BD History

BD History BD History একটি নিউজ ও সাধারণ জ্ঞান ভিত্তিক সামাজিক মাধ্যম।

20/03/2023

কথাগুলো ভালো কইছে

19/03/2023

পুলিশ খানের আসামি আরাভ খানের গোপন ফোনকল ফাঁস।

19/03/2023

র‌্যাবের গুলিতে বৃদ্ধ নিহরে ঘটনায়মবধকসসকতফনড এমএসএফ-এর উদ্বেগ
বিডি ডেস্ক;
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সাদা পোষাকে র‌্যাব পরিচয়ে এক নারী পোষাক শ্রমিক হত্যার আসামি মো. সেলিমকে আটক করাকে কেন্দ্র করে র‌্যাবের গুলিতে আবুল কাসেম (৬৫) এর মৃত্যু ও হুমায়ুন কবির নামক অপর এক ব্যাক্তি গুরুতর আহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ক্ষোভ ও গভীর উদ্বেগ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র‌্যাবের বিরুদ্ধে বিচারবর্হিভূত হত্যাকান্ডের এমন অভিযোগ খতিয়ে দেখতে ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছে এমএসএফ।

গণমাধ্যমসূত্রে জানা যায়, শুক্রবার সকালে পার্শ্ববর্তী গজারিয়াপাড়া এলাকায় রোজিনা আক্তার নামের এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. সেলিমকে আটকের উদ্দেশ্যে দিবাগত রাত দেড়টার দিকে সাদা পোষাকে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। ফলে এলাকাবাসীর সন্দেহ হয়। একপর্যায়ে তাদের ডাকাত বলে দাবি করে চ্যালেঞ্জ করলে র‌্যাবের সঙ্গে এলাকাবাসীর তর্ক শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গুলি ও হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে নিহত আবুল কাসেমের স্ত্রী রমিজা বেগম জানান, শার্ট ও গেঞ্জি পরা একদল লোক গার্মেন্ট শ্রমিক সেলিমকে ধরে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আবুল কাসেম তাদের কাছে গিয়ে কেন সেলিমকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চান। তারা তাকে মারধর ও গালাগাল করে এবং একজন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তার স্বামীর পেটে গুলি করে। গুলিবিদ্ধ আবুল কাসেমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে হুমায়ুন কবিরের স্বজনেরা জানান, বৃদ্ধ আবুল কাসেমকে গুলি করায় এলাকাবাসী ক্ষেপে উঠে সাদা পোশাকের লোকদের ঘিরে ফেলে। হুমায়ুন কবির এগিয়ে যায় ও এ সময় ছয়-সাত রাউন্ড গুলি চলে। এতে তিনি বাম পায়ে দুটি ও ডান পায়ে একটি গুলি বিদ্ধ হন। ঘটনার পর রাত ২টার পর গাড়িভর্তি পুলিশ এসে গ্রামের কয়েকটা ঘর ভাঙচুর করে এবং গ্রামের অন্তত ২২ জনকে আটক করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে র‌্যাব -১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা দাবি করেন, রোজিনা ইসলাম নামের এক পোশাক শ্রমিকের হত্যা মামলার আসামি সেলিমকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় সে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে দেশি অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন র‌্যাবকে গুলি করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটেনি। তবে সকালে জানতে পারেন একজন মারা গেছেন। সে কার গুলিতে মারা গেছে, তা এখনও নিশ্চিত নয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, শুক্রবার রাতে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে সোনারগাঁয় লোকজনের সঙ্গে র‍্যাবের সংঘর্ষ হয় এবং একজন নিহত হয়েছেন। বৃদ্ধ আবুল কাসেম কীভাবে মারা গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এ ধরনের মৃত্যু অনাকাংক্ষিত ও অগ্রহণযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামী কিংবা সন্দেহভাজন ব্যক্তিকে আটক কিংবা গ্রেফতারের সময় বন্দুকযুদ্ধের মত ঘটনায় জড়িয়ে পড়ছে এবং যা হতাহতের মত ঘটনার সৃষ্টি করছে। এমএসএফ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র‌্যাবের বিরুদ্ধে বলপ্রয়োগ ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের অভিযোগ খতিয়ে দেখতে এবং নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

11/03/2023

নোবেলজয়ী ড. ইউনুসকে নিয়ে সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দেওয়া আলোচিত সেই পুরাতন বক্তব্য

10/03/2023

সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য-মিথ্যার জালে বন্দী একটা তথ্য ছেড়েছে পাবলিক তাতেই ফাঁকা সুলতান ডাইং

10/03/2023

রাজধানীর ব্যস্ত সড়ক আজিমপুর এতিমখানা মোড় ও মাতৃস্বাস্থ্য হাসপাতালের সমনের জায়গা দখল করে ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের মা বাবা ও সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মহাফিল চলছে।

শুধুমাত্র পাস করলেই বেসরকারি মেডিকেলে ভর্তি নয়; জানালো স্বাস্থ্যমন্ত্রী।মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করলেই বেসরক...
09/03/2023

শুধুমাত্র পাস করলেই বেসরকারি মেডিকেলে ভর্তি নয়; জানালো স্বাস্থ্যমন্ত্রী।

মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করলেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নিয়ম আর থাকছে না। এখন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে মেরিট অনুযায়ী ৫ জন ভর্তি হওয়ার যোগ্য হবেন। সে অনুযায়ী বেসরকারি মেডিকেলের ৬ হাজার ৭৭২টি সিটের বিপরীতে মেরিটে ৩৩ হাজার ৮৬০ এর মধ্যে থাকলে ভর্তির ক্ষেত্রে যোগ্য হবেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধ, অনলাইন মনিটরিং বিষয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, 'এ বছর যারা পাস করে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবেন, সেখানে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। আগে পাস যতই করুক সবাই ইলিজেবল (ভর্তিযোগ্য) হতো। গত বছর ৮০ হাজার পাস করেছিল। ৮০ হাজারই ভর্তির যোগ্য ছিল।'

ভর্তির জন্য এ বছর আমরা সেটাকে কমিয়ে ওয়ান ইজ টু ফাইভ করেছি অর্থাৎ একটা সিটের জন্য পাঁচজন করে আমরা কনফিগারেশন করব মেরিট অনুযায়ী। অর্থাৎ তাতে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বেসরকারি ৬ হাজার ৭৭২টি সিটে ভর্তি হতে পারবে।

‘রোনালদো আমার সঙ্গে এক রাত কাটিয়েছিল’, দাবি ভেনেজুয়েলার নারী ব্লগারের
09/03/2023

‘রোনালদো আমার সঙ্গে এক রাত কাটিয়েছিল’, দাবি ভেনেজুয়েলার নারী ব্লগারের

09/03/2023

আদানির সঙ্গে চুক্তি দেশবিরোধী, অবিলম্বে বাতিল করতে হবে: মির্জা ফখরুল

Address

Dhaka

Telephone

+8801892407614

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD History posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

BD Knowledge Basket সাধারণ জ্ঞানভিত্তিক পেইজ।

BD Knowledge Basket, পেইজটিতে জ্ঞানভিত্তিক নানা অজানা তথ্য দেওয়া হায়। এসব জ্ঞানভিত্তিক বিষয় ছাত্র-ছাত্রী ও চাকুরিজীবীদের জন্য অতি প্রয়োজনীয়।একজন সাধারণ মানুষ হিসেবেও অনেক কিছু জানার প্রয়োজন আছে। এসব জ্ঞানভিত্তিক বিষয় আপনার জীবন বদলে দিতে পারে।পেইজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।