Nurul Huda Shamim

Nurul Huda Shamim সৃষ্টির আদি-অন্ত

13/07/2025

Amazing Video (collected)

দুইটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি, মাত্র ৫ কিলোমিটার সমুদ্র দ্বারা পৃথক। শীতকালে, জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে এক দ...
30/06/2025

দুইটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি, মাত্র ৫ কিলোমিটার সমুদ্র দ্বারা পৃথক। শীতকালে, জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া যায়।

ধরুন আপনি সকাল ১০টা সময় যাত্রা শুরু করলেন এবং প্রায় এক ঘণ্টায় পৌঁছাবেন বলে আশা করছেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর ঘড়িতে দেখা যায় একটি অদ্ভুত সময়।

এই দ্বীপদ্বয় আন্তর্জাতিক তারিখ রেখার দুই পাশে অবস্থিত, এবং তাদের মধ্যে সময়ের পার্থক্য ২২ ঘণ্টা। এই অল্প দূরত্ব হাঁটলেই আপনি কার্যত এক দিন পেছনে বা সামনে চলে যান।

এই সুন্দর দ্বীপগুলো আমেরিকা ও রাশিয়ার মাঝে অবস্থিত। এদের নাম যথাক্রমে "লিটল ডায়োমিড দ্বীপ – গতকাল" এবং "বিগ ডায়োমিড দ্বীপ – আগামীকাল"।
(Collected)

Brendon Grimshaw নামক একজন মহান প্রকৃতিপ্রেমী "A Grain of Sand" নামে একটি বই ১৯৯৬ সালে প্রকাশ করেন।বিষয়বস্তু: বইটিতে তিন...
20/06/2025

Brendon Grimshaw নামক একজন মহান প্রকৃতিপ্রেমী "A Grain of Sand" নামে একটি বই ১৯৯৬ সালে প্রকাশ করেন।
বিষয়বস্তু: বইটিতে তিনি সেশেলসের একটি পরিত্যক্ত দ্বীপকে কীভাবে ধীরে ধীরে একটি জীববৈচিত্র্যে ভরপুর স্বর্গে রূপান্তর করেছেন, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
🌴 মূল ঘটনা: ব্রেন্ডন গ্রিমশোর জীবনকথা:
🔸 ১৯৬২ সালে তিনি সেশেলসের মোয়েন আইল্যান্ড (Moyenne Island) মাত্র ১৩,০০০ ডলারে কিনে নেন।
🔸 দ্বীপটি আগে ৫০ বছর ধরে পরিত্যক্ত ছিল।
🔸 স্থানীয় সঙ্গী René Lafortune-এর সহায়তায় তিনি দ্বীপে বাস শুরু করেন।
🔸 তাঁরা নিজের হাতে ১৬,০০০ গাছ 🌳 লাগান, ৫ কিলোমিটার রাস্তা 🛣️ বানান, প্রায় ২০০০ পাখি পুনর্বাসিত করেন 🐦, শতাধিক Aldabra giant tortoise পুনরুৎ্থান করেন 🐢

💰 ৫০ মিলিয়ন ডলারের অফার:
এক সৌদি রাজপুত্র তাঁর কাছে দ্বীপটি কেনার জন্য ৫০ মিলিয়ন ডলার অফার করেন। তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন এই বলে: “আমি চাই না এটা ধনীদের অবকাশ যাপনের জায়গা হোক। আমি চাই এটা মানুষ ও প্রাণীদের জন্য একটি স্বাধীন স্বর্গ হয়ে থাকুক।”

🏞️ জাতীয় উদ্যান ঘোষণা: ব্রেন্ডনের স্বপ্ন অনুযায়ী, ২০০৮ সালে Moyenne Island-কে জাতীয় উদ্যান (Nature Reserve) ঘোষণা করা হয় – বিশ্বের সবচেয়ে ছোট জাতীয় উদ্যানগুলোর একটি।

