মায়াবিনী শাবনুর

মায়াবিনী শাবনুর জীবনের সবকিছুতে সবার ভালোবাসা নিয়ে সফলতা অর্জন করতে চাওয়াটাই প্রধান লক্ষ্য।
(55)

21/07/2025

সারাটা দিন কিভাবে যে যাচ্ছে কোনো ভাবে এই কষ্ট মেনে নিতে পারছিনা। কিভাবে তাদের মা বাবা সহ্য করছে?আল্লাহ আপনি যাদের নিয়ে গেছেন তাদের মা বাবাকে এই শোক সহ্য করার মতো শক্তি দিন আর যারা এখনো জীবিত আছে তাদের মা বাবার কোলে ফেরার ব্যবস্থা করে দিন।

13/07/2025
07/07/2025

কি সুন্দর ছিল চারপাশের পরিবেশটা

05/07/2025

একটা কথা সবাইকে বলি কখনো নিজেকে চেঞ্জ করবেন না আপনি যেমন সারাজীবনই তেমন থাকবেন। যদি আপনার মনে হয় আপনি ঠিক আছেন।সবাইকে একসাথে ভালো রাখা যায়না আসলে। আর সবাইকে ভালো রাখতে গিয়ে একসময় তাহলে আপনি ভারসাম্যহীন হয়ে পড়বেন।
বদ নজর বলে একটা কথা শুনতাম আজ তার নিজের চোখে প্রমান দেখছি।মানুষ মানুষের চরম শত্রু।যেখানে ইসলামে আছে তুমি নিজের জন্য প্রার্থনা করার সময় আগে সবার জন্য চাও তারপর সবার ভালোর মাঝে নিজের ভালোটা মহান আল্লাহর কাছে চেয়ে নাও। সেখানে আমরা অকৃতঞ্জ ব্যক্তিরা নিজের বেলায় কাদতে কাদতে সাগর বানায়া ফেলি কিভাবে কাঙ্ক্ষিত বস্তুটা পাবো সেই চিন্তায় আর অন্যের বেলা সুখটা দেখলে কিভাবে অশান্তি বাজাতে হবে সেই তালে নাচি।অন্যের ভালো যেন আমাদের সহ্যই হয়না।কিভাবে মিষ্টি মুখর একটা জায়গায় কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া যায় নিজেদের স্বার্থের জন্য এই বেলায় আমরা মানব জাতি খুব পারদর্শী।একটা কথা ভুলে যাই আমরা সময় আজ আমার কাল তার।এভাবেই চলে আসছে দুনিয়া। সেইদিন কি হবে ভাবা উচিত। যার যার খারাপ দিনগুলো সেই কাটায়।আশপাশ থেকে আমরা শুধু প্যাচ লাগাই আর না হয় শান্তনা দিতে পারি তাছাড়া আর কিছু না। আপনি যেমন সেটা আপনিই। পৃথিবীতে কেউ কারও মতো না। কারও দৃষ্টিভঙ্গির সাথে কারও দৃষ্টিভঙ্গি মিলবেনা।আপনি যে ফ্যামিলি তে বিলংস করেছেন অন্য একজন সেখানে করেনি।অন্য একজন যেখানে করেছে আপনি সেখানে বিলংস করেন না। সো অন্যের পিছনে না বেজে নিজের চরকায় তেল দেওয়া উচিত।যার যার ভালো মন্দ সেই বুঝে। আপনি কোনটা করলে আপনার ফিউচার ভালো হবে আপনি জানেন।সে কোনটা করলে তার ফিউচার ভালো হবে সে জানে ।আপনার প্রতিভা কোনটাতে আছে সেটা খুজে খুজে বের করার চেষ্টা করেন।আপনার প্রতিভা থাকলে করেন না আপনি সব। না করছে কে? বউ বাচ্চা সব নিয়ে করেন।অন্য কেউ কি করছে না করছে তা না দেখে। দিন পাল্টাইছে। একসময় এই ফোনটা আপনার হাতে ছিল না। এতটা ইজি লাইফ কারোরই ছিল না। ঘরে বসে সব জানার মতো। সো সব কিছুরই ভালো / খারাপ দিক আছে।অন্য কি করলো এত মাথা ব্যথা যদি থাকে তবে তাকে তার ফিউচার যাতে ভালো হয় সেজন্য সাজেস্ট করেন কিছু। হুদাই জ্ঞান দিতে আসবেন না।তার লাইফের প্রতিটি স্টেপ ভালো খারাপ সেই ভোগ করছে আপনি/আপনারা না।
যে কোনো কাজের পিছনে একেকটা উদ্দেশ্য থাকে আপনি তার এমনও কিছু না যে আপনাকে সব বলে বলে সে করবে।স্কুল লাইফ থেকে এই পর্যন্ত সে সব জায়গাতে তার কাজের জন্য /প্রতিভার জন্য যে বাহ বাহ কুড়িয়েছে সেটার ধারে কাছেও আপনি যেতে পারেন নাই। শুধু এখন সময় পরিবেশ বুঝে স্যাক্রিফাইস করাতে তা নষ্ট হচ্ছে।মানিকে মানিক চেনে আর কু,,,,ত্তা,,,,,য় চেনে ফেন এমন আর কি।

01/07/2025

রিমঝিম এই ধারাতে,, চায় মন হারাতে

শুভ সকাল
29/06/2025

শুভ সকাল

25/06/2025

enjoyable moment❤️

24/06/2025

সত্যিই এমন মনে হয় কি??

22/06/2025

তাল খেয়ে শক্তি বেড়ে গেছে 😄

21/06/2025

বাড়িতে যেদিন প্রথম যাই,সবাই হাজির

19/06/2025

বাগানে ঢুকার জন্য প্রস্তুতি চলছে😄😄

18/06/2025

প্রতিবারই আসার সময় আমার সাথে এমন হয়🥲😆

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবিনী শাবনুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়াবিনী শাবনুর:

Share

Category