08/07/2025
#ফেনীর মুহুরী নদীর পানি বিপদ সীমার (১৩৭) সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,,,্
ফেনীর মুহুরী নদীর ভেঙে লোকালয়ে ডুকছে পানি, নদীর পানি বিপদ সীমার ১৩৭ সে.মি ওপরে।
ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও #সিলোনিয়া #নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে #ফুলগাজী ও #পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।
আল্লাহ আপনি ফেনীবাসীকে হেফাজত করুন।
゚
#বাংলাদেশ #বন্যা #ফেনী
゚