Sunny Life

Sunny Life নিয়মিত পোষ্ট টাইমলাইনে পেতে Follow দিন
(1)

4 Big Lessons from the Psychology of Money
23/09/2025

4 Big Lessons from the Psychology of Money

13/09/2025

DOMINATE The Outdoor Advertising Scene in Bangladesh!

We’re not just another agency—we’re THE leaders in Digital Billboard Advertising, trusted by 350+ elite brands including:

✅ BMW
✅ Coca-Cola
✅ Apple
✅ Royal Enfield

When industry giants choose us to amplify their presence, you know you’re in the right hands.

Why settle for visibility when you can have IMPACT? Our prime digital billboard locations guarantee your brand gets seen by thousands—every single day.

⏳ Limited availability. Don’t let your competitors outshine you.

📞 Call NOW to secure your spot:
01316-743003
OR Visit: www.adpro.com.bd

👉 Tag a brand that needs to be seen!

11/09/2025

Bangladesh’s premier Digital Outdoor advertising agency in Bangladesh, AD Pro Communications Ltd., dominates digital outdoor visibility.

পেশেন্ট চিকিৎসা নিতে এসে ইন্ডিয়াতে মৃত্যু বরণ করলে কি পরিমাণ হেসেল হয় যারা এর মধ্যে দিয়ে গেছেন শুধু মাত্র তারাই বুঝতে পা...
10/09/2025

পেশেন্ট চিকিৎসা নিতে এসে ইন্ডিয়াতে মৃত্যু বরণ করলে কি পরিমাণ হেসেল হয় যারা এর মধ্যে দিয়ে গেছেন শুধু মাত্র তারাই বুঝতে পারবেন।
নিচে মৃতদেহ দেশে নেওয়ার প্রক্রিয়া বিস্তারিত দেওয়া হল।

জেনে রাখা ভালো ......
মৃত্যু চিরন্তন সত্য, এটি প্রকৃতির নিয়ম।

যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায়, তাঁরা ইন্ডিয়ায় মৃত্যু বরণ করলে, মৃতদেহ দেশে আনার প্রক্রিয়াটা জেনে রাখা প্রয়োজন।

ইন্ডিয়া থেকে লাশ নেয়ার জন্য আপনাকে একটা লম্বা রাস্তা পাড়ি দিতে হবে, বেশ কয়েকটা অফিস ঘুরে প্রমান করতে হবে মৃতদেহ টি আপনার আত্মীয়ের এবং সে এখানে কোন বেআইনি কিছু করেন নি৷

প্রতিটি ধাপ নিয়ে নিচে,
বিস্তারিত দেওয়া হল।......

ধাপ১(death certificate)
***************************
প্রথমে-ই হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট, খুব সিম্পল কাজ ।যে ডাক্তার এর আন্ডার এ ছিলেন সেই এই কাজটি করে দিবে। হাসপাতালের এডমিনেস্ট্রেশন থেকে এটা কালেক্ট করে প্রথমেই ১০ টা কপি করে নিবেন৷

ধাপ২( police N.O.C)
**********************************
ডেথ সার্টিফিকেট( অরজিনাল জেরক্স) এবং পেশেন্ট তার যে কোন একজন এটেন্ডেন্ট (যে বডিটা ক্যারি করে দেশে নিয়ে যাবে) এর পাসপোর্ট (original xerox) নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশন এ যান এবং সেখানে কথা বলে Entry করে N.O.C কালেক্ট করুন।
বলে রাখা ভালো, এতে কোন টাকা পয়সার দরকার নেই।

ধাপ ৩( passport cancellation N.O.C)
************************************
উপরের পেপার পাসপোর্ট ( অরজিনাল জেরক্স) নিয়ে এবার চলে যাবেন নিকটস্থ হাই কমিশন এ (এর ২৪ ঘন্টা খোলা থাকে, যদিও সন্ধ্যা ৬ টার পর কল করলে বলবে এখন আইসেন না বন্ধ) গিয়ে পেশেন্ট এর মূল পাসপোর্ট টা ক্যান্সেল করে সিল মেরে সেখান থেকে আরো একটি N.O.C collect করবেন৷

