Travel Goes On

Travel Goes On The experiences that I gather by travelling will be shared on this platform

03/11/2024

আলহামদুলিল্লাহ!
বাতিল করা হচ্ছে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন
চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম।
৭ দিনেই পাসপোর্ট হাতে পাবে সবাই!

সেন্টমার্টিন ডে ট্যুর যেভাবে দিবেন: কক্সবাজার থেকে জাহাজ সকাল ০৮.০০টা। জাহাজ নামাবে দেড়টা থেকে দুইটায়।সেন্টমার্টিন দ্বীপ...
01/11/2024

সেন্টমার্টিন ডে ট্যুর যেভাবে দিবেন:
কক্সবাজার থেকে জাহাজ সকাল ০৮.০০টা।
জাহাজ নামাবে দেড়টা থেকে দুইটায়।

সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট এক দৌড়ে যেতে হবে গলাচিপার দিকে । গলাচিপায় গেলে সেন্টমার্টিন দুই দিক থেকে দেখা যাবে। স্বল্প সময়ে দেইখা দৌড় দিবেন ছেড়া দ্বীপ দেখতে। প্রয়োজনে ম্যারাথনের আয়োজন করা যেতে পারে। এই টাইমে ছেড়া দ্বীপ যাইতে না পারলেও পানির নিচে ছেড়া দ্বীপ দেখতে পারবেন।।ছেড়া দ্বীপের সামনে প্রবেশ নিষেধ লেখা একটা সাইনবোর্ড আছে। ঐটার সামনে একটা ফ্যামিলি ফটো তুইলা রাখবেন স্মৃতি হিসেবে।

এরপর চলে আসবেন জেটি ঘাটে। কোন মতন লাথি উষ্টা দিয়া জাহাজে উঠবেন , জাহাজে লাঞ্চের ব্যবস্থা থাকবে। এক প্যাকেট বিরিয়ানি শান্তিতে খাইয়া প্যাকেট টা পানিতে ফালায় দিবেন বাকিটা গাংচিল খাইবো।

সন্ধ্যায় কক্সবাজার ফিরে আইসা ইনানী নেভি জেটিতে দাঁড়ায়ে একটা বিড়ি ধরাইবেন ,আর বলবেন-
আবার কোন লাভ লস নাই আবার জীবনডাই লস!🙃

লেখা সংগৃহীত।

Jiyo!  Khus Raho!  Muskurao Kya Pata Kal Ho Na Ho 🥹♥️
22/10/2024

Jiyo! Khus Raho! Muskurao
Kya Pata Kal Ho Na Ho 🥹♥️

সতর্কতা মূলক পোস্টকক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোত...
11/10/2024

সতর্কতা মূলক পোস্ট
কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ
তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার
০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯,

Top 5 Places to visit in Kolkata 🔴 কলকাতায় কোথায় কোথায় ঘুরবেন⁉️⁉️এইবারের ভিডিও অনেক বেশি Interesting! সবাইকে দেখার অন...
08/10/2024

Top 5 Places to visit in Kolkata 🔴 কলকাতায় কোথায় কোথায় ঘুরবেন⁉️⁉️
এইবারের ভিডিও অনেক বেশি Interesting!
সবাইকে দেখার অনুরোধ রইল♥️

https://youtu.be/DiOKwc7BxhA

ভ্রমণে যে অভিজ্ঞতা হবে,পৃথিবীর আর অন্য কোন কিছুতেই তা পাওয়া যাবে না! ♥️😌
18/09/2024

ভ্রমণে যে অভিজ্ঞতা হবে,পৃথিবীর আর অন্য কোন কিছুতেই তা পাওয়া যাবে না! ♥️😌

ট্রাভেল গোজ অন এর হাত কেউ ছেড়ে যাবেন না। 😂😂😂আসছে নিউ ভিডিও, আজ রাত ৮ টায় ।স্বাধীন বাংলাদেশের প্রথম ভ্লগ ।
07/08/2024

ট্রাভেল গোজ অন এর হাত কেউ ছেড়ে যাবেন না। 😂😂😂
আসছে নিউ ভিডিও, আজ রাত ৮ টায় ।
স্বাধীন বাংলাদেশের প্রথম ভ্লগ ।

16/05/2024

Ilish diye pet pujo !

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Travel Goes On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category