
04/01/2025
লোকটিকে চিনে রাখুন
এই লোকটির নাম শরীফ । ঘাগড়া কলাবাগান থেকে। ওদের একটি চক্র আছে। ব্যাকআপ দেওয়ার জন্য একটি সিএনজি ও আছে।
আজ রাত ১ টার দিকে চম্পাতলী পাড়ার একটি ঘরে ঢুকে পড়ে টের পেয়ে চোরটিকে চারদিক থেকে সবাই ঘেরাও করে এবং ধরা পরে যায়। গত তিন- চার মাস ধরে পাড়া থেকে অ্যান্ড্রয়েড ফোন, সোনা-গহনা, , টাকা-পয়সা, বৈদ্যুতিক তার চুরি করে আসছিল। যুব সমাজের লোকজন অনেকদিন ধরে চোরকে ধরার চেষ্টা করছিল অবশেষে সবার প্রচেষ্টায় আজ ধরা পরে যায়।
কপি পোস্ট