ফয়সাল বিন আলম

ফয়সাল বিন আলম একটি স্বপ্ন একটি বেঁচে থাকার আশার আলো

22/08/2024
13/08/2024

ড্রাগন ফুল। আমার বাগানের ড্রাগন ফুল গাছ Dragon Tree। শুধুমাত্র রাতেই এই ফুল ফুটে

07/07/2024

জাতীয় বৃক্ষ মেলা ২০২৪। মেলার স্থান আগারগাঁও চীন মৈত্রী সম্মেলনে।

22/03/2024

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?

05/01/2023

শুরুতে ভিডিও তৈরি করতে তেমন কষ্ট হয়নি। কিন্তু এডিটিং করতে গিয়ে মনে হলো আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যাইহোক খুব ভালো উপস্থাপনা করতে পারিনি। কিন্তু চেষ্টা তো করেছি। এতে কম কিসে?

ভুলভ্রান্তি গুলো ধরিয়ে দিয়ে সাহায্য করুন। এতে আপনিই আমার বন্ধু হবেন। ধন্যবাদ

বই পেতে যোগাযোগ করুন 01918126517
বই সরোবর

অথবা পেইজ লিংক মেসেজ করুন
https://www.facebook.com/profile.php?id=100075877150967

14/09/2022

বৃষ্টির দিনে পলিথিনের ব্যবহার

04/06/2022

স্বর্ণ থেকে তিন ফুট পিছনে গল্পটা সবার জানা আছেতো?
না জানা থাকলেও সমস্যা নেই
আমি জানিয়ে দিচ্ছি একবার এক ব্যাক্তি তার খুব স্বর্ণের প্রতি লোভ হলো সে ধনী হওয়ার আশায়।
তাই সে তার কোদাল আর কুন্তি নিয়ে গেলো স্বর্ণ খনিতে। এবং খুড়ে কিছু স্বর্ণ পেলো। আরো ভালো ভাবে আরো স্বর্ণ পেতে তার বাড়িতে গিয়ে প্রতিবেশি সবার কাছ থেকে অর্থ নিয়ে শুরু করলো। এবং স্বর্ণ ফলো। এতে তার মোটামুটি ঋণ পরিশোধ করতে পেরেছে। কিন্তু তখনো সে পুরো টাকা শেষ করে পারেনি। সে আরো খনন করতে লাগলো করতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে চলে গেলো। হাল ছেড়ে দিলো।
তারপর সে এক ভাঙ্গারি দোকানদারের কাছে তার সব যন্ত্রপাতি বিক্রি করে দিলো কম দামে।
হাল ছাড়া লোকটি বোকা ছিলো কিন্তু ভাঙ্গারি দোকান ওয়ালা তো বোকা নয়!
কিন্তু বুদ্ধিমান আরেকটা লোকটি সে এক প্রকৌশলিকে ডেকে নিয়ে খনিটি দেখালো আর বললো স্বর্ণ পেতে হলে আর কতটুকু খনন করা লাগবে। তখন প্রকৌশলি বললো মাত্র তিন ফুট গভীর করলে স্বর্ণ পাওয়া যেতে পারে। হলোও তাই সেই ভাঙ্গারি হয়ে গেলো কোটিপতি। হালছাড়া লোকটি হলো ব্যর্থ!
এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া অনেক কিছু আছে। আমরা যখন একটা উদ্যেগ নিই। এবং প্রচুর পরিশ্রম করি। কিন্তু সফলতা পেতে আমরা শেষ পর্যন্ত কাজ করিনা হাল ছেড়ে দিই। ঠিন তিন ফুট দূরত্বে স্বর্ণের মত।
গল্পতো শুনলেন এবার দেখুন আপনার কি কি লাগবে ঠিক মাথার মত স্বর্ণ বের করতে। ও একটা কথাতো বলায় হয়নি আমাদের মাথা থেকে স্বর্ণ বের করা যায়! কি অবাক হচ্ছেন? না অবাক হওয়ার কিছু নেই পরিশ্রম আর অধ্যাবসায় থাকলে একদিন অনেক অর্থের মালিক হয়ে আপনি তারমত স্বর্ণের মালিক হতে পারবেন

03/05/2022

সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক

07/09/2021

সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ অতিশিগ্রই সকল ড্রেসের আপডেট আসবে

30/07/2021

সবাই কেমন আছেন?

14/04/2021

সবাইকে পহেলা রমজানের শুভেচ্ছা

প্রতিটা জম্মই সত্যি খুব মহান । অনেক ত্যাগ স্বীকার করে জন্মদাতা মা এবং বাবা। আর তেমনি একটা জাতি গঠনে একজন মহান নেতার ত্যা...
17/03/2021

প্রতিটা জম্মই সত্যি খুব মহান ।
অনেক ত্যাগ স্বীকার করে জন্মদাতা মা এবং বাবা। আর তেমনি একটা জাতি গঠনে একজন মহান নেতার ত্যাগ স্বীকার করতে হয়। একটি ত্যাগ মানুষ কে মহান করে তোলে।
তুমি মহান তুমি মহান
শুভ জন্মদিন বঙ্গবন্ধু।
আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক

Address

Dhaka

Telephone

+8801309592524

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফয়সাল বিন আলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফয়সাল বিন আলম:

Share

Category