে তার জোড়া। এরপর তাদের দুজন থেকেই ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নারী-পুরুষ।"(আল—কুরআন)

মানব সমাজ সম্পর্কে ইসলামের মূলনীতি হচ্ছে পৃথিবীতে সকল মানুষই সমান এবং ভাই ভাই। তারা সবাই একই বংশ থেকে সৃষ্টি হয়েছে। মানুষ হিসেবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ হজরত আদম আলাইহিস সালাম-এর সন্তান এবং আদম মাটি থেকে সৃষ্ট। পরবর্তীতে আল্লাহ তাদের বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছেন।

ইসলাম মানুষকে জাতি, বর্ণ, ভাষা ও সংস্কৃতির বিভিন্নতার কারণে বিভক্ত করে না; বরং ধর্মের ভিত্তিতে মানুষ দুটো সমাজে বিভক্ত হয়ে পড়েছে। এর একটি ইসলামি সমাজ আর অপরটি হচ্ছে সাধারণ সমাজ। ধর্মের ভিত্তিতে মানব সমাজ বিভক্ত হলেও মূলত মানব সমাজের উৎপত্তি একই মূল থেকে আগত।

পৃথিবীতে মানুষের বসবাসের সূচনালগ্ন থেকে প্রতিকূল পরিবেশ ও হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা এবং পরস্পরের সহযোগিতার চিন্তা থেকেই মানুষ সম্মিলিতভাবে বসবাস শুরু করে। পরবর্তীকালে বাস্তব পরিস্থিতি, অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং সামাজিক পরিবর্তনের প্রভাব মানুষের এ সম্মিলিত বসবাসের ধারাকে সমাজে রূপান্তরিত করে।

ঘর নির্মাণ, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, সমাজ সম্পর্কে মানুষের ধারণা একটি স্থায়ী কাঠামো লাভ করে। এ সংঘবদ্ধ জীবনে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিভিন্ন নিয়ম-কানুন, রীতিনীতি তৈরি করে। মানুষ নিজস্ব প্রয়োজন পূরণ করতে গিয়েই সমাজবদ্ধভাবে বসবাস করে।

16/05/2025

ভারতীয় কালচারে বছর দশক ধরে জগণ্য একটি প্রথা ডেভোলাপ হচ্ছে। কি সেই প্রথা? ❝আগে বাচ্চা পরে বিয়ে❞। প্রথাটি সমাজে প্রতিষ্ঠার ক্ষেত্রে টিভি মিডিয়া ও অ্যাক্টর অ্যাক্ট্রেস, মুভি, নাটক, ফিল্ম ও ইনফ্লুয়েন্সারদের হাতিয়ার করা হয়েছে।

মূলত প্রথাটি পশ্চিমাঞ্চলের। ভারতীয় অতি সুশীল ও পশ্চিমা কালচার বাস্তবায়ন সংগঠনদের দ্বারা প্রতিষ্ঠার কাজ চলছে। লিভ টুগেদারের আপডেট ভার্শন ও প্রাচীন সামাজিক চক্রকে ভেঙে দিতে এই ষড়যন্ত্র। এতে করে সামাজিক বিশ্বাস ভেঙে দেয়া যায়। সামাজিক ও পারিবারিক বিশ্বাস ভাঙতে পারলে যেকোন মত ও চিন্তা সহজে পুশ করা সম্ভব।

বাংলাদেশের প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ে বিষক্রিয়াটি না ছড়িয়ে পড়লেও প্রথম শ্রেণি ও তথাকথিত সুশীল সমাজে বেশ ভালো করেই প্রভাব ফেলেছে। লিভ টুগেদার দিয়ে শুরু। ভুলক্রমে বাচ্চা আসলে বিয়ে করা কিংবা মেরে ফেলা। প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় আমরা বেশ কিছু খবর বিগত বছরগুলোতে পেয়েছি।

এখন কাজ হলো সামাজিক ও ধর্মীয় অবকাঠামো মজবুত করা। কেননা ❝আগে বাচ্চা; পরে বিয়ে❞ প্রথার সাথে কোন ধর্মই সহমত পোষণ করে না। ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে দাঁড়াতেই এইসকল প্রথার আবির্ভাব। শুধু তাই নয়, জারজ সন্তান বৃদ্ধির লক্ষ্যমাত্রা তৈরি করেছে দাজ্জাল গোষ্ঠী।

23/04/2025

ফ্রি ডেলিভারি 🔥

ওয়েবসাইট লঞ্চিং উপলক্ষে হাবিব প্রকাশন হৃদয় নোঙর বইয়ে দিচ্ছে ফ্রি ডেলিভারি। আপনাদের হৃদয় জয় করতে চলে এলো বিশেষ অফার৷

🌟 ❝হৃদয় নোঙর❞
লেখক: মুহাম্মদ হোসাইন রেজা
এটি এমন একটি বই, যা আবেগ, ভালোবাসা এবং সম্পর্কের গভীরতাকে অনন্যভাবে তুলে ধরেছে। হৃদয়ের গভীর অনুভূতিগুলিকে বোঝার জন্য এটি হতে পারে আপনার আদর্শ সঙ্গী।