ধাপ ৪-( FRO)
**************************************
এবার উপরের সব পেপার নিয়ে চলে যাবেন FRO তে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই মোটামুটি কাজ শেষ। (বলে রাখা ভালো, FRO সকাল ১০ টার আগে খুলে না সো এর আগে যাবেন না)৷

ধাপ ৫- ( Embalming Certificat)
************************************
অনেক অরগানাইজেশান আছে যারা বডি preservation এর কাজ করে, peace heaven ইন্ডিয়ার সবচেয়ে পূরন অর্গানাইজেশন গুলোর মধ্যে ১ টা যারা লাস্ট ৭০ বছর ধরে এই কাজ অনেক স্বল্প মূল্যে করে যাচ্ছে ৷ এরকম যেকোন একটি অর্গানাইজেশন এর সাথে কথা বলে সব ফার্মালিটিস (মূলত উপরের চারটি ধাপের পেপার দেখাতে হবে) শেষ করে Embalming Certificate collect করবেন।

বাংলাদেশে বডি নেয়ার জন্য এই ৫ টি পেপার মাস্ট থাকা লাগবে, উপরের সবগুলো পেপার এর ৭ টি করে জেরক্স করে ৭ টি আলাদা সেট করে রাখবেন।

আপনি যদি বাই-রোড যান, তাহলে এম্বুলেন্স এর সাথে কন্টাক্ট করে অবশ্যই বিকাল ৫টার আগে বর্ডার পৌছাবেন, অন্যথায় ইমিগ্রেশন শেষ করে ৬ টার আগে বের হওয়া খুব টাফ হয়ে যাবে।

আর বাই এয়ার গেলে, যে এয়ার ওয়েজ এ যাবেন তার টিকেট কেটে টিকেটের একটা প্রিন্ট কপি উপরের সব পেপার নিয়ে এয়ারপোর্ট এর কার্গো ডিপার্টমেন্টএ চলে যাবেন এবং সে এয়ারওয়েজ এর কার্গো অফিসে গিয়ে কথা বলে বডি ডেসপ্যাচ করার পেপার কালেক্ট করে নিবেন৷ বাকি কখন কি করতে হবে ওরা ই করে দিবে৷

#বি. #দ্রঃ উপরের কোথাও কোন খরচ নেই জাস্ট বডি প্রিসারভেশন এর জন্য একটা চার্জ ধরা হয়, পিস হ্যাভেন ৭২ ঘন্টা বডি প্রিসার্ভ কফিন ১ দিন মর্গে রাখার জন্য ১৬২০০ টাকা নেয়৷ আর কোথাও কোন খরচ নেই৷

বডি কার্গোতে আনতে কোন টাকা লাগে না, জাস্ট এটেন্ডেন্ট এর এয়ার টিকেট লাগে৷ কাস্টস ইমিগ্রেশন এ বডির জন্য কিছু টাকা লাগে বাট এয়ার ওয়েজ ও কোন টাকা লাগবে না।
কলকাতা থেকে বাংলাদেশে বডি নিতে কাস্টমস এ ৯০০০ রুপির মতো নেয়৷

বাংলাদেশি পাসপোর্টে চায়না ট্যুর – আপনার জানা দরকারি ভিসা গাইডলাইন 🇨🇳🇭🇰🇹🇼🇲🇴চীন ভ্রমণ করতে চাইলে শুধু চাইনিজ ভিসাই যথেষ্ট...
20/08/2025

বাংলাদেশি পাসপোর্টে চায়না ট্যুর – আপনার জানা দরকারি ভিসা গাইডলাইন 🇨🇳🇭🇰🇹🇼🇲🇴

চীন ভ্রমণ করতে চাইলে শুধু চাইনিজ ভিসাই যথেষ্ট নয়। পুরো চায়না ঘুরতে চাইলে বাংলাদেশিদের জন্য মোট ৪টি আলাদা ভিসা প্রয়োজন:
🇨🇳 China Mainland
🇹🇼 Taiwan
🇲🇴 Macao
🇭🇰 Hong Kong

