Hak-হক

Hak-হক "Hak-হক" একটি ইসলামিক পেইজ।
এই পেইজটি ফলো,শেয়ার এবং লাইক দিয়ে দ্বীন ও ইসলাম প্রচারে সহযোগিতা করুন

25/05/2025

সূরাঃ নিসা [4:4]

আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।

And give the women (on marriage) their dower as a free gift; but if they, of their own good pleasure, remit any part of it to you, Take it and enjoy it with right good cheer.

Hak-হক

30/09/2024

নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারেন সহায়তা করুন। এইটা এমন একটি প্রতিষ্ঠান উত্তরবঙ্গের সহায়তার জন্য নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন এই প্রতিষ্ঠানটিকে।

30/08/2024

আস সুন্নাহ ফাউন্ডেশনের কর্মযজ্ঞ দেখে যা বললেন মাহমুদুল্লাহ রিয়াদ

এইখানে কিসের সিরিয়াল বলতে পারবেন?না, এইটা ভারতের ভিসার সিরিয়াল না কিংবা এইটা টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়ালও না। এইটা আহমদু...
23/08/2024

এইখানে কিসের সিরিয়াল বলতে পারবেন?
না, এইটা ভারতের ভিসার সিরিয়াল না কিংবা এইটা টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়ালও না। এইটা আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার্তদের ত্রাণ প্যাকেজিং এর স্বেচ্ছাসেবী হওয়ার সিরিয়াল।
আজকে ভোরের দৃশ্য এটি। কিন্তু এখানে দাড়িয়ে থাকা একজনও স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ পায় নি কারণ প্রয়োজনীয় স্বেচ্ছাসেবীর সংখ্যা পূর্ণ হয়ে গেছে আগেই। তাই সিরিয়ালে থেকেও চলে যেতে হচ্ছে অসংখ্য মানুষকে।
ফাউন্ডেশনটি মানুষের মনে এতটাই আস্থা জাগিয়েছে যে, এখানে মানুষ স্বেচ্ছায় শ্রম দেয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু অধিকাংশই সুযোগ পায় না। ফাউন্ডেশনটি একটু আগে তাদের পেইজে স্ট্যাটাস দিয়ে আর স্বেচ্ছাসেবী যেতে মানা করতে বাধ্য হয়েছে। কি মধুর এক দৃশ্য এটি। একটি ফাউন্ডেশনের এর চেয়ে সফলতা আর কি হতে পারে। আর্তমানবতার সেবায় আরো অনেকদূর এগিয়ে যাক সম্পূর্ন অরাজনৈতিক এই ফাউন্ডেশনটি।
চলমান এই বন্যায় বাংলাদেশের আপামর জনতা যেই ভালোবাসা নিয়ে, যেই মায়া নিয়ে বানভাসীদের পাশে দাঁড়াইছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এটাও একটা বিপ্লব 🥰🥰

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়া...
22/08/2024

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।

(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)

https://assunnahfoundation.org

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বরাবরের মতো বন্যাকবলিত মানুষের পাশে আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নিজ নিজ সাধ্যের মধ্যে দান করুন আপনাদের বিশ্বস্ত জায়গায়।

07/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত/গুলিবিদ্ধ/নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে।

দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

এই প্রকল্পের মোট বাজেট ৫ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোন অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাবো।

নিহত বা পঙ্গুত্ববরণকারীদের আবেদনের ফরম শীঘ্রই পোস্ট করা হবে।

আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয়, তবে তার পক্ষ থেকে নিচের ফরমটি পূরণ করুন।

উল্লেখ্য, শুধু যাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন।

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

06/08/2024

আইন হাতে তুলে নিয়ে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করবেন না।

প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।

লুটপাট ও ভাঙচুর করবেন না।

স্বাধীনতা অর্জন যেমন গৌরবের, তেমন তার রক্ষা করা অনেক বেশি দায়িত্বের।

লুটপাট, প্রতিহিংসা, ব্যক্তিগত আক্রোশ, রেষারেষি আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

আমরা সবাই সচেতন এবং সংযত হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করি।।🇧🇩

27/02/2024

প্রবাসী স্বামীর চরিত্র ঠিক রাখার কোনো আমল আছে কি? ওস্তাদ শায়েখ আহমাদুল্লাহ

জায়নামাজে কাবার ছবি থাকলে কি নামাজে সমস্যা হবে?

জায়নামাজে কাবার ছবি থাকলে কি নামাজে সমস্যা হবে?

Everyone

25/02/2024

বর্তমান সময়ে বিলুপ্তপ্রায় আমলসমূহ। ওস্তাদ শায়েখ আহমাদুল্লাহ

23/02/2024

এই সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নোত্তর। ওস্তাদ শায়েখ আহমাদুল্লাহ

Everyone

21/02/2024

এক অজু দিয়ে সর্বোচ্চ কত ওয়াক্ত নামাজ পড়া যাবে? ওস্তাদ শায়েখ আহমাদুল্লাহ

19/02/2024

ধার্মিক ব্যক্তি যখন পথভ্রষ্ট হয়ে পড়ে। ওস্তাদ নোমান আলী খান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hak-হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category