
02/06/2023
দোষ সূয্য মামার না। সব দোষ আমাদের।
গাছ কেটে উজার করছি। পরিবর্তে গাছ লাগাতে বললে দয়াবান হৃদয় গাজার গাছ লাগায়।
কার্বন পোড়াতে কম বললে বেশি করে ইটের বাড়ি বানানোর জন্য কয়লা পোড়ায়।
পলিথিন ব্যাবহার কম করতে বললে বেশি করে ব্যাবহার করে। তাও আবার ফেলে নদিতে।
একটা সময় নিজের চোখে দেখেছি বৈশাখ মাস শুরুর ৫ দিন আগে থেকে জৈষ্ঠ মাস শুরুর দিক পর্যন্ত Avarage 15 দিন + ঝড় হত। এখনও ঝড় হয় তবে ৩/৪ দিন। জৈষ্ঠ মাসে একটা সময় বন্যা হত। প্রচুর বৃষ্টি শুরু হয়ে আষাড় এবং শ্রাবন পর্যন্ত বৃষ্টি হত। ফলে ফসল হত ভালো। এখনও হয়। তবে জৈষ্ঠ মাসে ২/১ দিন। আষাড় শ্রাবন বৃষ্টি নাই। ভাদ্র মাসে বৃষ্টি। এমনকি বন্যা। যা সমপূর্ন অনাকাঙ্ক্ষিত।
সরকারি পদক্ষেপ কঠিন না হলে সামনে বার ৪০ এর জায়গায় ৪৫ ডিগ্রি তাপমাত্রা থাকবে। মোখার বদলে চোখা ঝড় আসবে। অসহায় হবে নিম্নাঞ্চল এর মানুষ। আর আমরা পুড়বো রোদে।
ভালো হয়ে যা আরিফুল।
বিশেষ দ্রষ্টব্য: মরুভুমিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪০/৪২ ডিগ্রি থাকে