রূদ্ধ জনকণ্ঠ

রূদ্ধ জনকণ্ঠ আমরা জনতার কথা বলি, আপনাদের অপ্রকাশিত লেখা, ছবি কিংবা ভিডিও আমাদের পাঠান। সত্য প্রচারে আমরা আছি জনতার পাশে।

টো*কাই আর মেধাবীর মধ্যে পার্থক্য এখানেই!🇧🇩
03/08/2025

টো*কাই আর মেধাবীর মধ্যে পার্থক্য এখানেই!🇧🇩

বিএনপির বর্তমান রাজনীতি!এনসিপির পাটোয়ারী মাঝেমধ্যে শক্তিশালী রাজনৈতিক উস্কানী বা কাউন্টার বক্তব্য দেন। যা বাংলাদেশের রাজ...
29/07/2025

বিএনপির বর্তমান রাজনীতি!

এনসিপির পাটোয়ারী মাঝেমধ্যে শক্তিশালী রাজনৈতিক উস্কানী বা কাউন্টার বক্তব্য দেন। যা বাংলাদেশের রাজনৈতিক মাঠে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক বিএনপির শিলং ফেরৎ সালাহউদ্দিন আহমেদ ও ফাঁসির কাষ্ঠ ফেরত বাবর নিয়ে দুটি বক্তব্য দিয়েছেন। একটি ব্যক্তি সালাহউদ্দিনকে উদ্দেশ্য করে। আরেকটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আতঙ্ক লুৎফর জমান বাবরকে জড়িয়ে যে বিষয়ের সাথে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জড়িত।

কিন্তু আপনি লক্ষ্য করবেন ব্যক্তি সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে বিএনপি দলীয়ভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, বাবর ইস্যুতে চুপ। বলতে গেলে কোন প্রতিক্রিয়ায় দেখায়নি।

এর দুটি অর্থ হতে পারে:-

১. এই অস্ত্র চালানের দায় বিএনপি নিরবে স্বীকার করলো।

২. এর সাথে ভারতের স্বার্থ জড়িত। ঐ ঘটনায় সংশ্লিষ্টতার কারণে বাবরকে বিএনপি আর সামনে আনতে চাচ্ছেনা। ভারত নাখোশ হবে বলে! আপনি লক্ষ্য করলে দেখবেন বাবরও হাইলাইটে নাই😜

বিএনপি গত ২০ বছরে মাথায় সেট করেছে শুধু ভোটব্যাংক থাকলে হয়না। ক্ষমতায় যাওয়া থাকার জন্য ভারতের সাপোর্ট লাগে। এই সাপোর্টের প্রয়োজনে আপাতত ভারতকে কাছে রাখতে হবে। বাবরদের দূরে রেখে।

ক্ষমতায় যাওয়ার পর কি বিএনপি বাবরদের আর কাজে লাগাতে পারবে? এভাবে কি ভারতের শূণ্যতা "লীগের" জায়গা রিপ্লেস সম্ভব??

তা সময়েই বলে দেবে!

কিন্তু!
বিএনিপির রাজনৈতিক শক্তি ও ভিত্তি: "বাংলাদেশী জাতীয়তাবাদ" যার মূল বক্তব্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা। এর বাইরের বিএনপি ঠিকবেনা। আমেরিকা, চীন, ভারত কেউই এর বাইরে গিয়ে বিএনপিকে বাঁচাতে পারবেনা।

25/07/2025
21/07/2025

এসব দুর্ঘটনা না রে ভাই।

এসব ভাগ্য বা নিয়তিও না।

ভাগ্য বা দুর্ঘটনাই যদি হত এসব, কোনদিন কোন মন্ত্রী বা মন্ত্রীর পোলাপান মরে না কেন?

যদি ভাগ্যই হবে, তাহলে সচিবালয়ে একটা বিমান পড়ে ১০ টা সচিব মরে না কেন?

বা বাহিনীর অফিসাররা এত নিরাপদ থাকে কেন?

আমাদের খোদা সব বিপদ আমাদের উপর দিয়ে মন্ত্রীপাড়া, সচিবালয় আর ক্যান্টনমেন্ট সেইফ রাখে, তাই বলতে চাচ্ছেন?

