![ইন্সটাগ্রাম [Instagram] শুরু হয়েছিল উইস্কি অ্যাপ হিসেবে। ইন্সটাগ্রামের নাম ছিল “বারবান”। 📸🍻কোথায় ভালো কুয়ালিটি হুইস্ক...](https://img3.medioq.com/840/687/147116908406872.jpg)
27/07/2023
ইন্সটাগ্রাম [Instagram] শুরু হয়েছিল উইস্কি অ্যাপ হিসেবে। ইন্সটাগ্রামের নাম ছিল “বারবান”। 📸🍻
কোথায় ভালো কুয়ালিটি হুইস্কি পরিবেশন করাহয়, সেটা জানার জন্য ইন্সটাগ্রাম্য ফাউন্ডার অ্যাপ তৈরি করেছিলেন হুইস্কি শপে চেক-ইন এবং ছবি শেয়ারের জন্য। 🍻📲
👉নেটফ্লিক্স [Netflix] শুরু হয়েছিল DVD ভাড়া দেয়ার ব্যবসা হিসেবে। 📀💻
👉অ্যামাজন [Amazon] শুরু হয়েছিল অনলাইন বইয়ের দোকান হিসেবে। 📚🛒
👉শপিফাই [Shopify] শুরু হয়েছিল স্নোবোর্ডিং গিয়ার বিক্রির জন্য। 🏂💻
আর এখন ওরা হচ্ছে অন্যান্য ই কমার্স প্লাটফর্মের ফেসিলিটেটর - ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড পয়েন্ট অফ সেল সিম্প্লিফায়ার। 👩💻🛍️
একজন উদ্যোগতা হিসেবে শুরু থেকে সবকিছু ফিগার আউট না করলেও ওকে।😴
শুরুটা কিভাবে সেটা বড় কথা নয়,মেইন বিষয়টা হচ্ছে সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন আর বিবর্তন আসলো ⏰🔄
So Start Working 🥱🫶
Yes, after the drink.