Proborton TV

Proborton TV Proborton TV - is the most popular Bengali language TV channel in Bangladesh that offers unbiased & comprehensive news and entertainment programs.

Proborton TV is a feature television, featuring stories that matter to empower life.

দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম ...
01/07/2025

দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল। ছাত্রজনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়বার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। এই আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে। যারা গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। একইসঙ্গে প্রতিটি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

খালেদা জিয়া আরও বলেন, আমাদের সামনে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে, তা বাস্তবায়ন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত নেতাকর্মী, এবং আন্দোলনে অংশগ্রহণকারী নেতাসহ ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে যুক্ত ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশিষ্ট বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শহীদ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। আন্দোলনের ইতিহাস তুলে ধরতে এ সময় একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৪ জ...
25/06/2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৪ জুন) স্কাই নিউজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে।

জানা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের পর এই হামলা হয়। ট্রাম্প ওই ফোনালাপে ইসরায়েলকে স্পষ্ট করে সতর্ক করেছিলেন যে, তারা যেন ইরানে আর হামলা না চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি এটা করো, তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।”

তবে ট্রাম্পের এ আহ্বান আমলে না নিয়ে ইসরায়েল মঙ্গলবার সকালে ইরানের উত্তরের উপকূলীয় শহর বাবোলসারে হামলা চালায়। এ শহরটি তেহরানের উত্তরে ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত।

ইরানের সংবাদমাধ্যম ‘মিজান’ ও ‘শার্গ’ জানায়, তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর জানিয়েছেন, আহতদের মধ্যে ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৩টি শিশু ও ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।

এছাড়া ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন। হামলায় সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।


সকলকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ❤️ঈদ মোবারক। 🥰
07/06/2025

সকলকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ❤️
ঈদ মোবারক। 🥰


কক্সবাজারের কিং অব বর্ডার ক্ষ্যত শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। বৃহস্পতিবার (৫ জুন) সকালে রা...
05/06/2025

কক্সবাজারের কিং অব বর্ডার ক্ষ্যত শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। বৃহস্পতিবার (৫ জুন) সকালে রামুর গর্জানিয়া থেকে তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান।

কক্সবাজার রামু উপজেলার বিভিন্ন সীমান্তের একচ্ছত্র নিয়ন্ত্রক গর্জনিয়ার শাহীন ডাকাত। তার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী সক্রিয় রয়েছে। যারা সীমান্তের ওপার থেকে মাদক আর গরু নিয়ে আসে আর এপার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাচার করে। প্রতিদিন কোটি কোটি টাকার মাদক ও গরু চোরাচালানের সঙ্গে জড়িত তারা।

জানা গেছে, আওয়ামী লীগের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায় রাতারাতি সীমান্তের মাফিয়া বনে গিয়েছিলেন শাহীন ডাকাত। আর অস্ত্র চালানো এবং অস্ত্র ও দলের সদস্য সংগ্রহসহ বিভিন্ন কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন সাবেক আরএসও নেতা নসরুল্লাহ।

আরও জানা গেছে, আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি কমল ডাকাত শাহীনের নিরাপত্তায় গর্জনিয়ায় আত্মগোপনে ছিলেন। পরে অবৈধ পথ ব্যবহার করে বিদেশে চলে যান কমল।

আওয়ামী লীগের পতনের পর শাহীন শেল্টার নেয়ার চেষ্টা করে বর্তমানে রাজনীতিতে সক্রিয় অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। সম্প্রতি চোরাই গরু আটকের সময় বিজিবির উপর হামলার পর থেকে শাহীনের সাম্রাজ্যে নড়বড় শুরু হয়। গত ১ জুন সংগঠিত ঘটনার পর তাকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গর্জনিয়া থেকে তাকে গ্রেপ্তার হতে হল সেনাবাহিনীর জালে।

