12/08/2025
মহিলা দলের সাংগঠনিক কর্মসূচি ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত
পাবনা জেলা প্রতিনিধি-
পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে মহিলা দলের সাংগঠনিক কর্মসূচি ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট সোমবার বিকাল ৪ টায়
টাটি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পাবনা সদর উপজেলার মহিলা দলের সভানেত্রী মোহসিনা খান সেতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যবে পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম বলেন, নারীদের ক্ষমতায়ন আমাদের দলের মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সমাজের সব স্তরের নারীদের সমন্বয়ে একটি শক্তিশালী দল তৈরী করতে সব সময় কাজ করে যাচ্ছে। পাবনা সদর ৭২ পাবনা ০৫ আসনে ধানের শিষের প্রার্থীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার জন্য মহিলা দল সর্বদা প্রস্তুুত।
বিশেষ অতিথির বক্তব্যে পাবনা জেলা মহিলা দলের সহ - সভানেত্রী হাজারী লুৎফুন নাহার বলেন, পাবনা জেলা মহিলা দলকে শক্তিশালী করার জন্য সদরের ১০ টি ইউনিয়নে কমিটি করে ও বিভিন্ন কর্মসূচি দিয়ে মহিলা ভোটাদের পাশে সবসময় থাকবো।
বিশেষ অতিথির বক্তব্যে পাবনা জেলা মহিলা দলের সহ-সভানেত্রী শবনম মঞ্জিলা মিতা বলেন, নারীরা যদি নেতৃত্বে দিতে শুরু করে তাহলে সমাজে অনেক পরিবর্তন আনতে পারবে। আগীম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদরের প্রার্থী হিসাবে মৌখিকভাবে বিএনপির চেয়ারপার্সনের সহকারী ও প্রখাত্য শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে কাজ করার নির্দেশ দিয়েছেন। পুরুষ ও নারীদের ভোটার সমান নারী ভোটারের গুরুত্ব দিয়ে ভোট কেন্দ্র নিয়ে এসে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাবো।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন, পাবনা পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা ইয়াসমিন সহ চরতারাপুর ইউনিয়নের মহিলা দলের নেত্রীকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেন, পাবনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দ্দার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, মিঠু বিশ্বাস, বারেক জোয়ার্দ্দার, শেখ শফি সহ অন্যান্য নেতৃবৃন্দ।