Sunny Life

Sunny Life নিয়মিত পোষ্ট টাইমলাইনে পেতে Follow দিন
(1)

08/07/2025
🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে • দেশের সাথে “বাস্তব...
24/06/2025

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):

১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে
• দেশের সাথে “বাস্তব সম্পর্ক” থাকতে হবে, শুধু এখানে জন্ম বা থাকা যথেষ্ট নয়।
• ছেলে-মেয়েরা নাগরিকত্ব পাবে শুধু তখনই, যখন তাদের বাবা-মা’র বৈধ রেসিডেন্স থাকবে এবং কমপক্ষে ৩ বছর ধরে দেশটিতে বসবাস করছে।
• আর নাগরিকত্ব কোনো “স্বয়ংক্রিয় বা ডিফল্ট” নিয়মে মিলবে না, আবেদনকারীকে স্বতঃস্ফূর্তভাবে আবেদন করতে হবে।



২. নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা বাড়ানো
• পর্তুগিজ ভাষাভাষী দেশ থেকে আসা লোকদের জন্য: ৭ বছর বৈধ রেসিডেন্সের প্রয়োজন।
• অন্য দেশ থেকে আসাদের জন্য: ১০ বছর বৈধ রেসিডেন্স লাগবে।
• বসবাসের সময় গণনা শুরু হবে যখন রেসিডেন্স পারমিট ইস্যু হবে, তখন থেকে।



৩. পর্তুগিজ ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থা জানার প্রমাণ দিতে হবে
• নাগরিকত্বের জন্য আবেদনকারীকে:
• ভাষা ও সংস্কৃতির জ্ঞান থাকতে হবে।
• পর্তুগালের রাজনীতি ও আইনের মৌলিক ধারণা থাকতে হবে।
• মৌখিক ও লিখিত টেস্ট দিতে হবে।
• গণতান্ত্রিক আইনের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।



৪. যারা অপরাধ করেছে, তারা নাগরিকত্ব পাবে না
• যদি কাউকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তিনি নাগরিকত্ব পাবেন না, দণ্ডের মেয়াদ যতই হোক।



৫. সেফার্দি ইহুদিদের জন্য বিশেষ নাগরিকত্ব নিয়ম বন্ধ
• যারা ইনকুইজিশনের সময় দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তাদের বংশধরদের জন্য বিশেষ নিয়ম ছিল (২০১৫ সাল থেকে)। এখন সেই নিয়ম বন্ধ হচ্ছে।



৬. পূর্বপুরুষের ভিত্তিতে নাগরিকত্বে সীমা
• এখন থেকে শুধু দাদু-নানু পর্যন্ত পূর্বপুরুষদের ভিত্তিতে নাগরিকত্বের আবেদন করা যাবে। দাদা-নানার বাবা (great-grandparents) পর্যন্ত চলবে না।



৭. গুরুতর অপরাধ করলে নাগরিকত্ব হারানো যাবে
• যাদের সম্প্রতি নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তারা ৫ বছরের বেশি সাজার অপরাধে দোষী প্রমাণিত হলে, বিচারক তাদের নাগরিকত্ব বাতিল করতে পারবেন।
• যেমন: হত্যা, ধর্ষণ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ইত্যাদি।



৮. রেসিডেন্স পারমিটের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে
• যাদের রেসিডেন্স কার্ড ৩০ জুনে শেষ হওয়ার কথা ছিল, তাদের জন্য মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
• এই সময়ের মধ্যে AIMA (ইমিগ্রেশন এজেন্সি) নতুন চ্যানেল খুলবে যাতে আবেদনকারীরা আবেদন করে ফি দিতে পারেন।



৯. নতুন সীমান্ত পুলিশ ইউনিট গঠন
• এখন থেকে PSP (জাতীয় পুলিশ) এর অধীনে একটি নতুন ইউনিট থাকবে, যারা:
• সীমান্তে নজরদারি করবে,
• অবৈধভাবে থাকা লোকদের ফেরত পাঠাবে।
• পুরনো SEF ফিরিয়ে আনা হবে না এবং AIMA পুলিশ হিসেবে কাজ করবে না।



