04/06/2022
স্বর্ণ থেকে তিন ফুট পিছনে গল্পটা সবার জানা আছেতো?
না জানা থাকলেও সমস্যা নেই
আমি জানিয়ে দিচ্ছি একবার এক ব্যাক্তি তার খুব স্বর্ণের প্রতি লোভ হলো সে ধনী হওয়ার আশায়।
তাই সে তার কোদাল আর কুন্তি নিয়ে গেলো স্বর্ণ খনিতে। এবং খুড়ে কিছু স্বর্ণ পেলো। আরো ভালো ভাবে আরো স্বর্ণ পেতে তার বাড়িতে গিয়ে প্রতিবেশি সবার কাছ থেকে অর্থ নিয়ে শুরু করলো। এবং স্বর্ণ ফলো। এতে তার মোটামুটি ঋণ পরিশোধ করতে পেরেছে। কিন্তু তখনো সে পুরো টাকা শেষ করে পারেনি। সে আরো খনন করতে লাগলো করতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে চলে গেলো। হাল ছেড়ে দিলো।
তারপর সে এক ভাঙ্গারি দোকানদারের কাছে তার সব যন্ত্রপাতি বিক্রি করে দিলো কম দামে।
হাল ছাড়া লোকটি বোকা ছিলো কিন্তু ভাঙ্গারি দোকান ওয়ালা তো বোকা নয়!
কিন্তু বুদ্ধিমান আরেকটা লোকটি সে এক প্রকৌশলিকে ডেকে নিয়ে খনিটি দেখালো আর বললো স্বর্ণ পেতে হলে আর কতটুকু খনন করা লাগবে। তখন প্রকৌশলি বললো মাত্র তিন ফুট গভীর করলে স্বর্ণ পাওয়া যেতে পারে। হলোও তাই সেই ভাঙ্গারি হয়ে গেলো কোটিপতি। হালছাড়া লোকটি হলো ব্যর্থ!
এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া অনেক কিছু আছে। আমরা যখন একটা উদ্যেগ নিই। এবং প্রচুর পরিশ্রম করি। কিন্তু সফলতা পেতে আমরা শেষ পর্যন্ত কাজ করিনা হাল ছেড়ে দিই। ঠিন তিন ফুট দূরত্বে স্বর্ণের মত।
গল্পতো শুনলেন এবার দেখুন আপনার কি কি লাগবে ঠিক মাথার মত স্বর্ণ বের করতে। ও একটা কথাতো বলায় হয়নি আমাদের মাথা থেকে স্বর্ণ বের করা যায়! কি অবাক হচ্ছেন? না অবাক হওয়ার কিছু নেই পরিশ্রম আর অধ্যাবসায় থাকলে একদিন অনেক অর্থের মালিক হয়ে আপনি তারমত স্বর্ণের মালিক হতে পারবেন