💸 মূল্য: ২৭৫ টাকা মাত্র।

📦 কীভাবে অর্ডার করবেন?
📲 কল করুন: 01315399139 অথবা ভিজিট করুন https://www.habibprokashon.com/shop/978-984-35-2982-4-15 এই লিংকে।

⏳ সীমিত সময়ের অফার - দ্রুত অর্ডার করুন! স্টক শেষ হয়ে গেলে এই সুযোগ মিস করবেন না।

👉 ❝হৃদয়ের আবেগ আর সোহবতের আলোতে নিজেকে আলোকিত করুন।❞

হাবিব প্রকাশন
রুচিশীল প্রকাশনা অনন্য সন্ধান

**🚀 Coming Soon!**  *"Management in Islam isn't just about strategies—it's about justice, accountability & divine wisdom...
30/03/2025

**🚀 Coming Soon!**

*"Management in Islam isn't just about strategies—it's about justice, accountability & divine wisdom. Stay tuned for a groundbreaking book on **'Management Science from an Islamic Perspective'**, where faith meets leadership!

"*

**🔍 Unique | Insightful | Transformative**

BIG ANNOUNCEMENT 🎉অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, আমাদের স্বপ্নের ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে৷ আলহামদুলিল্লাহি ওয়াশ শুকরু লিল...
27/03/2025

BIG ANNOUNCEMENT 🎉

অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, আমাদের স্বপ্নের ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে৷ আলহামদুলিল্লাহি ওয়াশ শুকরু লিল্লাহ।

গ্রাহকের সব ধরনের সুবিধা রেখে সাইটটি তৈরি করা হয়েছে। এই মুহুর্তে আপনি তিনটি বই অর্ডার করতে পারবেন। ৩৬টি ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, উপায় দিয়ে পেমেন্টের সুযোগ থাকছে৷

০১. হৃদয় নোঙর।
০২. সোহবত।
০৩. ঈদ ও জানাজা নামাজের তাকবির।

খুব শীঘ্রই ১০টি বইয়ের ইবুক অর্ডার করতে পারবেন৷ স্মুথ একটি রিডারের মাধ্যমে পড়তে পারবেন। ইনশা আল্লাহ।

আল্লাহ সহায় হোন।

পাঠকের তোলা ছবিতে ‘হৃদয় নোঙর'-এর ঝলকানি৷ সংগ্রহ করুন আর ছবি পাঠান৷ ফটোগ্রাফার : মহিবুর রহমান রাজন
19/01/2025

পাঠকের তোলা ছবিতে ‘হৃদয় নোঙর'-এর ঝলকানি৷ সংগ্রহ করুন আর ছবি পাঠান৷

ফটোগ্রাফার : মহিবুর রহমান রাজন

নতুন বছরে পাঠকের সংগ্রহ ও ফটোগ্রাফি৷ চলছে পাঠ্যনগর বুকশপে কম্বো অফার৷ সংগ্রহ করতে এখনই উনাদের নক দিন৷নতুন বছর কাটুক বই ব...
03/01/2025

নতুন বছরে পাঠকের সংগ্রহ ও ফটোগ্রাফি৷ চলছে পাঠ্যনগর বুকশপে কম্বো অফার৷ সংগ্রহ করতে এখনই উনাদের নক দিন৷

নতুন বছর কাটুক বই বিতানে৷ ✨💙

দাওয়াতে ইসলামির তিনদিনের ইজতেমায় পাওয়া যাচ্ছে ‘হৃদয় নোঙর' ও 'সোহবত' বই৷ আল্লাহ পাক কিতাবের নূরে আমাদের আলোকিত করুন। মদিন...
20/12/2024

দাওয়াতে ইসলামির তিনদিনের ইজতেমায় পাওয়া যাচ্ছে ‘হৃদয় নোঙর' ও 'সোহবত' বই৷ আল্লাহ পাক কিতাবের নূরে আমাদের আলোকিত করুন।

মদিনা বুক হোম
দোকান নং– 3608
প্রথম গলি, হাতের ডানদিকে।

কিছু সোহবত এমন যা একমুহূর্তেই আপনাকে অস্থির করে তুলতে পারে আবার স্বস্তিরও। সোহবতের এই খেলা তখনই ধারালো হয় যখন সোহবত পেতে...
19/12/2024

কিছু সোহবত এমন যা একমুহূর্তেই আপনাকে অস্থির করে তুলতে পারে আবার স্বস্তিরও। সোহবতের এই খেলা তখনই ধারালো হয় যখন সোহবত পেতে আপনি কতখানি আগ্রহী তাঁর উপর।

প্রত্যেকটি সোহবতের মূল্যমান ব্যক্তির আদবের উপর নির্ভর করে। আরো নির্ভর করে সোহবতগ্রহণকারীর থলির উপর। যেটি দ্বারা পরিমাপন করা যায়। তবেই সোহবত সুন্দর ও দামি হয়ে উঠে।