১০. রিঅগ্রুপমেন্ট এবং ভিসা নীতিতে কড়াকড়ি
• রিঅগ্রুপমেন্ট (পরিবার আনতে চাইলে):
• আবেদনকারীর কমপক্ষে ২ বছর রেসিডেন্স থাকতে হবে।
• শুধু কম বয়সী সন্তানদের জন্য আবেদন করা যাবে।
• অন্য আত্মীয়দের জন্য আবেদন করতে হলে, বিদেশ থেকেই ভিসা নিয়ে আবেদন করতে হবে।
• আবাসন, আর্থিক অবস্থা ও ভাষা জানা বাধ্যতামূলক।
• যারা সোশ্যাল সাপোর্ট বা ভাতা পান, তারা এখন থেকে রিঅগ্রুপমেন্ট করতে পারবেন না।
• CPLP দেশগুলোর জন্য:
• ভিসা থাকলেই চলবে, তবে নিরাপত্তা যাচাই হবে।
• এখন আর টুরিস্ট ভিসা থেকে CPLP রেসিডেন্স নেওয়া যাবে না। কনস্যুলার ভিসা দরকার।



১১. বিশেষজ্ঞ বা শিক্ষাবিদদের জন্য আলাদা বিভাগ
• “Talento Department” গঠন করা হচ্ছে AIMA-তে।
• বিদেশি গবেষক, শিক্ষক বা মেধাবীদের জন্য সহজ এবং দ্রুত প্রক্রিয়া চালু হবে।

UK-তে বসবাস বা নাগরিকত্ব পেতে যেসব গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হয়! 📝 🇬🇧 UK-তে স্থায়ী বসবাস, কাজ, পড়াশোনা, বা নাগরিকত্ব পেত...
20/06/2025

UK-তে বসবাস বা নাগরিকত্ব পেতে যেসব গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হয়! 📝 🇬🇧

UK-তে স্থায়ী বসবাস, কাজ, পড়াশোনা, বা নাগরিকত্ব পেতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হয়। প্রতিটি পরীক্ষার উদ্দেশ্য, ফি এবং বৈধতার সময়সীমা আলাদা। আসুন জেনে নিই, কী কী পরীক্ষা আছে এবং কেন এগুলো প্রয়োজন।

🛞 ১. Driving Test (Theory এবং Practical)

যদি UK-তে গাড়ি চালাতে চান, Driving Test দেয়া বাধ্যতামূলক। এটি দুটি ধাপে হয়:

☑️ Theory Test
📚 কেন দিতে হয়?: রাস্তার নিয়ম, ট্রাফিক সাইন, এবং নিরাপদ ড্রাইভিং সম্পর্কে জ্ঞান যাচাই করতে।

• Fee: £২৩
• পরীক্ষার বিষয়বস্তু:
• Multiple-choice questions (৫০টি প্রশ্নের মধ্যে কমপক্ষে ৪৩টি সঠিক করতে হবে)।
• Hazard perception test (ভিডিও দেখে ঝুঁকি চিহ্নিত করা)।
• Validity: ২ বছর।

☑️ Practical Test
📚 কেন দিতে হয়? বাস্তবিক ড্রাইভিং দক্ষতা দেখানোর জন্য।
• সপ্তাহে যে কোন দিন: £৬২
• শনি/রবিবার: £৭৫
• পরীক্ষার ধরন:
• গাড়ি চালানোর সময় নিরাপত্তা এবং রাস্তার সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।

📖 ২. Life in the UK Test

🛡️ UK-তে Indefinite Leave to Remain (ILR) বা British citizenship পেতে এই পরীক্ষাটি আবশ্যক।

📚 কেন দিতে হয়?
• ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি, এবং নাগরিকত্বের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান যাচাই করতে।
• Fee: £৫০
• পরীক্ষার বিষয়বস্তু:
• ২৪ টি Multiple-choice প্রশ্ন (পাশ করতে হলে কমপক্ষে ৭৫% বা ১৮ স্কোর করতে হবে)।
• Validity: আজীবন।