👉 দুর্ভাগ্যবশত, বাংলাদেশি পাসপোর্টধারীরা On Arrival Visa-এর জন্য যোগ্য নন।

🛂 ১) Chinese Visa 🇨🇳

বাংলাদেশ থেকেই সহজে নেওয়া যায়।

বেশি ডকুমেন্ট লাগে না।

৮ ঘণ্টার বেশি ট্রানজিট থাকলে ২৪ ঘণ্টার ফ্রি ট্রানজিট ভিসা পাওয়া যায়।

ভিসা ব্যবহার শেষে used বুঝাতে ইমিগ্রেশন কলম দিয়ে টান দেয়।

ট্রানজিট ভিসায় বারকোড দেয় এবং এক্সিটের সময় স্ট্যাম্প করে।
✅ আমার অভিজ্ঞতা: 2 বার চায়না ভ্রমণ করেছি, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি।

🛂 ২) Taiwan Visa 🇹🇼

বাংলাদেশে Taiwan Embassy নেই।

General Tourist Visa বাংলাদেশিদের জন্য নেই।

Invitation নিয়ে ভিসা করতে হবে (India/Malaysia/Singapore/Thailand থেকে)।

Invitation: Cultural Program, University, বা অনলাইনে কেনা (চার্জ প্রায় 125 USD)।

সম্পূর্ণ ফ্রি Invitation পাওয়া সম্ভব কিছু ক্ষেত্রে।


🛂 ৩) Macao Visa 🇲🇴

দুইভাবে ভিসা নেওয়া যায়—
1️⃣ Hong Kong থেকে
2️⃣ China Embassy থেকে

Invitation লাগবে।

Immigration অনেক প্রশ্ন করে, এমনকি “জুয়া খেলতে আসছেন কিনা” জিজ্ঞেস করে।

ভিসা স্টিকার + Paper Landing Permission দেয়।

🛂 ৪) Hong Kong Visa 🇭🇰

সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়।

আবেদন জমার ৬ সপ্তাহ পর রেজাল্ট আসে।

ভিসা পাওয়ার পর ফি দিতে হয়।

Invitation বা কনফার্ম টিকিট লাগে না, শুধু বুকিং স্লিপ দিলেই হবে।
✅ Immigration: সাধারণত প্রশ্ন করে না। তবে Hong Kong থেকে Macao যাওয়ার সময় লাগেজ চেক করে।

Entry-Exit সিল দেয় না, শুধু একটি Paper Permission দেয়।

🛂 Tibet 🇹🇯

আলাদা ভিসার দরকার নেই।

শুধু অনলাইনে Approval Letter নিতে হয়।

উচ্চতায় অক্সিজেন সমস্যা হতে পারে, তবে সহজেই অক্সিজেন বক্স ভাড়া নেওয়া যায় (প্রায় ৳700)।

🌏 সংক্ষেপে:
পুরো চীন ঘুরতে চাইলে বাংলাদেশিদের জন্য ৪টি ভিসা আবশ্যক – China, Taiwan, Macao, Hong Kong।
তিব্বতের জন্য আলাদা ভিসা লাগবে না, শুধু Approval Letter যথেষ্ট।

📌 আপনার যদি প্ল্যান থাকে চায়না ট্যুর করার, আগে থেকে ভিসাগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

The 80/20 Principle
13/08/2025

The 80/20 Principle

13/08/2025

💰 10 Investments That Will Make You Rich

• Index funds (set and forget) 📈
• Rental properties (cash flow + appreciation) 🏠
• Your own business (scalability) 🚀
• REITs (real estate without the hassle) 🏢
• Dividend stocks (passive income) 💵
• High-yield savings (liquidity + security) 💧
• Private equity (long-term growth) 📊
• Yourself (skills, network, knowledge) 🧠
• Side hustles (extra income + tax benefits) 💼
• Peer-to-peer lending (alternative income) 🤝

The key? Start early, stay consistent, keep going. 🔑

22/07/2025

Another Cctv footage of milestone College accident

22/07/2025

Footage of training fighter jet Crush in Milestone College

21/07/2025

কিভাবে আপনি আমেরিকায় বাড়ি কিনতে পারেন — ফুল প্রসেস জানুন শুরু থেকে শেষ পর্যন্ত! 🇺🇸

> ভাড়া দিয়ে জীবন কাটাবেন, নাকি আমেরিকায় নিজের নামের ঠিকানায় একদিন ঘুমাবেন?