সোহবত | মুহাম্মদ হোসাইন রেজা

প্রভুর কাছে বান্দার মুনাজাত অমোঘ মিলন। মানে হলো আগে পরে সফল হবেই৷ মুনাজাত করতে জানলে কি মেলেনা তার ইয়ত্তা নেই। সবই মেলে।...
15/12/2024

প্রভুর কাছে বান্দার মুনাজাত অমোঘ মিলন। মানে হলো আগে পরে সফল হবেই৷ মুনাজাত করতে জানলে কি মেলেনা তার ইয়ত্তা নেই। সবই মেলে। অসহায়ের কন্ঠস্বর রবের কাছে কাছে পাঠানোর অনন্য ডিভাইস মুনাজাত।

মুনাজাতে কি করা হয়? চাওয়া হয়, বলা হয়। নিজের জন্য, পরের জন্য, ঘরের জন্য তথা সবার জন্য। অব্যক্ত কথা ব্যক্ত হয়। যা শুধুই প্রভুকেই বলা যায়। আপন ভেবে, গোপন রেখে। যে গোপনীয়তা কখনোই ভাঙবার নয়।

আনন্দের বিষয় হলো প্রভূর কাছে কেমন করে মুনাজাত করবেন? কতটুকু করবেন? কখন করবেন সবই একদম দিবালোকের মতো প্রভু নিজেই বলে দিয়েছেন। তাঁর মানে, প্রভুর ইচ্ছে হলো আপনি চান। ছোট, মাঝারি, বড় সবরকম মসবিতে চান।

আর এটিই হলো প্রভুকে মনে রাখার উপায়। জিকির করার উপায়। ভুলে না যাবার উপায়। প্রত্যাবর্তনের দিকপাল।

হৃদয় নোঙর | মুনাজাত অধ্যায়
মুহাম্মদ হোসাইন রেজা

ফানা ফিশ শাইখ মানে কি? অন্ধভাবে শাইখের অনুসরণ? নাকি শাইখের খাসিয়াত নিজের মধ্যে প্রতিস্থাপন?এই বিষয় নিয়া বিতর্ক হতে পারে।...
14/12/2024

ফানা ফিশ শাইখ মানে কি? অন্ধভাবে শাইখের অনুসরণ? নাকি শাইখের খাসিয়াত নিজের মধ্যে প্রতিস্থাপন?

এই বিষয় নিয়া বিতর্ক হতে পারে। তবে কিছু বিষয়ে একমত হওয়া চাই। শাইখের হাজারো ভ্রান্তি চোখে পড়লেও এড়িয়ে যাওয়া কিংবা শাইখের পক্ষ নিয়ে হরদম গালিগালাজ করে যাওয়া কখনও ফানা ফিশ শাইখ হতে পারে না। এমনকি এটা তাসাউফও না।

এখানে দুইটা বিষয় হতে পারে—
এক. শাইখের প্রকৃত সোহবত কিংবা দীক্ষা শিষ্য পায় নাই।
দুই. তার শাইখ হক না। হক হলেও প্রকৃত তাসাউফ শিখাতে শাইখ ব্যর্থ।

তাঁর মানে কি শাইখের খাসিয়ত (বৈশিষ্ট্য বা চরিত্র) নিজের মধ্যে প্রতিস্থাপন করাই হলো ফানা ফিশ শাইখ? হ্যাঁ, অনেকখানি তাই। তবে আরো শ খানেক অর্থে ব্যবহার যোগ্য। এই জামানায় শাইখের যথাযথ অনুসরণ ও আদববানই ফানা ফিশ শাইখ। বলা চলে, যেকোন বিষয়ে নিজের শাইখকে প্রাধান্য দেওয়া। অন্য শাইখকে খাটো কিংবা কুৎসার চোখে দেখা নয়।

সোহবত | অনুচ্ছেদ : ফানা ফিশ শাইখ
মুহাম্মদ হোসাইন রেজা

অনিন্দ্য সুন্দর হাতের ছোঁয়া, মিটিমিটি স্নিগ্ধ আলো ও মুঠোফোনের কারিশমায় স্থিরচিত্রগুলো ফ্রেমবন্দি করেছেন পাঠক। আলো আঁধারে...
10/12/2024

অনিন্দ্য সুন্দর হাতের ছোঁয়া, মিটিমিটি স্নিগ্ধ আলো ও মুঠোফোনের কারিশমায় স্থিরচিত্রগুলো ফ্রেমবন্দি করেছেন পাঠক। আলো আঁধারের সংমিশ্রণে সোহবত তাজা হয়ে উঠেছে৷ পেয়েছে জীবন্ত প্রতিচ্ছবি।

সোহবত
মুহাম্মদ হোসাইন রেজা
হাবিব প্রকাশন | হাবিব প্রকাশন পাঠক ফোরাম

আলোকচিত্রী : আব্দুল্লাহ আল মামুন 💙

Address

South Banasree, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when হাবিব প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category