ডিফেন্স পয়েন্ট

ডিফেন্স পয়েন্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডিফেন্স পয়েন্ট, Video Creator, Fulbaria.
(1)

ইচ্ছা শক্তি দক্ষতার চেয়েও শক্তিশালী 👉 ডিফেন্স পয়েন্ট-Defence Point আপনার স্বপ্ন পূরণের বিশ্বস্ত সঙ্গী!📍
খেলাধুলার সকল আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ - ডিফেন্স স্পোর্টস 📌

দুনিয়াতে কত রকম মানুষ রয়েছে,🙂🥺
20/07/2025

দুনিয়াতে কত রকম মানুষ রয়েছে,🙂🥺

20/07/2025

১৬ বছরে এমন চিএ দেখেনি কেউ ❤️🇧🇩
Follow - ডিফেন্স স্পোর্টস 📌

SSC পাশেই ৮০০০ পুলিশ নিয়োগ শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি-২.৫০বয়স: ২৪ জুলাই ২০২৫  অনুযায়ী ১৮-২০উচ্চতাঃ ছেলে ৫'৬" মেয়ে ৫'৪"...
20/07/2025

SSC পাশেই ৮০০০ পুলিশ নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি-২.৫০
বয়স: ২৪ জুলাই ২০২৫ অনুযায়ী ১৮-২০

উচ্চতাঃ ছেলে ৫'৬" মেয়ে ৫'৪" মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার
প্রার্থীর ক্ষেত্রে ৫'২"

আবেদন ফি: ৪০ টাকা

আবেদন এর শেষ তারিখ: ২৪ জুলাই-২০২৫
বিঃদ্রঃ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা আছে।
*** প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
আমাদের ব্যাকআপ পেইজটি ফলো করুন - ডিফেন্স স্পোর্টস 📌

দুটি ছবির মধ্যে আমীরে জামাতের বক্তৃতা দেয়ার ছবিটি আমার তোলা। হ্যাঁ, আমি গিয়েছিলাম আজকের জনসমুদ্রে। কোন কর্মী বা সমর্থক হ...
20/07/2025

দুটি ছবির মধ্যে আমীরে জামাতের বক্তৃতা দেয়ার ছবিটি আমার তোলা। হ্যাঁ, আমি গিয়েছিলাম আজকের জনসমুদ্রে। কোন কর্মী বা সমর্থক হিসেবে নয়। গিয়েছি আমার কিছু রাজনৈতিক প্রশ্নের উত্তর খুঁজতে। ঠিক যেমনটা গিয়েছিলাম ৫ আগস্টের পরপর বিএনপির সমাবেশে।

২৪ এর জুলাইয়ে পুলিশের মার খেয়ে আমার ডান হাতে রক্ত জমাট বেঁধে কালো হয়ে যায়। ব্যথা পাইনি, কারণ চারপাশের পরিস্থিতি বলে দিচ্ছিলো সরকার পরিবর্তন হবেই। সেই কালো দাগ নিয়ে ৫ আগস্টে মুক্তির নিঃশ্বাস নিয়েছি। তবে শঙ্কা একটা ছিলো। সরকারকে না হয় পরিবর্তন করা গেলো কিন্তু রাজনীতির ধরণ কি বদলাবে? নাকি সেই পুরনো গৎবাঁধা নিয়মে চলবে??

উত্তর খুঁজতে যেদিন বিএনপির সমাবেশে গেলাম, নতুনত্ব পেলাম শুধু ভিডিও কলে বক্তৃতা। কর্মীরা সেই আগেরমত তাদের পারিশ্রমিক নিতে ব্যস্ত। সমাবেশে কি বলা হচ্ছে না হচ্ছে তাদের সেদিকে খেয়াল নেই। মঞ্চে গিজগিজ করছে মানুষ। যখনই কোন বক্তা মাইকের সামনে দাঁড়ান, তখনই তার চারপাশে ঘিরে থাকে কিছু লোভী অপরিচিত মুখ। নিজের থোৎমা দেখিয়ে যদি কিছু ফায়দা হয় এই আশায়। প্রত্যেক নেতার সেই আগের মত আলাদা আলাদা গ্রুপ,পোস্টার, ব্যানার; জায়গা নিয়ে কামড়াকামড়ি। আর জায়গা হলো সেই চিরাচরিত জনগণের রাস্তা। অমনোযোগী কর্মীদের উপর পাতিনেতাদের গায়ে হাত দেয়া তো চলছেই। এমন গৎবাঁধা মাহফিল দেখে বেশিক্ষণ থাকতে পারিনি।

