22/07/2025
প্রথমেই ধিক্কার জানাই মানুষ রুপি হায়নাদের যারা রাস্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা কে তার বৃদ্ধ মা এবং স্ত্রী সন্তানের সামনে নির্মমভাবে পিটিয়ে ইলেকট্রিক সট দিয়ে হত্যা করেছে তার একটাই অপরাধ সে যুবদল করে, শত শত প্রানের বিনিময়ে স্বৈরাচার বিদায় করার পরেও আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের হাতে আমাদের জীবন দিতে হচ্ছে এর চেয়ে দুঃখজনক বিষয় আর হতে পারে না।
আসিফ শিকদার ছিলেন শাহ্আলী থানা আওতাধীন ৯৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বর্তমান থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। তার বয়স আনুমানিক ৩২ বছর।
দেশের সুশীল সমাজ এবং প্রতিটি বিবেকবান মানুষের প্রতি বিনীত অনুরোধ এই বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের প্রয়োজন,, নয়তো,,,,,, আজ আসিফ হত্যা হয়েছে কাল আপনি এবং আমি এই বিচারবহির্ভূত হত্যাকান্ডের স্বীকার হবো.....