🗣️ ৩. A2 English Test

✍️ A2 পরীক্ষা Spouse Visa বা Family Visa extend করার জন্য প্রয়োজন।

📚 কারা দেবে?
• যারা দুই বছরের বেশি Family Visa বা Spouse Visa নিয়ে থাকতে চান।
• Fee: £১৫০-২০০
• পরীক্ষার ধরন:
• সহজ কথোপকথন, ইংরেজি বোঝা এবং কমিউনিকেশন স্কিল যাচাই।
• Validity: ২ বছর।

🎓 ৪. B1/B2 English Test

এই পরীক্ষা UK নাগরিকত্ব এবং কিছু ভিসার জন্য প্রয়োজন।

📚 কারা দেবে?
• British citizenship আবেদনকারী।
• কিছু Skilled Worker বা অন্যান্য ভিসার আবেদনকারী।
• Fee: £১৫০-২৫০
• পরীক্ষার বিষয়বস্তু:
• Speaking, Listening, Reading এবং Writing।
• Validity: ২ বছর।

📑 ৫. IELTS for UKVI (Academic & General)

🌍 যারা UK-তে পড়াশোনা, কাজ, বা স্থায়ী বসবাসের জন্য যেতে চান, তাদের জন্য।

📚 কারা দেবে?
• স্টুডেন্টস, প্রফেশনালস, এবং কিছু ভিসা আবেদনকারী।
• Fee: £২০০-২৫০
• পরীক্ষার বিষয়বস্তু:
• Listening, Reading, Writing, এবং Speaking।
• Validity: ২ বছর।

👩‍⚕️ ৬. Professional Exams

🏥 UK-তে ডাক্তার, নার্স বা অন্য পেশাদার হিসেবে কাজ করতে চাইলে এই পরীক্ষা দিতে হবে।

☑️ PLAB (Doctors)

• 📚 কেন দিতে হয়? General Medical Council (GMC)-এ নিবন্ধন পেতে।
• Fee: PLAB 1 (£২৩৯), PLAB 2 (£৮৭৫)

☑️ OSCE (Nurses)

• 📚 কেন দিতে হয়? Nursing and Midwifery Council (NMC)-এ নিবন্ধন পেতে।
• Fee: £৭৯৪

💼 ৭. SELT (Secure English Language Test)

অনেক ভিসার জন্য এই পরীক্ষাটি প্রয়োজন।
• Test Types: GESE, IELTS for UKVI, এবং PTE Academic UKVI।
• Fee: £১৫০-২৫০

✅ আরও কিছু দরকারি পরীক্ষা:

১. TB Test (Tuberculosis Test):
• যেসব দেশের নাগরিকদের UK-তে ভিসার জন্য প্রয়োজন হয় (যেমন বাংলাদেশ)।
• Fee: £৬৫-১১০

২. NARIC Certificate:
• UK-তে আপনার দেশের ডিগ্রি বৈধ হিসেবে প্রমাণ করতে।
• Fee: £১৪০-২০০

এই সমস্ত পরীক্ষা UK-তে বসবাস, কাজ বা নাগরিকত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে যান।

আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান। 😊

জীবনে কাজে লাগবে এমন ১৫টি বাস্তব স্কিল (Life- Changing Skills):১/ ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক)২/ সাঁতার শেখা৩/ টাকা জমানো ও...
19/06/2025

জীবনে কাজে লাগবে এমন ১৫টি বাস্তব স্কিল
(Life- Changing Skills):

১/ ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক)

২/ সাঁতার শেখা

৩/ টাকা জমানো ও খরচের বাজেট করা শেখা

৪/ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চেক লেখা, এটিএম চালানো শেখা

৫/ মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট) ঠিকভাবে ব্যবহার শেখা

৬/ সঠিকভাবে রাস্তা পার হওয়া ও ট্রাফিক রুল জানা

৭/ সাইকেল ঠিক করা বা চেইন লাগানো শেখা

৮/ বেসিক কুকিং শেখা (নিজে রান্না করা)।

৯/ টেকনোলজিতে দক্ষতা (Google Tools, Zoom, Canva ইত্যাদি)

১০/ টাইপিং শেখা (বাংলা/ইংরেজিতে দ্রুত টাইপিং)

১১/ ছবি/ভিডিও এডিট করতে শেখা (CapCut, VN, Canva ইত্যাদি)

