দোলনচাঁপা-Dolonchapa

দোলনচাঁপা-Dolonchapa জীবন চলছে, চলবে এবং হুট করে দোলনচাঁপার মত মরে যাবে কিন্তু তার শেকড়ের মত করে জীবনের কাজগুলো থেকে যাবে!

এইসব গল্প থেকে যাক আজন্মকাল —
17/05/2025

এইসব গল্প থেকে যাক আজন্মকাল —

জীবন - জীবনের মত করে -
17/05/2025

জীবন - জীবনের মত করে -

16/05/2025

দোলনচাঁপা কে আবার কাজে দেখতে চান কারা কারা ?

29/07/2024

ছাত্ররা এখন আর এসব বুলেট/ফুলেট ভয় পায় না ।

14/06/2024

মানুষ একবার মন থেইকা চইলা গেলে আগের মত কইরা এ জীবনে আর কখনোই পাওয়া হয়না । তাই মানুষের কদর করুন । কাছের মানুষ রে কাছের কইরা রাখেন । একবার হারাইলেই কিন্তু শেষ ।

12/05/2024

বয়স বাড়লে নাকি সৌন্দর্য বুড়িয়ে যায় ;
আমার কাছে বয়স বাড়লে সৌন্দর্য যেন বাড়ে ! সব বয়সেই সৌন্দর্য আছে । বয়সের সাথে সৌন্দর্যের কোনো মিল নেই । সৎ ও শুদ্ধ মানুষ সবসময় সুন্দর থাকে । চামড়া খসে গেলেও তাকে সুন্দর লাগে । তার হাসি কিংবা তার আন্তরিকতা বা একটা সুন্দর মন !

09/05/2024

কান্না আসার পরেও কান্না করতে না পারা এক বুকফাটা যন্ত্রণা ।

08/05/2024

একটা ছিলো সোনার কন্যা । তারপর সোনার কন্যা হুমায়ুন আহমেদ এর লাইগা পুকুরে ঝাঁপ দেয় । তারপর জলপরি উইঠা আসে । সোনার কন্যার বদলে নিয়া আসে মেহের আফরোজ শাওন রে । তারপর শাওন রে হুমায়ুন আহমেদ এর কাছে পাঠায় । তারপর উনাদের প্রেম হয় ।

একচুয়্যালি সোনার কন্যাটা দেখতে শাওনের মত । তাই হুমায়ুন আহমেদ তার এক্স এর স্মৃতিচারণ করে সোনার কন্যা হিসেবে শাওন রে নিয়োগ দেয় সিনেমায় । তারপর এই একটা ছিলো সোনার কন্যার গান তৈরি হয় ।

আর এইদিকে জলপরি সেই সোনার কন্যা থেকে পাওয়া সোনা দিয়ে ওই নদীর পাড়ে আসা কাঠুরে কে সোনার কুড়াল গিফট দেয় । মূলত এভাবেই এইসব কাহিনী হইছিলো ।

08/05/2024

যেসব দিনগুলোতে মানুষ মানুষের সঙ্গ পাওয়ার কামনা করে , সেসব দিনগুলো মানুষের একা কেটে যায়।।

29/04/2024

মানুষ আসবে , মানুষ যাবে , মানুষ হারাবে । এইটাই তো সত্য । মৃ*ত্যুর মত সব সত্য মেনে নিতে পারলেই জীবন ঠিক গতিতে চলবে । নয়তো আপনিও হারায়ে যাবেন !

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দোলনচাঁপা-Dolonchapa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share