31/10/2025
আমরা একা জন্মাই, একা মরি, মাঝের সময়টা শুধু একে অপরকে গল্প শুনিয়ে কাটাই। জীবন আসলে এক বিশাল নিঃসঙ্গতা।
আমরা সবাই নিজের ভেতরে একা, কেবল গল্পের মাধ্যমে সেই একাকিত্বটুকু ভাগ করে নিই।
কেউ গল্প লিখে, কেউ গল্প শোনায়, কেউ হয়ে যায় গল্পের চরিত্র। শেষে সবাই নিজের নীরবতায় ফিরে যায়, যেখান থেকে শুরু হয়েছিলো সবকিছু।
____ • সু'হা'সি'নী' • 🌸