21/07/2025
এসব দুর্ঘটনা না রে ভাই।
এসব ভাগ্য বা নিয়তিও না।
ভাগ্য বা দুর্ঘটনাই যদি হত এসব, কোনদিন কোন মন্ত্রী বা মন্ত্রীর পোলাপান মরে না কেন?
যদি ভাগ্যই হবে, তাহলে সচিবালয়ে একটা বিমান পড়ে ১০ টা সচিব মরে না কেন?
বা বাহিনীর অফিসাররা এত নিরাপদ থাকে কেন?
আমাদের খোদা সব বিপদ আমাদের উপর দিয়ে মন্ত্রীপাড়া, সচিবালয় আর ক্যান্টনমেন্ট সেইফ রাখে, তাই বলতে চাচ্ছেন?
নোপ।
ওদের সেইফ রাখা হয়।
আমাদের মেরে ফেলা হয়।
আল্লাহর দেয়া বিপদ হলে বিপদ সবখানেই আসত।
যেমন ভূমিকম্প।
ভূমিকম্প আল্লাহ দেয়। সচিবালয়ও কাপে, আমার আপনার বাসাও কাপে।
এগুলো দুর্ঘটনা, দুর্যোগ বা নিয়তি।
বাট আজ যা হলো, এসব হইতেসে খুন।
সারা বাংলাদেশ খারাপ না।
দেশের মধ্যে আরও দেশ আছে।
যেমন মন্ত্রীপাড়া, সচিবালয়, ক্যান্টনমেন্ট।
এরা রাজা। এদের জীবনের দাম অনেক বেশি।
আমরা প্রজা।
সারাদিন খাটি। ট্যাক্স দিই।রেমিট্যান্স দিই।
সেই টাকাতে ওরা ওদের জায়গাকে স্বর্গ বানায়।
আমাদের রেখে দেয় জাহান্নামে।
আমাদের ছেলে মেয়েরা টিফিন খাওয়ার আগে মরে যায়।
ওরা শোক করে। প্রচুর সমবেদনাা জানায়।
তারপর আমাদের জাহান্নামে রেখে ওরা ওদের স্বর্গে ফেরত যায়।
লুটপাট চলতে থাকে।
বিমান কেনার টাকা মেরে ভাঙারি কেনে। হাজার কোটি মাইরা দেয়।
ওরাও জানে এই বিমান একদিন পড়ে যাবে।
তাই নিয়ম করা আছে, বিমান ওদের মাথার উপর উড়ানো যাবে না।
তবে আমাদের মাথার উপরে উড়ানো যাবে।
আমাদের সন্তান মরবে।
এভাবেই ওদের জান্নাত ঠিক রাখার জন্য আমাদের এই জাহান্নামে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এভাবেই ৫৬ বছর চলছে।
হয়তো এই জাহান্নামেই আমাদের পরের ৫৬ বছরও কাটবে।