১২/ পাবলিক স্পিকিং বা হাজারখানেক মানুষের সামনে কথা বলার সাহস

১৩/ নেগোশিয়েশন বা দর কষাকষি শেখা

১৪/ মাইন্ডফুলনেস বা স্ট্রেস ম্যানেজমেন্ট শেখা।

১৫/ প্রাথমিক চিকিৎসা বা First Aid শেখা

মনে রাখবেন, আজকে আপনি যে স্কিল শিখলেন, আগামীকাল সেটা আপনার জীবনকে বদলে দিতে পারে।

(বি:দ্র: এই স্কিলগুলোর মধ্যে আপনার কয়টা জানা আছে? কমেন্টে সেটা জানান।)

🌟 সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে 10 টি শক্তিশালী উক্তি🌟আমরা প্রতিটি পছন্দই আমাদের ভবিষ্যত আকার দেয়। এখানে 10 টি অনুপ্রেরণাদায...
19/06/2025

🌟 সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে 10 টি শক্তিশালী উক্তি🌟

আমরা প্রতিটি পছন্দই আমাদের ভবিষ্যত আকার দেয়। এখানে 10 টি অনুপ্রেরণাদায়ক উদ্ধৃতি যা আমাদের সিদ্ধান্তের শক্তির কথা মনে করিয়ে দেয়:

1️⃣ "অসভ্যতাই সুযোগের চোর। "– জিম রোন
2️⃣ "আপনি যদি সিদ্ধান্ত না নেন, অন্যরা আপনার জন্য তা তৈরি করবে। "– হার্ভে ম্যাকে
3️⃣ "সংকল্প একটি বৈশিষ্ট্য যা সব সফল মানুষের দ্বারা ভাগ করা হয়। ব্যর্থতা সিদ্ধান্তহীনতার অভাব থেকে উদ্ভূত হয়। "– টনি রবিনস
4️⃣ "সিদ্ধান্ত উচ্চ অভিনেতাদের একটি চিহ্ন। কোন সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে প্রায় যে কোন সিদ্ধান্তই ভালো। "– ব্রায়ান ট্রেসি
5️⃣ "একবার আপনি একটি সিদ্ধান্ত নেন, মহাবিশ্ব এটি ঘটানোর ষড়যন্ত্র করে। " – রালফ ওয়াল্ডো এমারসন
6️⃣ "সবচেয়ে কঠিন কাজ হল কাজ করার সিদ্ধান্ত নেওয়া, বাকিটা শুধুমাত্র দৃঢ়তা। " – এমেলিয়া ইয়ারহার্ট
7️⃣ "এগিয়ে যাওয়ার রহস্য শুরু হচ্ছে... "– মার্ক টোয়েন
8️⃣ "এটা আপনার সিদ্ধান্তের মুহূর্তে আপনার ভাগ্য গঠন করা হয়। " – টনি রবিনস
9️⃣ "একটি সিদ্ধান্ত নিন এবং আপনার জীবনকে এগিয়ে যেতে দেখুন। " – অপরাহ উইনফ্রে
🔟 "আপনি জীবনে সবচেয়ে বড় ভুল করতে পারেন তা হল ক্রমাগত ভয় থাকা যে আপনি একটি করবেন না। " – এলবার্ট হাবার্ড

💬 বোনাস জ্ঞান:
✨ "জীবন হচ্ছে সিদ্ধান্ত সম্পর্কে, এবং আপনি যদি ভুল করতে ভয় পান তবে আপনি তা করতে পারবেন না। "
✨ "যখন তুমি দুটি সমান সুষম পথের মধ্যে নির্বাচন করতে না পারো, তখন সাহসীটি বেছে নাও। "– W\. জে। স্লিম

How to become more powerful
16/06/2025

How to become more powerful

ই/হু/দী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইস...
15/06/2025

ই/হু/দী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।
ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমাইল(আঃ)।

হয়রত ইসহাক(আঃ) এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব(আঃ), উনার আরেক নাম ইস/রা/ইল। এই ইয়াকুব(আঃ) এর বংশকে আল্লাহ্ তা'আলা বনি-ই/সরা/ইল নামে সম্বোধন করেছেন।

হযরত ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১জনের নাম ছিলো ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে।
তাই, বনি-ই/সরা/ইল এর আরেক নাম ই/হু/দী।

ই/হু/দী ধর্ম আর বংশ দুটো আলাদা।
সব ইহুদী বংশের লোক ইহুদী ধর্মের হলেও সব ইহুদী ধর্মের লোক ই ইয়াহুদার বংশ নয়।
এই ইয়াহুদা ই কিন্তু তার আপন ভাই ইউসুফ(আঃ) কে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল!