🪦 মৃত্যু ও উত্তরাধিকার: ব্রেন্ডন গ্রিমশো জুলাই ২০১২ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বীপটির একমাত্র অধিবাসী ছিলেন। তাঁর মৃত্যু হলেও তাঁর কাজ এখনো জীবন্ত—Moyenne এখনো সংরক্ষিত একটি প্রাকৃতিক স্বর্গ।

🎥 ডকুমেন্টারি: 📽️ "A Grain of Sand" নামে একটি ডকুমেন্টারি তৈরি হয় ২০০৯ সালে—যেখানে তাঁর কাজ ও দর্শন তুলে ধরা হয়েছে।

🧠 গভীর বার্তা: এক ব্যক্তি, এক জীবনে, প্রকৃতিকে ভালোবেসে—চাইলেই পুরো একটা পরিত্যক্ত দ্বীপকে রূপ দিতে পারে প্রাণভরে বাঁচার এক আশ্রয়ে।

।।।।।।ভারী থেকে অতি ভারী বর্ষন এর সতর্কতা।।।।।। অবশেষে সকলের আশা পুরন হতে যাচ্ছে ইনশাআল্লাহ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কার...
19/06/2025

।।।।।।ভারী থেকে অতি ভারী বর্ষন এর সতর্কতা।।।।।।
অবশেষে সকলের আশা পুরন হতে যাচ্ছে ইনশাআল্লাহ

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী সিলেট, ঢাকা,এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে ভারী বর্ষন এর সম্ভাবনা রয়েছে। এসময় এসব বিভাগের কিছুকিছু জেলায় অতিভারী বর্ষনও হতেপারে।

এছাড়া খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতেপারে। তবে কিছুকিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে।

ভারী বর্ষন এর কারনে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের ঝুকি রয়েছে।
★তাই আপডেট টি শেয়ার করে সবাইকে সতর্ক করতে পারেন★
ধন্যবাদ
Courtesy: Bangladesh weather observation team

জাপানি ব্যক্তির নাম যাসুশি তাকাহাশি (Yasushi "Yassan" Takahashi)।তিনি ২০০৮ সালে তাঁর প্রেমিকাকে প্রপোজ করার জন্য GPS আর্...
15/06/2025

জাপানি ব্যক্তির নাম যাসুশি তাকাহাশি (Yasushi "Yassan" Takahashi)।তিনি ২০০৮ সালে তাঁর প্রেমিকাকে প্রপোজ করার জন্য GPS আর্ট ব্যবহার করেন।তিনি একটি GPS ডিভাইস ব্যবহার করে জাপানজুড়ে মোট 7,163.7 কিলোমিটার ভ্রমণ করেন।তাঁর ভ্রমণের পথটি Google Earth-এ ট্র্যাক করে দেখা যায় তিনি "MARRY ME" (আমাকে বিয়ে করো) লিখেছেন এবং একটি হৃদয় চিহ্ন আঁকেন।এই কাজটি সম্পন্ন করতে তাঁর ৬ মাস সময় লেগেছিল।এটি Guinness World Record-এও জায়গা করে নিয়েছে "Largest GPS Drawing" হিসেবে।

প্রস্তুত হোন
14/06/2025

প্রস্তুত হোন

কারাকোরাম হাইওয়েঃ পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা। পাকিস্তান ও চীনকে সড়কপথে সংযুক্ত করেছে এই রাস্তা। প্রাচীন ...
14/06/2025