নোপ।

ওদের সেইফ রাখা হয়।

আমাদের মেরে ফেলা হয়।

আল্লাহর দেয়া বিপদ হলে বিপদ সবখানেই আসত।

যেমন ভূমিকম্প।

ভূমিকম্প আল্লাহ দেয়। সচিবালয়ও কাপে, আমার আপনার বাসাও কাপে।

এগুলো দুর্ঘটনা, দুর্যোগ বা নিয়তি।

বাট আজ যা হলো, এসব হইতেসে খুন।

সারা বাংলাদেশ খারাপ না।

দেশের মধ্যে আরও দেশ আছে।

যেমন মন্ত্রীপাড়া, সচিবালয়, ক্যান্টনমেন্ট।

এরা রাজা। এদের জীবনের দাম অনেক বেশি।

আমরা প্রজা।

সারাদিন খাটি। ট্যাক্স দিই।রেমিট্যান্স দিই।

সেই টাকাতে ওরা ওদের জায়গাকে স্বর্গ বানায়।

আমাদের রেখে দেয় জাহান্নামে।

আমাদের ছেলে মেয়েরা টিফিন খাওয়ার আগে মরে যায়।

ওরা শোক করে। প্রচুর সমবেদনাা জানায়।

তারপর আমাদের জাহান্নামে রেখে ওরা ওদের স্বর্গে ফেরত যায়।

লুটপাট চলতে থাকে।

বিমান কেনার টাকা মেরে ভাঙারি কেনে। হাজার কোটি মাইরা দেয়।

ওরাও জানে এই বিমান একদিন পড়ে যাবে।

তাই নিয়ম করা আছে, বিমান ওদের মাথার উপর উড়ানো যাবে না।

তবে আমাদের মাথার উপরে উড়ানো যাবে।

আমাদের সন্তান মরবে।

এভাবেই ওদের জান্নাত ঠিক রাখার জন্য আমাদের এই জাহান্নামে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এভাবেই ৫৬ বছর চলছে।

হয়তো এই জাহান্নামেই আমাদের পরের ৫৬ বছরও কাটবে।

21/07/2025

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতে কার কি লাভ হবে?

কতটুকু ক্ষতি কমবে?

এসব রং ঢং বন্ধ করেন!

যে মুড়ির টিনের মত বিমানগুলো অন্যান্য দেশে আরও কয়েক দশক আগে পরিত্যক্ত করেছে, সেই মুড়ির টিনগুলো ডাস্টবিনে ফেলার ঘোষণা দিন।

জীবন নিয়ে খেলা বন্ধ করুন!

১৯৯০ সালের বিমান ২০১৩ সালে কিনল কিভাবে? আর জনবহুল এলাকায় এই ট্রেনিং হয় কিভাবে?  দেশ কি এভাবেই চলবে?
21/07/2025

১৯৯০ সালের বিমান ২০১৩ সালে কিনল কিভাবে? আর জনবহুল এলাকায় এই ট্রেনিং হয় কিভাবে?
দেশ কি এভাবেই চলবে?

21/07/2025

ইউনুস সরকার একবছরে উল্লেখ যোগ্য কিছুই করে নি। নারী সংস্কার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের মতো আকাম-কুকাম সব করেছে যা এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের স্বার্থ বিরোধী। এইসবের জবাব না দিয়ে এই সরকার বিদায় নিতে পারবে না😡

বাংলাদেশে এমন কি আছে??যারা জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশমূখী হলো? কোন দামি খনিজ? নাকি কোন গুপ্ত সম্পদ? যুক্তরাষ্ট্র তো এসব ...
20/07/2025

বাংলাদেশে এমন কি আছে??

যারা জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশমূখী হলো? কোন দামি খনিজ? নাকি কোন গুপ্ত সম্পদ? যুক্তরাষ্ট্র তো এসব ছাড়া পৃথিবীর কোথাও পা ফেলে না!

প্রথমে এলো "মানবাধিকার কমিশ"
এরপর এলো "গোপন বানিজ্যিক চুক্তি"
এবার এলো "যৌথ সামরিক মহড়া"

এরপর কি?

পৃথিবীর যেখানেই যুক্তরাষ্ট্রে এগুলো নিয়ে আসে সেখানে এগুলোর প্রয়োজনীয়তা ধরে রাখতে। এগুলো অনিবার্যতা প্রমাণে।

জঙ্গিবাদের চাষাবাদ শুরু করে!!!
রাজনৈতিক অস্থিরতা!!! বিচ্ছিন্নতাবাদ!!

কেউ এসে বলবে এখনো কি ইউনুস চাও? নাকি যেনতেন নির্বাচন??

এখনো বলি ইউনুস চাই!!!
যেনতেন নির্বাচন নয়!!!
যেনতেন নির্বাচনে নির্বাচিতরা এসব মোকাবিলা করতে পারবেনা। ইউনুস যেভাবে ম্যানেজ করতে পারবে।

হয়তো নিঃশর্ত জাতীয় ঐক্য! যার ভিত্তি হবে আগামী ১০ বছর জাতীয় সরকার। তাহলে নির্বাচন হোক দ্রুত থেকে দ্রুততর।

নিঃশর্ত জাতীয় ঐক্য না হলে ইউনুসই থাক। এসব ইউনুস ভালো হ্যান্ডেল করতে পারবে।

এই ব্যক্তি ভারত থেকে এসে দেশের মালিকের মতো আচরণ করছে কেন? এরে থামানো দরকার।
19/07/2025

এই ব্যক্তি ভারত থেকে এসে দেশের মালিকের মতো আচরণ করছে কেন? এরে থামানো দরকার।

17/07/2025

কৃষক দলে "কৃষক নাই।
যুব দলে"যুবক নাই।
ছাত্র দলে"ছাত্র নাই
রাজনীতি'তে নীতি নাই

16/07/2025

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চিরুনী অভিযান চালানো দরকার, সেখানে সকল আওয়ামী গডফাদারদের পাওয়া যেতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রূদ্ধ জনকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category