আজ একই প্রশ্নের উত্তর পেতে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান। খিলগাঁও থেকে আমি রমনা থানা পর্যন্ত রিক্সায় আসতে পেরেছিলাম। তারপর লোকে লোকারন্য। মিন্টু রোডের কাছেই দেখলাম বিশাল স্ক্রীনে একে একে বক্তার বক্তৃতা দেখানো হচ্ছে। সবাই সেটা শুনছেন এবং রিএক্ট করছেন। মৎস্য ভবন থেকে আর সামনে আগাতে পারলাম না। কোনমতে রমনা পার্কে ঢুকে দেখি সেটাও পূর্ণ। গতকাল রাতে আসা অনেকেই গাছের নিচে পলিথিনের উপর শুয়ে আছেন। বাড়ি থেকে আনা খাবার খাচ্ছেন। কিছু বান্দা গরম সহ্য করতে না পেরে রমনার লেকে নেমে গোসল করছেন। পুরো রমনা ভরা মানুষ কিন্তু তার মধ্যে কোন পুলিশ দেখলাম না। আর পুলিশের দরকারও ছিলো না। সবাই ছিলো সুশৃঙ্খল। অনেক কষ্ট করে শিশুপার্কের ভেতর দিয়ে আমি উদ্যানে গেলাম। গাছের ছায়ার নিচে বসে মানুষ বিশাল স্ক্রীনে বক্তব্য শুনছে। শুধু সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা করে লাগানো হয়েছে ১২ টা বিশাল স্ক্রীন। মঞ্চের স্ক্রীন তো আছেই। খাবার পানি, ওযুর পানি, অস্থায়ী ওয়াশরুম, মেডিকেল বুথ, নামাজ আদায় করার জন্য ত্রিপল, সবকিছুর ব্যবস্থা করা!! পুলিশ উদ্যানের প্রবেশমুখে থাকলেও পুরো উদ্যানে ভেতরে শুধু স্বেচ্ছাসেবকরাই ছিলো। লাখ লাখ মানুষ। কাউকে অমনোযোগী পাওয়া যায় নি। স্বেচ্ছাসেবকরা কাউকে আঘাতও করেননি। জামায়াত ইসলামী ব্যতীত কোন নেতার ব্যক্তিগত কোন ছবি, পোস্টার দেখা যায়নি। আমার মত মাথায় দেশের পতাকা বাঁধা তরুণ দেখলাম অসংখ্য। বিভিন্ন দলের এতজন বক্তৃতা দিলেন কিন্তু বিপক্ষ কারও প্রতি ঔদ্ধত্য পূর্ণ কিছু বলেননি। এমনকি ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা আজহারুল ইসলামকেও দেখলাম শালীনভাবে কথা বলতে!!

পুরো মঞ্চটা খেয়াল করলাম। যিনি বক্তব্য দিচ্ছেন, তার আশেপাশে কেউ নেই। বক্তাদের বসার জায়গা ছিলো অনেক পেছনে, আর বক্তৃতা দেবার মাইক ছিলো অনেক সামনে। বক্তার সাথে সেলফি তোলার কোন হিড়িক নেই। হঠাৎ সবাইকে আশ্চর্য করে দিয়ে বক্তব্য শুরু করলেন হিন্দু ঐক্যজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক। সোজা-সাপ্টা কথা বলা এই মানুষটা আমার অনেক প্রিয়। আজ বুঝলাম তিনি অনেকের কাছে প্রিয়। গোবিন্দবাবু কথা বলছেন আর লাখ লাখ মুসলমান তাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন!! এ এক অভূতপূর্ব দৃশ্য। ডিফেন্স স্পোর্টস 📌