অনেকেই জানেন না, প্রবাসে থেকেও কীভাবে আপনি নিজের নামে একটি বাড়ির মালিক হতে পারেন।
আজ আমি শেয়ার করছি সেই সম্পূর্ণ পথ —
যে পথে হাঁটলে, আমেরিকায় থেকে আপনিও হতে পারেন একটি বাড়ির গর্বিত মালিক।

---

🌟 প্রথমেই জেনে নিন — কতদিন পর আপনি বাড়ি কিনতে পারবেন?

✔️ আমেরিকায় আসার ৬ মাস থেকে ২ বছরের মধ্যেই আপনি বাড়ি কেনার প্রস্তুতি নিতে পারেন।
✔️ মূল বিষয় দুটি: আপনার স্টেবল ইনকাম এবং ক্রেডিট হিস্টোরি।
✔️ সাধারণত যারা ১ বছর ধরে কাজ করছেন ও ভালো ক্রেডিট স্কোর তৈরি করেছেন, তারা সহজেই লোন পাচ্ছেন।

---

📄 আপনার যেসব ডকুমেন্ট লাগবে:

1. ✅ SSN (Social Security Number)

2. ✅ ইনকামের প্রমাণ (W2, Paystub, Tax Return)

3. ✅ ক্রেডিট স্কোর (কমপক্ষে 620 বা তার বেশি হলে ভালো)

4. ✅ Down Payment (সাধারণত ৩%–২০%)

5. ✅ Bank Statement এবং ID (State ID বা Driving License)

---

🏦 লোন পাওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে:

1. Pre-Approval Letter সংগ্রহ করতে হবে ব্যাংক বা লোন অফিসার থেকে।

2. পছন্দের বাড়ি খুঁজে Offer দিতে হবে।

3. এরপর শুরু হবে Home Inspection, Appraisal ও Paperwork।

4. সব ঠিক থাকলে Closing Day-তে গিয়ে আপনি পাবেন চাবি!

> ⏱️ পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ৩০–৪৫ দিন সময় লাগে।

---

❤️ বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি:

প্রথমদিকে মাস শেষে রেন্ট দিয়ে ভাবতাম—
“এই টাকা যদি আমার নিজের বাড়ির পেমেন্টে যেত!”
আজ সেই ভাবনাটা বাস্তব।
ভাড়ার টাকা এখন নিজের বাড়ির ইকুইটিতে জমা হচ্ছে।
সকালবেলা নিজের লনের ঘাস কাটা, ছুটির দিনে বারান্দায় বসে চা খাওয়া — এগুলো আর কারো গল্প নয়, আমার জীবনের শান্তি।

---

🔑 শেষ কথা:

স্বপ্ন দেখার সাহস থাকলে, বাস্তবে রূপ দেওয়ার রাস্তা আমেরিকা আপনাকে দেবে।
আজ আমি পেরেছি — কাল আপনি পারবেন।
তবে জানতে হবে ঠিক পথটা, নিতে হবে সঠিক প্রস্তুতি।
এই পোস্টটা হতে পারে আপনার সেই শুরু।

---

🔁 শেয়ার করুন — হোক স্বপ্নপূরণের শুরু আরও অনেকের!

❤️ যাদের প্রবাসে থাকার পরও নিজের বাড়ির স্বপ্ন আছে — তাদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করুন।
হয়তো আপনার একটা শেয়ার, কারো জীবনের দিক বদলে দেবে…

কিভাবে অস্ট্রেলিয়ায় আসবেন ? Skill Migration (Skilled Migration Visa) এর মাধ্যমে স্থায়ী বসবাস (Permanent Residency - P...
20/07/2025

কিভাবে অস্ট্রেলিয়ায় আসবেন ?
Skill Migration (Skilled Migration Visa) এর মাধ্যমে স্থায়ী বসবাস (Permanent Residency - PR) পাওয়ার জন্য আপনাকে কিছু ধাপে এগোতে হয়। নিচে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:



🪜 অস্ট্রেলিয়ায় Skill Migration এর Step-by-Step Guide:

✅ Step 1: পেশা নির্বাচন করুন (Select Your Occupation)
• আপনাকে MLTSSL (Medium and Long-term Strategic Skills List) বা STSOL (Short-term Skilled Occupation List) থেকে একটি পেশা বেছে নিতে হবে।
• এই তালিকায় থাকা পেশাগুলোই Skill Migration এর জন্য যোগ্য।