স্থানীয়রা বলছেন, চোরাচালান সাম্রাজ্য মজবুত করার জন্য শাহীন সীমান্তে এমন কোন অপরাধ নেই যা করেননি। তার হাতে অসংখ্য মানুষ খুন হয়েছেন। খোদ তার নিজদলের মানুষও খুন হয়েছেন শাহীনের হাতে। তার বিরুদ্ধে থাকা ২২টি মামলার মধ্যে অন্তত ৮টি হত্যা মামলা। হত্যা, দিনদুপুরে ঘরবাড়ি পুড়িয়ে দেয়াসহ সকল অপরাধ বেপরোয়াভাবে করেছেন তিনি। ফলে সীমান্ত এলাকার ঘরে ঘরে এখন শাহীনের ক্ষত বয়ে বেড়াচ্ছে লোকজন।

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছ...
03/06/2025

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক ছাত্রী। মঙ্গলবার (৩ জুন) ভোরে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে মৃত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে ওই মাদরাসায় মক্তব বিভাগে পড়তো। আহত ছাত্রীর নাম মিম আক্তার (১৪)। সে বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে ওই মাদরাসায় হেফজ বিভাগে পড়ে।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ বলেন, ভোর ৪টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদরাসার ওজুখানায় ওজু করতে যায় কানিজ ফাতেমা ও মিম। এসময় ওজু খানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত অবস্থায় মিমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে।

এদিকে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)– গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছ...
01/06/2025

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)– গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য (৩০)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৈলেন্দ্র বৈদ্য।

স্থানীয় একাধিক সূত্র বলছে, প্রদীপ বৈদ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

শরীফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান, প্রদীপ বৈদ্য বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ এখন তাদের হেফাজতে রয়েছে—এটা আমরা নিশ্চিত হয়েছি।

এ বিষয়ে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ মিসিং কিংবা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।



বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল...
31/05/2025

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীতে বাড়ছে পানি। আগামী ৩দিনের মধ্যে ৬ জেলায় বন্যার শঙ্কা রয়েছে। আজ শুক্রবার (৩০ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি আগামী ২৪ঘণ্টায় সমতল বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে ও মাতামুহুরী নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে ফেনী জেলার মুহুরী নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় উক্ত নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে, বন্যার শঙ্কা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী একদিন পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক অপেক্ষা অধিক উচ্চতায় জোয়ার পরিলক্ষিত হতে পারে। সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

আর ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি সমতল আগামী একদিন স্থিতিশীল ও পরবর্তী চারদিন বৃদ্ধি পেতে পারে। তবে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে।

এ ছাড়া গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। নদীসমূহের পানি সমতল আগামী পাঁচদিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ তারপর স্থল সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও তৎসংলগ্ন মেঘাল...
30/05/2025

গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ তারপর স্থল সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে, আগামী ৭২ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ভাতে মাছে বাঙালি’—এই প্রবাদই বলে দেয় ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক কতটা নিবিড়। গরম ভাতের সঙ্গে ডাল, ভর্তা, মাছ কিংবা মাংস—...
28/05/2025

ভাতে মাছে বাঙালি’—এই প্রবাদই বলে দেয় ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক কতটা নিবিড়। গরম ভাতের সঙ্গে ডাল, ভর্তা, মাছ কিংবা মাংস—এ যেন প্রতিদিনের তৃপ্তির খোঁজ। তবে প্রায় প্রতিটি পরিবারেই কমবেশি আগের দিনের ভাত থেকে যায়, যা পুনরায় গরম করে খাওয়া হয়। অনেকের ধারণা, এতে কোনও ক্ষতি নেই—বরং সময় ও খাবারের অপচয় রোধ হয়। কিন্তু আদতে এই অভ্যাস স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে।

