মুসলিম- Ummah

মুসলিম- Ummah তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আ?

সব দোষ খালি টুপিওয়ালা হুজুরদের 🥀🥀
12/03/2025

সব দোষ খালি টুপিওয়ালা হুজুরদের 🥀🥀

mএটাই ছিলো আবু ত্বহা মোহাম্মদ আদনানের বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবাসিক হোটেলের কর্মচারীরা প্রচার করতেছে আবু ত্বহা ম...
11/03/2025

mএটাই ছিলো আবু ত্বহা মোহাম্মদ আদনানের বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবাসিক হোটেলের কর্মচারীরা প্রচার করতেছে আবু ত্বহা মোহাম্মদ আদনান বলেছে ধর্ষ ণের জন্য মেয়েরাই দায়ী।

05/03/2025

"হাদিসটা পড়ুন, খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহপাক যে কত মহান!

হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

  নিঃশর্ত মুক্তি চাই!হ্যাশট্যাগ দিয়ে আওয়াজ তুলুন!মুসলিম- UmmahUmmah Ahmadullah
04/03/2025

নিঃশর্ত মুক্তি চাই!
হ্যাশট্যাগ দিয়ে আওয়াজ তুলুন!
মুসলিম- UmmahUmmah Ahmadullah

৯২% মুসলমানের এই দেশে আমাদের জন্য এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে ! দু-চারজন শা*হ*বা*গী বিড়ি খাওয়ার অধিকার চেয়ে আজ...
03/03/2025

৯২% মুসলমানের এই দেশে আমাদের জন্য এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে ! দু-চারজন শা*হ*বা*গী বিড়ি খাওয়ার অধিকার চেয়ে আজ রাস্তায় নামলো। যেটার ২ঘন্টাও পেরোয়নি, বড় বড় চ্যানেলগুলা তাদের সমর্থন জানিয়ে নিউজ করে শুরু করলো।

এদিকে, ২ সপ্তাহের বেশি সময় ধরে প্রায় লক্ষাধিক 'ধর্মপ্রাণ মুসলিমরা' শা*তি*মের শাস্তি চেয়ে মানববন্ধন করে যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে কারোই কোনো ভ্রুক্ষেপ নেই।

দ্যান, হোয়াট দ্য রিয়্যাল ডেফিনিশন অব সংখ্যালঘু??

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহ।
28/02/2025

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহ।

ইনশাআল্লাহ আগামীকাল!
27/02/2025

ইনশাআল্লাহ আগামীকাল!

প্রকাশ্যে অস্ত্রের জোরে অন্যের নেসাব পরিমান সম্পদ শরয়ী কোনো কারণ ছাড়া ছিনিয়ে নেওয়াকে ফিকহের পরিভাষায় ‘ডাকাতি’ বলা হয়। ইস...
26/02/2025

প্রকাশ্যে অস্ত্রের জোরে অন্যের নেসাব পরিমান সম্পদ শরয়ী কোনো কারণ ছাড়া ছিনিয়ে নেওয়াকে ফিকহের পরিভাষায় ‘ডাকাতি’ বলা হয়।

ইসলামি দণ্ডবিধি অনুযায়ী ডাকাতের শাস্তি অপরাধ ভেদে ভিন্ন রকম হয়।

১। কেউ যদি ডাকাতি করার জন্য বের হয়, এবং কিছু করার পূর্বেই গ্রেফতার হয়, তাহলে মুনাসিব মত শাস্তি দিয়ে তাওবা করা পর্যন্ত তাকে গ্রেফতার করে রাখা হবে। তাওবা শুধু মৌখিক কথা বলার মাধ্যমে হবে না, অপরাধীর মাঝে তার কৃতকর্মের জন্য অনুতপ্তের এবং আর কখনো এই কাজ করবে না, এমন আলামত প্রকাশ হতে হবে। -আল-ইখতিয়ার ৬/১২৬, কিতাবুস সারিক্বাহ, ফাসলুন: ফি কতয়িত তারিক; ফাতাওয়ায়ে শামী ৪/১১৩