৪ হাজার বছর আগে ইসহাক(আঃ) এর মৃত্যুর পর ইয়াকুব(আঃ) আল্লাহ্‌'র নির্দেশে শামনগরী (সিরিয়া) থেকে কেনানে হিজরত করেন। এই কেনান ই বর্তমানের ফিলিস্তিন।

এরপর কেনানে (ফিলিস্তিন) দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে।

মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ(আঃ), যিনি ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে।

তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি-ই/সরা/ইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন 'ইয়া নাফসী' 'ইয়া নফসী' করতো।
তখন আল্লাহ্ তাদের কাছে পাঠালেন মূসা(আঃ) আর তাওরাত কিতাব। মুসা(আঃ) ফেরাউনকে নীলনদে ডুবানোর মাধ্যমে বনি-ই/সরা/ইল মুক্তি পায়।

তারপর মূসা(আঃ) সবাইকে নিয়ে কেনানে (ফিলিস্তিন) ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ্‌'র অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা(আঃ) এর ওফাতের পর আবার আল্লাহ্‌ কে ভুলে যায়, গরুপূজা সহ নানা রকম অনাচার শুরু করে।

তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙ্গে যায়, ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে।
এর ১০০বছর পরে দাউদ(আঃ) আর উনার ছেলে সুলাইমান(আঃ) এর মাধ্যমে আল্লাহ তা'আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন।

কিন্তু সুলাইমান(আঃ) এর মৃত্যুর পর ই/হু/দীরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধামত সংযোজন-বিয়োজন করার মতন ধৃষ্টতা দেখায়।
তারা তাওরাতে সংযোজন করে যে, "আল্লাহ্ তায়ালা ইসহাক(আঃ) এর স্বপ্নে কেনানকে ইহুদীদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদের জয় করে নিতে হবে।"
এটাকে তারা 'জেকব লেডার ড্রিম' বলে।

তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ্‌'র শা/স্তির মুখে পড়েছে। যেমনঃ
কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে,
ব্যবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহ/ত্যার শিকার হয়েছে,
রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে।
মহানবী(সাঃ) এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে।
আর উমার(রা:) ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন।
আজ ইস/রা/য়েলের এতো ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি।

বনি-ইস/রা/ইলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শা/স্তির পাশাপাশি তাদের ব্যবহার!
তখনকার লোকদের ভাষ্যমতে, তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল।
তাদেরকে যে জায়গায় আশ্রয় দেয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করতো!

ই/হু/দীরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিলো, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ-সম্পদ ভালোই ছিল। সেই অর্থ-সম্পদ এর দাপট দেখিয়ে তারা সেইসব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাতো।
তাই তারা সেইসব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বার বার বিতাড়িত হতো।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে, যেকোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই।
তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়।
তারা বিশ্বাস করে, কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি।
তারা এটাও বিশ্বাস করে যে, একসময় তাদের একজন মসিয়াহ্‌(দাজ্জাল) এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে।

১৮ শতাব্দীতে ই/হু/দীরা তাদের ধর্ম-পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে।
তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে ই/হু/দীদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে।
এই আন্দোলনকে যারা সমর্থন করে, তাদেরকে জিওনিস্ট বলে।

যেহেতু ই/হু/দীরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিলো, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে।

তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে।
ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করতো, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়।

তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ই/হু/দী গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে এসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন।
তার এমন অভুতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া!
এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ই/হু/দীরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে।
প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়।
ই/হু/দীরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার-জোর-জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে।

তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ই/হু/দীদের।
৬লাখ ই/হু/দীর জন্য ৪৫% আর ১২কোটি ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা!

জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ই/হু/দীরা ইজ/রা/য়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান।

ইজ/রায়ে/ল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়!

আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব(আঃ) এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে!

আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলুপ এঁটে চুপ করে বসে আছেন আর চোখে ঠুঁলি পরে সবকিছুকে না দেখার ভান করছেন!

15/06/2025

ব্রেকিং নিউজ:
ইস/রা/ইলি পাইলটদের মধ্যে চরম বিদ্রোহ শুরু হয়েছে,
বিমানবন্দর এবং বিভিন্ন এয়ারফোর্স বেইজ ছেড়ে হাজার হাজার বিমান সেনা পালিয়ে যাচ্ছে!

🛑 খোরাসানকে এত ভয় পায় ইসরায়েল কেন? — ইসলামি ভবিষ্যদ্বাণী ও আধুনিক বাস্তবতা🔰 "খোরাসান থেকে কালো পতাকা উড়বে" — এই হাদিস শু...
15/06/2025

🛑 খোরাসানকে এত ভয় পায় ইসরায়েল কেন? — ইসলামি ভবিষ্যদ্বাণী ও আধুনিক বাস্তবতা

🔰 "খোরাসান থেকে কালো পতাকা উড়বে" — এই হাদিস শুধু ইতিহাস নয়, বরং একটি ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত!
ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই "খোরাসান" নামেই কেঁপে ওঠে কেন জানেন?

🕌 ইসলামি ভবিষ্যদ্বাণী
✅ রাসূলুল্লাহ (সা.) বলেন:

"খোরাসান দিক থেকে কালো পতাকা উড়বে, তারা যখন আসবে, কেউ তা প্রতিহত করতে পারবে না, তারা আল্লাহর খলিফার হাতে তুলে দেবে নেতৃত্ব।"
📚 (সুনান ইবনে মাজাহ – ৪০৮৪)

👉 এই কালো পতাকা ‍ধারীরা হবে ইমাম মাহদী’র সহযোদ্ধা, যারা দাজ্জালের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ করবে।

📖 আল-কোরআনেও ইঙ্গিত:

"তোমরা এমন এক জাতিকে পাবে যারা আল্লাহর পথে লড়াই করে, তারা কাউকে ভয় করে না..."
📖 (সূরা আল-মায়েদা: ৫৪)

🔎 তাফসিরকারীরা বলেন, এ আয়াতে ইঙ্গিত রয়েছে শেষ যুগের এক জিহাদী দলের প্রতি, যারা খোরাসান অঞ্চল থেকেও হতে পারে।

🚀 খোরাসানের ভূ-রাজনৈতিক বাস্তবতা
⚠️ ইরানের খোরাসান প্রদেশ এখন হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল নির্মাণের ঘাঁটি।
➡️ এখান থেকেই তৈরি হয়:
🔸 Khorramshahr-4
🔸 Haj Qassem
🔸 Sejjil

⏱️ মাত্র ১০-১৫ মিনিটেই ইসরায়েল আঘাতের আওতায়!

💣 চরমপন্থীদের বেস
ISIS-K, তালেবান ও অন্যান্য দল “খোরাসান” নামকে ব্যানারে নিয়েছে, যা ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের মাথাব্যথার কারণ।

🛰️ সাইবার হামলার কেন্দ্র
খোরাসানে অবস্থিত ইরানি সাইবার ইউনিটগুলো ইসরায়েলি ড্রোন ও প্রতিরক্ষা সিস্টেমে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

🔹 খোরাসান শুধু একটি অঞ্চল নয় — এটি আদর্শ, অস্ত্র ও আত্মত্যাগের প্রতীক
🔹 তাই ইসরায়েলের ভয় — ভবিষ্যতের সেই ‘কালো পতাকা’ যদি সত্যি ওদের দিকে এগিয়ে আসে?

📢 আপনার মতামত দিন:
ইসলামি হাদিস অনুযায়ী খোরাসান থেকে শুরু হওয়া এই পরিবর্তন কি বাস্তবের দিকে এগোচ্ছে?