কারাকোরাম হাইওয়েঃ পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা। পাকিস্তান ও চীনকে সড়কপথে সংযুক্ত করেছে এই রাস্তা। প্রাচীন সিল্করোডের যে পথের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সাথে চীনের বাণিজ্য চলতো, সেই পথ ধরেই চলে গেছে কারাকোরাম মহাসড়ক। পাহাড় কেটে পথ করে নিয়েছে অ্যাসফল্টের রাস্তা।
১,৩০০ কি.মি. মহাসড়কের ৮৮৭ কি.মি. পড়েছে পাকিস্তানে, বাকি ৪১৩ কি.মি. চীনে। চীনের স্বায়ত্তশাসিত এলাকা জিনজিয়াংয়ের পশ্চিম অংশ ও পাকিস্তানের উত্তরাঞ্চলের মাঝে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করেছে এই রাজপথ। প্রাচীন কাশগড় শহরের সাথে মিলেছে পাকিস্তানের ঝকঝকে রাজধানী ইসলামাবাদ।
এই মহাসড়কের নির্মাণকাজ শুরু হয় ১৯৬৬ সালের দিকে। প্রায় ১৩ বছর পর কয়েক হাজার টন ডিনামাইট আর বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে ১৯৭৯ সালে শেষ হয় রাস্তা বানানোর কাজ। যান চলাচলের জন্য খুলে দেয়া হয় আরো পরে, ১৯৮৬ সালে।
অসংখ্য ভাষা-সংস্কৃতি মিলেমিশে একাকার রত, আফগানিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তানের সীমান্তও মিলিত হয়েছে এখানে। অতীতে উটের কাফেলায় চলাচল করা যাত্রীরা ডাকাতির কবলে পড়ত এখানে, খুনখারাবি ছিল নিত্যঘটনা। তাই একে বলা হয় রক্ত উপত্যকা (খুনজিরাব)। তবে এই উচ্চতায় আর রুক্ষতায়ও সৌন্দর্যের কমতি নেই। আকাশে সাদা মেঘের ভেলা, বরফঢাকা পর্বতমালা ঢেকে ফেলবে দৃষ্টিসীমানা, নিচের তৃণভূমিতে চরে বেড়াতে দেখা যায় ইয়ক আর আইবেক্সদের।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।

13/06/2025

ভারতে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা একমাত্র ব্যক্তি

মানাটিকে মিষ্টি আলু খাওয়ানো হচ্ছে, যদিও এটা দেখতে সাধারণ সবজির মতো।মানাটি হলো এক ধরনের বড়, শান্ত স্বভাবের জলজ প্রাণী। ...
12/06/2025

মানাটিকে মিষ্টি আলু খাওয়ানো হচ্ছে, যদিও এটা দেখতে সাধারণ সবজির মতো।

মানাটি হলো এক ধরনের বড়, শান্ত স্বভাবের জলজ প্রাণী। এদের অনেকেই "সমুদ্রের গরু" নামে চেনে। এরা সাধারণত অগভীর সমুদ্র, নদী আর উপকূলের কাছে থাকে। একটি মানাটির গড় দৈর্ঘ্য ৯-১০ ফুট আর ওজন প্রায় ১,০০০ পাউন্ডের মতো হতে পারে।

মানাটি শুধু গাছপালা খায়। এরা মূলত সমুদ্র ঘাস, ম্যানগ্রোভ গাছের পাতা আর শৈবাল খেয়ে বাঁচে। এই খাবারগুলো খেয়ে তারা সমুদ্রের পরিবেশ ঠিক রাখতে সাহায্য করে।

মানাটি খুবই শান্ত স্বভাবের। তারা কারও ক্ষতি করে না, এমনকি কুমিররাও তাদের রাস্তা ছেড়ে দেয়। তবে মানুষই এখন তাদের সবচেয়ে বড় বিপদ—মানুষের কাজকর্মে তাদের বাসস্থান নষ্ট হচ্ছে, আর নৌকার সঙ্গে ধাক্কাও বড় সমস্যা।

তারা ঠান্ডা পানি সহ্য করতে পারে না, তাই ঋতু বদল হলে তারা বাসা বদলায়। বিশেষ করে ফ্লোরিডায় অনেক মানাটি থাকে।
(সংগৃহীত)

১৯২১ সালে ডেনমার্কের ছোট্ট গ্রাম এগ্টভেদে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেলেন এক কিশোরীর সমাধি, যে আজ পরিচিত ‘এগ্টভেদ গার্ল’ ন...
12/06/2025

১৯২১ সালে ডেনমার্কের ছোট্ট গ্রাম এগ্টভেদে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেলেন এক কিশোরীর সমাধি, যে আজ পরিচিত ‘এগ্টভেদ গার্ল’ নামে। ব্রোঞ্জ যুগের এই মেয়ে পৃথিবীতে এসেছিল আনুমানিক ৩৪০০ বছর আগে। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ১৬ থেকে ১৮ বছর।