ভাতে থাকা লুকানো বিপদ: ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ

ভাত রান্নার পর যদি দীর্ঘসময় কক্ষ তাপমাত্রায় রাখা হয়, তাতে জন্মাতে পারে Bacillus cereus নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এটি এমন একটি জীবাণু, যা রান্নার উচ্চ তাপেও পুরোপুরি ধ্বংস হয় না। ভাত ঠান্ডা হওয়ার পর এই ব্যাকটেরিয়া খুব দ্রুত গুণিতক হারে বাড়তে থাকে। পুনরায় গরম করলেও এদের উৎপাদিত বিষাক্ত পদার্থ ধ্বংস হয় না।

এর ফল কী হতে পারে

বমি

ডায়রিয়া

পেট ব্যথা

দুর্বলতা ও অস্বস্তি

এসব উপসর্গ সাধারণত খাওয়ার ১ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেখা দিতে পারে এবং ২৪ ঘণ্টা বা তারও বেশি স্থায়ী হতে পারে।

ফ্রিজেও আছে ঝুঁকি

অনেকেই মনে করেন ফ্রিজে রাখলে সব নিরাপদ। কিন্তু দীর্ঘ সময় ভাত ফ্রিজে রাখলে তাতে ছত্রাক জন্মাতে পারে। এই ছত্রাক অ্যাফ্লাটক্সিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে, যা লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর।

সতর্কতা অবলম্বনের উপায়

ভাত সংরক্ষণের নিয়ম: রান্নার এক ঘণ্টার মধ্যেই ঠান্ডা করে ফ্রিজে রাখুন। ফ্রিজে রাখা ভাত ২৪ ঘণ্টার বেশি না রাখাই ভালো। ফ্রিজে রাখার আগে ভাত কক্ষ তাপমাত্রায় বেশি সময় না রাখার চেষ্টা করুন।

ভাত গরম করার সঠিক পদ্ধতি: মাইক্রোওয়েভে গরম করলে প্রতি কাপ ভাতে ১ টেবিল চামচ পানি দিন, ঢেকে দিন, ভালোভাবে গরম করুন। চুলায় গরম করলে অল্প পানি, তেল বা ঘি দিয়ে ভালোভাবে নেড়ে গরম করুন। নিশ্চিত করুন সব ভাত সমানভাবে গরম হয়েছে।

একবারের বেশি ভাত গরম করা একেবারেই অনুচিত।

পান্তা ভাত: পুরোনো পদ্ধতিতে আধুনিক সমাধান

পাঁচ হাজার বছরের পুরোনো খাবার পান্তা ভাত এখনও অনেক পরিবারে জনপ্রিয়। পানিতে ডুবিয়ে রাখা এই ভাতে গাঁজন (fermentation) হয়, ফলে এটি হয়ে ওঠে আরও পুষ্টিকর। এতে বাড়ে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক, এবং ভিটামিন-বি। বিজ্ঞানীদের মতে, ফারমেন্টেশনের মাধ্যমে ভাতে থাকা ফাইটেট ভেঙে গিয়ে শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ গ্রহণযোগ্য হয়ে ওঠে।

ঠান্ডা ভাত গরম করে খাওয়া একেবারে নিষিদ্ধ নয়, তবে কিছু নিয়ম না মানলে তা হতে পারে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভাত সংরক্ষণের সঠিক পদ্ধতি ও গরম করার সঠিক নিয়ম মেনে চললেই আপনি নিজেকে এবং পরিবারের সদস্যদের রাখতে পারেন নিরাপদ।

চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৭৩৮ ডলার...
27/05/2025

চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার। যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২ হাজার ৭৩৮ ডলার। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়ের এ তথ্য প্রকাশ করে। সাময়িক হিসাব দেয়া হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি)।

এই মাথাপিছু আয় দেশের ইতিহাসে রেকর্ড। গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ২৭৯৩ ডলার মাথাপিছু আয় হয়েছিল। এরপর ডলারের দাম বেড়ে যাওয়ায় মাথাপিছু আয় ডলারের হিসাবে বাড়েনি।

মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।

বিবিএসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। গত অর্থবছরে তা আরও কমে ২৭৩৮ ডলার হয়।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১ টাকা ৬ পয়সা। চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।



এবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদ...
26/05/2025

এবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের।

এদিকে লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, ‘‘এ বিষয়ে দেশে-বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার। ৫ই আগস্ট সেদিন ‘ষড়যন্ত্রমূলক’ যে ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর (সাবেক) গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে, সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা ‘লুটপাটের লুম্পেন স্টাইল’-এ কতগুলো ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে-এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান। এটা ‘লুটপাটের অভ্যুত্থান’।’’

তিনি বলেন, ‘‘আমি যে বাসাটায় ছিলাম, তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না, যে সেখানে আমি আছি। আমার বাসা তারা ‘লুটপাট’ করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম, সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে। তারা ভাঙচুর ও ‘লুটপাট’ করতে থাকে। আমি আমার স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে ছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘণ্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমে ভেতরেও কমোড-বেসিন এগুলো ‘লুটপাট’ করেছে। আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে, বারবার সে বলছিল আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে, সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কী করবো- বললাম, খুলে দাও। তারপর ৭-৮ জন ছেলে ঢুকলো। খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে, নেত্রী চলে গেল আপনি যাননি কেন? আমি কিছু বলছিলাম। তাদের মধ্যে কী উদয় হলো-আমি জানি না। তারা আমাকে বলে, আপনার ছবি তুলবো। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিলো। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনতো। কী কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল, সেটা নিমিষেই শীতল হয়ে গেল! তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে, জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। এরপর একটা শার্ট, এদের ব্যাচ, লাল পতাকাশোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা, একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক। সেটা খালিই ছিল। ওখানে গাড়ি-ঘোড়া কিছুই ছিল না। হঠাৎ করে কেন যেন এসে পড়লো। হয়তো আমার ভাগ্য। এরা দুইজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো। আর বলতে লাগলো। পথে তো অসংখ্য মানুষ। চেকআপ চেকআপ সবজায়গায়। বলতে লাগলো আমাদের চাচা-চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি। ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল। অনেক দূরে একটা জায়গায়। এটা ভাবতেও পারিনি যে, ওরা বাথরুমে ঢুকলো, সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয়। আনস্পেকটেডলি বেঁচে গেছি। দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট।’’

কাদের বলেন, ‘ছেলেরা যেকোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। রাস্তায় অসংখ্য মানুষ। সেখানে অনেকেই তো আছে আমাদের অপজিশন। মেরে ফেলতে পারতো।’ এরপর কোথায় ছিলেন-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল-ওখান থেকে কিছু করা যায় কিনা। কিছু একটা করা যায় কিনা। সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ। প্রতিদিনই এগুলো লক্ষ করতাম। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিলো। বিশেষ করে গার্মেন্টস। সে সময় ভাবলাম-এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল। এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি। আমি তো নেত্রীর পরের, তখনই দুইশো বারটা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি। এই অবস্থায় অনেকে বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিলো আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এভাবেই চিন্তা করলাম যে, আমার বাইপাস সার্জারি হয়েছিল। অনেকগুলো ওষুধ খেতে হয়। আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে?। তারপর অনেককিছু ভাবনা-চিন্তা করে, পঁচাত্তরে এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর। ৩রা নভেম্বর জেলহত্যা হলো-কলকাতায় এসে নয় মাস ছিলাম। এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে। ঢাকায় তখন কারফিউ। সেখান থেকে আমারেক অ্যারেস্ট করা হলো। এরপর ওয়ান ইলেভেনের পরে, তখনো জেল খেটেছি।’

বঙ্গবন্ধু হত্যার পর ৯ মাস কলকাতায় ছিলেন, তারপর কি আর আসেননি? জবাবে কাদের বলেন, ‘যখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন এসেছি। আর বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল তখন এসেছি।’ আপনি (কাদের) যে রইলেন, তারপর কোনো সমস্যা হলো না? ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি, ছেলেগুলো এমনটা করলো এর কারণ কি-এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি রাতেই ওখান থেকে সরে গিয়েছি। আমিও বুঝিনি।’ ছেলেগুলো আওয়ামী লীগের ছিলো কিনা? জবাবে কাদের বলেন, ‘আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম।’