🔎 লিংক: Skilled Occupation List



✅ Step 2: Skill Assessment করুন
• প্রতিটি পেশার জন্য নির্দিষ্ট Assessing Authority থাকে (যেমন Engineers Australia, ACS, VETASSESS ইত্যাদি)।
• তারা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা মূল্যায়ন করবে।

📌 উদাহরণ:
• IT পেশার জন্য: Australian Computer Society (ACS)
• ইঞ্জিনিয়ারদের জন্য: Engineers Australia

🕒 সময়: 8–12 সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যায়।



✅ Step 3: English Test দিন
• ইংরেজি দক্ষতা প্রমাণ করতে আপনাকে IELTS, PTE Academic, TOEFL iBT ইত্যাদি পরীক্ষাগুলোর যেকোনো একটি দিতে হবে।
• সাধারনত PR এর জন্য IELTS এ কমপক্ষে 6 ব্যান্ড (প্রতিটি সেকশনে) প্রয়োজন।

🔁 বেশি স্কোর = বেশি পয়েন্ট



✅ Step 4: Points Calculator অনুযায়ী পয়েন্ট গণনা করুন
• স্কিলড মাইগ্রেশনের জন্য কমপক্ষে 65 পয়েন্ট থাকা বাধ্যতামূলক।
• পয়েন্ট নির্ধারণ হয়:
• বয়স
• ইংরেজি দক্ষতা
• শিক্ষাগত যোগ্যতা
• কাজের অভিজ্ঞতা
• অস্ট্রেলিয়ান ডিগ্রি থাকলে
• Partner’s skill
• State sponsorship ইত্যাদি অনুযায়ী।

👉 পয়েন্ট ক্যালকুলেটর: Check your points



✅ Step 5: EOI (Expression of Interest) জমা দিন - SkillSelect
• EOI একটি অনলাইন আবেদন যা আপনি SkillSelect এর মাধ্যমে জমা দেন।
• এতে আপনি জানাবেন আপনি কোন ভিসা চান এবং আপনার স্কিল, অভিজ্ঞতা, পয়েন্ট ইত্যাদি।

📝 এটা কোনো ভিসা আবেদন নয়, শুধু আগ্রহ জানানো।



✅ Step 6: Invitation (আমন্ত্রণ) এর জন্য অপেক্ষা করুন
• EOI জমা দেয়ার পর আপনাকে Australian Government বা কোন State/Territory থেকে আমন্ত্রণ পাঠানো হতে পারে।

📩 আপনি পয়েন্ট বেশি পেলে দ্রুত invitation পাবেন।



✅ Step 7: ভিসা আবেদন করুন (Visa Application)
• Invitation পাওয়ার পর আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে Subclass 189, 190, বা 491 এর জন্য আবেদন করতে পারবেন।



✅ Step 8: মেডিকেল ও পুলিস ক্লিয়ারেন্স
• ভিসা আবেদন করার পরে আপনাকে মেডিকেল পরীক্ষা এবং পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে।



✅ Step 9: ভিসা অনুমোদন (Visa Grant)
• সবকিছু ঠিক থাকলে আপনার ভিসা অনুমোদিত হবে এবং আপনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করতে পারবেন।



✳️ জনপ্রিয় Skilled Visa Subclasses:

Visa Type
Description
Subclass 189
Independent Skilled Visa
Subclass 190
State Nominated Skilled Visa
Subclass 491
Regional Provisional Visa



📌 টিপস:
• একটি ভাল Migration Agent বা MARA Agent এর সহায়তা নিলে পুরো প্রক্রিয়া সহজ হয়।
• প্রতিটি ধাপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে রাখুন (CV, Academic certificates, Reference letters, Passport, IELTS/PTE scorecard, etc.)



আপনি চাইলে আমি আপনাকে আপনার পেশা অনুযায়ী skill assessing body খুঁজে দিতে পারি। চাইলে আপনার পেশা, বয়স, ডিগ্রি, এবং কাজের অভিজ্ঞতা বলুন — আমি একটা পয়েন্ট হিসাব করে দিতে পারি।

Address

Mymensingh
Dhaka
1212

Telephone

+8801814392040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunny Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunny Life:

Share

Category