সবশেষে বক্তব্য দিতে আসলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি পড়ে গেলেন। ধরাধরি করে আবার উঠলেন। পারলেন না। তারপর বসে বসে বক্তৃতা শুরু করলেন। আমি জানি এই বক্তব্য সোস্যাল মিডিয়ায় অগণিতবার দেখানো হবে। কিন্তু সামনে থেকে এই বক্তব্য পুরো গায়ে কাঁটা দেয়ার মত। বসা অবস্থায় তাঁকে নিয়ে যখন নেতাকর্মীরা টানা-হ্যাঁচড়া শুরু করলো তিনি সবাইকে মঞ্চেই তার পাশে বসতে বললেন। আশ্চর্য হয়ে দেখলাম সবাই বসে গেলো!! এমনকি তার প্রেসার মাপতে থাকা ডাক্তারটাও।

রাজনীতির ধরণ পাল্টাচ্ছে- এটাই আমার বড় স্বান্তনা। সাথে দেখলাম প্রায় ৭০ বছর বয়সী নেতার ঈমানী শক্তি। আল্লাহু আকবার। ফেরার পথে দেখলাম লাখ লাখ লোক আবার নিরবে যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। কোন বিশৃঙ্খলা নেই। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন নিয়মের বাঁধনে আটক হয়ে যেভাবে এসেছেন আবার ঠিক একই ভাবে ফিরে গেলেন।

কেন যেন মনে হচ্ছে বিপ্লব আরেকটা হবে। তবে সেটা নিরবে; দাঁড়িপাল্লার।।।

মেরিন প্রকৌশলী (45/E)
Dhaka, Bangladesh

20/07/2025

একটু সিদ্বি খাই স্যার 🤧🐸
ফলো করুন - ডিফেন্স স্পোর্টস 📌

20/07/2025

গোপালগঞ্জ 🐸🤧

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নতুন করে আরো ৫ টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মান ও ক্রয়ের টেন্ডার দেয়া হয়েছে। খুব সম্ভবত বাংল...
20/07/2025

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নতুন করে আরো ৫ টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মান ও ক্রয়ের টেন্ডার দেয়া হয়েছে। খুব সম্ভবত বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত নারায়ণগঞ্জের DEW তে এসব জাহাজ নির্মান করা হবে।
— সংগ্রহিত

20/07/2025

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় 🥺💔

বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্স...
19/07/2025

বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে শুধু নারীদের নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে আবেদন চলছে।

পদের নাম: নার্স (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ (ন্যূনতম) নিয়ে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী প্রার্থী হতে হবে।

আবেদনে বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত/বিধবা/তালাকপ্রাপ্ত

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)

আবেদন ফি: অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

প্রাপ্ত সুযোগ–সুবিধা

বেতন ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসাররা বেতন ভাতা প্রাপ্ত হবেন।

অন্যান্য সুযোগ–সুবিধা

বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থানপ্রাপ্তির সুযোগ পাবেন।

চিকিৎসা: সামরিক হাসপাতালগুলোয় উন্নতমানের চিকিৎসাপ্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধিমোতাবেক দেশে ও দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ পাবেন।

সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানগুলোয় যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ২ আগস্ট, ২০২৫।

সেলুট বাংলাদেশ সেনাবাহিনী 😱🫡
19/07/2025

সেলুট বাংলাদেশ সেনাবাহিনী 😱🫡

বিভ্রান্তিমূলক পোস্ট: সেনাবাহিনীর লোগো/স্টিকার সম্বলিত যানবাহন এর মাধ্যমে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা প্রদান প্রসঙ্গেসম...
19/07/2025

বিভ্রান্তিমূলক পোস্ট: সেনাবাহিনীর লোগো/স্টিকার সম্বলিত যানবাহন এর মাধ্যমে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা প্রদান প্রসঙ্গে

সম্প্রতি, সামাজিক মাধ্যমে একটি পোস্ট এ দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অপচেষ্টা।

বাস্তবতা হলো, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়। অনেক সময় এসকল বাসে অস্থায়ীভাবে “Bangladesh Army” লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সাথে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয় যা একটি আইন বহির্ভূত কাজ।

একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ প্রেক্ষিতে, সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ।

#বাংলাদেশ_সেনাবাহিনী #ভুয়া_প্রচার

Address

Fulbaria

Telephone

+8801604100777

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিফেন্স পয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডিফেন্স পয়েন্ট:

Share

Category