তাকে পাওয়া গিয়েছিল একটি কূপাকৃতির সমাধির ভেতরে, ওক গাছের গুঁড়ি কেটে তৈরি একটি কফিনে, যা মোড়ানো ছিল বলের চামড়ায়। ডেনমার্কের ওই অঞ্চলের অম্লীয় মাটির গঠন এমন ছিল যে, সময়ের সাথে সাথে পচন থেমে গিয়েছিল, এবং অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তার জামাকাপড়, এমনকি কিছু নরম টিস্যুও।

এগ্টভেদ গার্লের উচ্চতা ছিল প্রায় ১.৬ মিটার। তার চুল ছিল ছোট, সোনালি রঙের আর নখ ছিল পরিচ্ছন্ন, ছাঁটা—যা ইঙ্গিত দেয়, নিজের পরিচর্যায় সে বেশ সচেতন ছিল। কিন্তু যা তাকে সবচেয়ে আলাদা করে তোলে, তা হলো তার পোশাক, যা যুগের তুলনায় বেশ ভিন্নই বলতে হবে। সে পরেছিল একটি ঢিলেঢালা, ছোট হাতার উলের ব্লাউজ, যা তার পেটের অংশ অনাবৃত রেখেছিল, এবং একটি ছোট স্কার্ট, যা মোটা উলের তার দিয়ে পাকানো ছিল। কোমরে বাঁধা ছিল ব্রোঞ্জের চাকতিসহ একটি উলের বেল্ট—সম্ভবত প্রতীকী, কিংবা অলঙ্কার। বাহুতে ছিল ব্রোঞ্জের চুড়ি।

তার পায়ের পাশে পাওয়া যায় এক শিশুর দেহাবশেষ—বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর। এই শিশুর পরিচয় আজও রহস্য; কে ছিল সে? তার আত্মীয়া, সেবিকা, না কি অন্য কোনো ধর্মীয় অনুষঙ্গ?

মাথার পাশে রাখা ছিল বার্চ গাছের বাকলের তৈরি একটি ছোট বাক্স, যার ভেতরে ছিল তার দৈনন্দিন ব্যবহৃত ব্রোঞ্জের পিন, সূঁচ, ও একধরনের ছিদ্র করার সরঞ্জাম। এসব হয়তো তার কাজে লাগত জামাকাপড় তৈরিতে।
কৃতজ্ঞতা : দুনিয়ার জানা-অজানা

বাংলাদেশের রুথবা ইয়াসমিন একজন প্রকৌশলী ও মহাকাশ অনুরাগী, যিনি স্পেস নেশনের "মুন পাইওনিয়ার মিশন"-এর অধীনে উন্নত মহাকাশচ...
12/06/2025

বাংলাদেশের রুথবা ইয়াসমিন একজন প্রকৌশলী ও মহাকাশ অনুরাগী, যিনি স্পেস নেশনের "মুন পাইওনিয়ার মিশন"-এর অধীনে উন্নত মহাকাশচারী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। এই মিশনে তিনি একটি সর্ব-মহিলা ক্রুর সদস্য হিসেবে অংশ নেন এবং EVA (Extravehicular Activity) স্পেশালিস্ট হিসেবে চাঁদে উচ্চ-ঝুঁকিপূর্ণ মহড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দক্ষতা ও দৃঢ় মনোবল তাকে মিশনের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেও সফল করে তোলে।

ঢাকায় বেড়ে ওঠা রুথবার শৈশব থেকেই মহাকাশ নিয়ে গভীর আগ্রহ ছিল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষাজীবনে তার একাডেমিক সাফল্য সেই আগ্রহকে আরও দৃঢ় করে। বর্তমানে তার লক্ষ্য একদিন চাঁদের মাটিতে পা রাখা , তিনি হতে চান প্রথম বাংলাদেশি, যিনি চাঁদে যাবেন। রুথবার এই যাত্রা শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণার প্রতীক।
Credit : Sci-Rover

হায়রে সচেতনতা!!
12/06/2025

হায়রে সচেতনতা!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Huda Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share