29/01/2023
একটা সময় ছিলো, যখন কাউকে আল্লাহর ভয় দেখানো হতো, বলা হতো, 'আল্লাহ কুরআনে না করেছেন' অথবা 'হাদীসে নিষেধ এসেছে' ; তখন একজন পাপীও চুপ হয়ে যেতো।
আর এখন নিষেধ করলে বা কোন বিধানের কথা বললে প্রত্যুত্তর আসে -
- 'হইসে! এত ফাতওয়াবাজি করতে আইসেন না!'
- 'তোরে কইসে! জাইনা বলতেছিস নাকি না জাইনা?'
- 'আগে নিজের দিকে তাকান!'
- 'এই যুগে এতকিছু মানা সম্ভব না, ভাই!'
- 'হইসে! নীতিকথা সবাই শুনাইতে পারে!'
আর কেউ কেউ তো আগ থেকেই সতর্কবার্তা দিয়ে দেয়, 'জায়েয/নাজায়েযের আলাপ করতে আইসেন না কেউ', 'কেউ ফতুয়া দিতে আইসেন না!', 'কেউ জাজ করতে যায়েন না!'
গুনাহে যেমন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, গুনাহ করে সে গুনাহের উপর বড়ত্ব জাহির করতেও আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা আর কতটা নীচে নামবো!!