Voice Of Islam

Voice Of Islam ইসলামীক পোস্ট পেতে পেজ ফলো দিয়ে পাসে থাকার অনুরোধ রইল

11/09/2023

মুহাম্মাদুর রসূলুল্লাহ্ ﷺ বলেছেন,
তোমাদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো তিনটি :

১, সব সময় আল্লাহকে স্মরণকারী জিহ্বা।

২, আল্লাহর শুকরিয়া আদায়কারী অন্তর।

৩, এমন দ্বীনদার স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের ব্যাপারে সাহায্য করে।

(তিরমিজি হাদিস নং ৩০৯৪)

31/08/2023
14/08/2023
26/07/2023

♥️♥️♥️

29/04/2023

রাসুল (সাঃ) বলেনঃ
কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেয়ে আমার উম্মত বেশী হবে,এবং আমিই প্রথম জা'ন্নাতের দরজা খুলব। ❤️( মুসলিম- ১৯৬)

একটা সময় ছিলো, যখন কাউকে আল্লাহর ভয় দেখানো হতো, বলা হতো, 'আল্লাহ কুরআনে না করেছেন' অথবা 'হাদীসে নিষেধ এসেছে' ; তখন একজন ...
29/01/2023

একটা সময় ছিলো, যখন কাউকে আল্লাহর ভয় দেখানো হতো, বলা হতো, 'আল্লাহ কুরআনে না করেছেন' অথবা 'হাদীসে নিষেধ এসেছে' ; তখন একজন পাপীও চুপ হয়ে যেতো।

আর এখন নিষেধ করলে বা কোন বিধানের কথা বললে প্রত্যুত্তর আসে -

- 'হইসে! এত ফাতওয়াবাজি করতে আইসেন না!'
- 'তোরে কইসে! জাইনা বলতেছিস নাকি না জাইনা?'
- 'আগে নিজের দিকে তাকান!'
- 'এই যুগে এতকিছু মানা সম্ভব না, ভাই!'
- 'হইসে! নীতিকথা সবাই শুনাইতে পারে!'

আর কেউ কেউ তো আগ থেকেই সতর্কবার্তা দিয়ে দেয়, 'জায়েয/নাজায়েযের আলাপ করতে আইসেন না কেউ', 'কেউ ফতুয়া দিতে আইসেন না!', 'কেউ জাজ করতে যায়েন না!'

গুনাহে যেমন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, গুনাহ করে সে গুনাহের উপর বড়ত্ব জাহির করতেও আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা আর কতটা নীচে নামবো!!

সুবহানাল্লাহ
06/10/2022

সুবহানাল্লাহ

23/09/2022

- আমি বললাম, আমি একাকীত্ব অনুভব করছি।
আল্লাহ বলেন, আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে।

(সূরা-ক্বাফ:১৬)

06/09/2022

রাসূল (সাঃ) বলেছেন-
তোমরা জীবনের স্বাদ ধ্বংসকারী (মৃত্যু)-কে বেশি পরিমাণে স্মরণ করো।
____ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৬)

05/09/2022

" হে ঈমানদারগণ! ধৈর্য ও নামাযের সাহায্যে প্রার্থণা করো,আল্লাহ ধৈর্যশীল লোকদের সঙ্গে রয়েছেন। ( সুরা আল- বাকারা/১৫৩) "।

05/09/2022

আল-কুরআন মুসলিম জাতির অক্সিজেন❤️

01/09/2022

আম্মাজান খাদিজাতুল কোবরা (রাঃ) পৃথিবীর একমাত্র নারী যাকে স্বয়ং আল্লাহ্ আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন।
❤- সুবহানআল্লাহ! ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category