আপনার (কাদের) কিছু বিতর্কিত ভূমিকা ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়েছিলেন, তারপর জনরোষ তৈরি হয়ে গেল। ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা-সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যরিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে এ কথা বলেন। ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনেক আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওইদিন ছাত্রলীগই যথেষ্ট-এ ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টির সেক্রেটারি। তারা আমার মেট্রোরেল পুড়িয়ে দিচ্ছে। তারা আমার সেতুভবন পুড়িয়ে দিচ্ছে। তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে। তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, পার্টি অফিস। তারা গণভবণমুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেইফ করবো না। আমার দলকে সেইফ করবো না! আমার নেত্রীকে সেফ করতে হবে না? সে সময় পার্টির সেক্রেটারি হিসেবে আমার ওপর সময়ারোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি। এটা যে কেউ করতো। আমার জায়গায় অন্যকেউ থাকলে তিনিও সেটা করতো।’

১৫ বছর দেশ শাসন করেছেন, এত বড় পার্টি, আপনারা কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে। এটা কেন হলো? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা একটা আকস্মিক উত্থান। এটাতো শুরু হয়েছে কোটা দিয়ে। শেষ হয়েছে এক দফায়। এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। একটা বিস্ফোরণ হয়েছে। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না।’ জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? ওবায়দুল কাদের বলেন, ‘আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল-ত্রুটি থাকতে পারে। মানুষের ভুল হবেই।’ নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা-এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভুল-ত্রুটি আমারও থাকতে পারে। আমি কাজ করেছি। চাঁদাবাজি করিনি। কমিশন খাইনি। পারসেন্টেজ নেইনি। আমার মন্ত্রণালয় এটা। সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি। চাঁন্দাবাজি করিনি। আমি সেদিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে সাব্যস্ত করতে পারি।’

আপনাদের সময়ে নির্বাচন, মানবাধিকার হরণ, মানবতাবিরোধী অপরাধ এ সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয়ে সামনে আসছে, ডেফিনেটলি সব হয়ত ‘সত্য নয়’। এত বড় ঘটনার পরও আপনারা কোনো ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমাদের নেত্রী, এটার কোনো তুলনা হয় না। এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না। ১৫ বছর আগের বাংলাদেশ। ১৫ বছর পরের বাংলাদেশ, দিন আর রাতের মতো পার্থক্য। আমাদের সময়তো না তারা… করে। যারা দিনের আলোতে রাতে অন্ধকার দেখে, যারা আমাবশ্যা দেখে পূর্ণিমা, দেখে তারা সমালোচনা করবেই। সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে। সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি। দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসে।’

অনেকেই বলছেন, আপনি দীর্ঘদিন নীরব ছিলেন। বলা হচ্ছে, আপনার ভুল-ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল। কাইন্ড অব পানিশমেন্ট আরকি-জবাবে কাদের বলেন, ‘কিছু লোক আছে যারা এসব বলে শান্তি পায়। তাদের এটায় একটা সুখানুভূতি আছে। আমাকে তিন তিনবার সেক্রেটারি করলো। এটাতো অনেকের পছন্দ হওয়ারতো কথা না। আমাদের মতো পার্টিতেই এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা- প্রতিযোগিতা ছিল। এটা এখনো আছে। আমি যখন হয়েছি তখনো ছিল। কাজেই এটা অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম, এখানে আওয়ামী লীগের মতো মাল্টিক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা, ফলে এ ধরনের কিছু আনপ্লিজেন্ট ঘটনা ঘটতে পারে।’ আপনার নীরবতার তাহলে কারণটা কী ছিল? কাদের বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী (সাবেক) নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওরিড ছিলেন আমার অসুস্থতার জন্য।’


Address

Dhaka, Dhaka Division
Dhaka
1212

Telephone

+8801704506507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proborton TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category