🇺🇸 যুক্তরাষ্ট্রের নতুন ভিসা সিস্টেমে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন!📌 ১. DS-160 ফর্মের নম্বর পরিবর্তনযোগ্য নয়CGI পোর্টালে প্...
15/06/2025

🇺🇸 যুক্তরাষ্ট্রের নতুন ভিসা সিস্টেমে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন!

📌 ১. DS-160 ফর্মের নম্বর পরিবর্তনযোগ্য নয়
CGI পোর্টালে প্রথমবার যে DS-160 ফর্মের নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই নম্বরই চূড়ান্ত। পরবর্তীতে ফর্ম পরিবর্তন করলেও, সেই পুরনো DS-160 নম্বর দিয়েই ইন্টারভিউ দিতে হবে।

📌 ২. রিশিডিউল সুবিধা এখন আরও বেশি!
নতুন CGI পোর্টালে আপনি ৩ বারের বেশি ইন্টারভিউ রিশিডিউল করতে পারবেন।

👉 আমি ব্যক্তিগতভাবে ৪ বার রিশিডিউল করেছি পরীক্ষামূলকভাবে, কোনো সমস্যা হয়নি।

📌 ৩. ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট
আগের মতোই ২ বার আবেদন করা যাবে।
তবে আশার কথা—একদিন পরেই অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে।

📌 ৪. ভাষা ও ইন্টারভিউ প্রসেস
ইউএস ভিসার জন্য এখনো সরাসরি ইন্টারভিউ দিতে হচ্ছে।

👉 কনসুলার অফিসাররা কখনো ইংরেজি, আবার কখনো বাংলাতেও প্রশ্ন করছেন। প্রস্তুতি দুই ভাষাতেই থাকা উচিত।

📝 পরামর্শ: নতুন CGI সিস্টেমে সাইন আপের সময়ই নিশ্চিত হোন আপনার DS-160 ফর্ম ঠিক আছে কিনা। ভুল করলে পরবর্তীতে আর পরিবর্তন সম্ভব নয়।

🤝 সবার জন্য শুভকামনা, যাঁরা ইউএস ভিসা প্রসেসে আছেন!

How to become more powerful 💪
15/06/2025

How to become more powerful 💪

শেংজেন ভিসা (মাল্টিপল এন্ট্রি) থাকলে কোন কোন দেশে ঢুকতে পারবেন?শেংগেন ভিসা এমনিতেই অনেক মুল্যবান। এক ভিসায় ২৯টা দেশে ঢুক...
15/06/2025

শেংজেন ভিসা (মাল্টিপল এন্ট্রি) থাকলে কোন কোন দেশে ঢুকতে পারবেন?

শেংগেন ভিসা এমনিতেই অনেক মুল্যবান। এক ভিসায় ২৯টা দেশে ঢুকা যায়, ঘুরা যায়। আমাদের অনেকের দুই নাম্বারির কারনে ভিসাটা বেশ কঠিন করে দিয়েছে, দিলেও আজকাল শর্ট টাইমের জন্যে দেয়। কিন্ত ভিসার বেশ পাওয়ার আছে। শেংজেন থাকলে ২৯টা দেশ ছাড়াও আরো অনেক দেশে পাড়ি দেওয়া যায়! উল্লেখ্য - মাল্টিপল এন্ট্রি হওয়া মাস্ট আর অধিকাংশ কেইসে আগে একবার ভিসাটা নিয়ে শেংজেন ঢুকাও জরুরি।

Albania
Andorra
Bosnia and Herzegovina
Cyprus
Georgia
Gibraltar
Kosovo
Monaco
Montenegro
North Macedonia
Serbia
Turkiye (e-visa )
Vatican City

Bahrain (on arrival)
Jordan (e-visa)
Qatar (e-visa)
Saudi Arabia (e-visa)
Egypt (on arrival)
Morocco (e-visa)
Sao Tome and Principe

Mexico
Costa Rica
Panama
Nicaragua (on arrival)

Antigua and Barbuda
Cuba (needs to have tourist card)
Dominican Republic

Address

Mymensingh
Dhaka
1212

Telephone

+8801814392040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunny Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunny Life:

Share

Category