২৷ যদি অস্ত্রের জোরে শুধু অন্যের সম্পদ ছিনিয়ে নেয়, মালিককে হত্যা না করে, তাহলে এমন অপরাধীর ডান হাত ও বাম পা কেটে দেওয়া হবে।
৩। ডাকাতির সময় সম্পদ না নিয়ে সম্পদের মালিককে অথবা অন্য কাউকে খুন করে তাহলে এমন ডাকাতের শাস্তি হলো মৃত্যুদণ্ড৷ ভিক্টিম যদি ক্ষমাও করে দেয়, তাও এই শাস্তি মাফ হবে না। কারণ, এই শাস্তি হদ হিসেবে দেওয়া হবে, কিসাস হিসেবে নয়।
(وإن قتل) معصوما (ولم يأخذ) مالاً (قتل) وهذه حالة ثالثة (حدًّا) لا قصاصًا(ف) لذا (لا يعفوه ولي، ولا يشترط أن يكون) القتل (موجبا للقصاص) لوجوبه جزاء لمحاربته لله تعالى بمخالفة أمره.
৪। ডাকাতির সময় খুনের পাশাপাশি সম্পদও লুট করে তাহলে এই ধরনের ডাকাতের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিচারক কয়েক ধরনের শাস্তি দিতে পারেন।
ক. ডাকাতের হাত পা কেটে তাকে হত্যা করা হবে।
খ. হাত পা কেটে জীবিত শুলে চরানো হবে। অতপর বর্ষা দিয়ে পেটে আঘাত করে করে তাকে হত্যা করা হবে।
গ. শুধু হত্যা করা হবে।
ঘ. শুধু শুলিতে চরানো হবে।

হত্যার পর তিনদিন অপরাধীকে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হবে। অত:পর পরিবারের কাছে স্থানান্তরিত করা হবে যেনো দাফন কাফন করতে পারে৷
(و) الحالة الرابعة (إن قتل وأخذ) المال خير الإمام بين ستة أحوال: إن شاء (قطع) من خلاف (ثم قتل أو) قطع ثم (صلب) أو فعل الثلاثة (أو قتل) وصلب أو قتل فقط (وصلب فقط) كذا فصله الزيلعي ويصلب (حيًّا) في الأصح وكيفيته في الجوهرة (ويبعج) بطنه (برمح) تشهيرا له ويخضخضه به (حتى يموت ويترك ثلاثة أيام من موته) ، ثم يخلى بينه وبين أهله ليدفنوه و (لا أكثر منها) على الظاهر وعن الثاني يترك حتى يتقطع (وبعد إقامة الحد عليه لا يضمن ما فعل) من أخذ مال وقتل وجرح زيلعي...
বি.দ্র. ১, এই শাস্তি ডাকাতির ক

🥀🥀
16/02/2025

🥀🥀

জুম্মা মুবারক 🍽💕আলহামদুলিল্লাহ! আবারো পবিত্র জুম্মার দিন এসেছে । এই বরকতময় দিনে আমাদের সকল গুনাহ মাফের জন্য দোয়া করা উচি...
14/02/2025

জুম্মা মুবারক 🍽💕

আলহামদুলিল্লাহ! আবারো পবিত্র জুম্মার দিন এসেছে । এই বরকতময় দিনে আমাদের সকল গুনাহ মাফের জন্য দোয়া করা উচিত ।

🦋 হাদিস:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন—
"যে ব্যক্তি জুম্মার দিন গোসল করবে, পরিষ্কার-পরিচ্ছন্ন হবে, তেল ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে এবং মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনবে ও নামাজ আদায় করবে, তার এ জুম্মা ও পরবর্তী জুম্মার মধ্যবর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।" (সহিহ বুখারি)

🔔 আজকের করণীয়:
✅ বেশি বেশি দরুদ শরীফ পড়ুন ﷺ
✅ কুরআন তেলাওয়াত করুন
✅ দোয়া ও ইস্তেগফার করুন
✅ দান-সদকা করুন

❤️‍🔥 আল্লাহ আমাদের সবাইকে জুম্মার বরকত দান করুন, আমিন!

☄️ শেয়ার করে ছড়িয়ে দিন যেন অন্যরাও উপকৃত হয়!
মুসলিমুসলিম- Ummahমুসলিম- UmmahnMizanur Rahman AzhariaMizanur Rahman AzharirMizanur Rahman Azharif@topfansdAhmadullah

14/02/2025
14/02/2025

ভ্যালেন্টাইন মুসলমানদের সংস্কৃতি নয়! এটি ইসলামি আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমাদের উচিত পরহেজগারিতা অবলম্বন করা এবং বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকা।

আসুন, আমরা আল্লাহর দিকে ফিরে যাই, গুনাহ থেকে বেঁচে থাকি এবং শবে বরাতের বরকতময় রাতটিকে ইবাদতের মাধ্যমে কাটানোর তাওফিক লাভ করি।

اللهم اغفر لنا ذنوبنا ووفقنا لعبادتك في ليلة البراءة
(হে আল্লাহ! আমাদের গুনাহ মাফ করুন এবং শবে বরাতের ইবাদতের তাওফিক দান করুন)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসলিম- Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category