22/11/2025
❝7 মাত্রার ভূমিকম্প হলে পুরান ঢাকায় রেস্কিউ অপারেশন চালানো যাবে না❞
❝9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর লাশের স্তূপে পরিণত হবে❞
এই উক্তিগুলো অনেকের কাছে শুনে বাড়িয়ে বলা মনে হবে, অনেকের হাসিও পাবে। কারণ 5.5 magnitude এর একটা বড় কাঁপুনি কেবল সেদিনই আমরা এক্সপেরিয়েন্স করেছি, তাহলে এরচেয়ে মাত্র 1.5 magnitude বেশি, বা 3.5 magnitude বেশি হলে কি-ই বা হবে? আগের থেকে মাটি সামান্য একটু বেশি কাঁপবে হয়তো। একজন বিশেষজ্ঞ তাহলে কেন বললেন যে ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা লাশের স্তূপে পরিণত হবে?
তিনি ভুল বলেননি, ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় rescue operation চালানোও সম্ভব হবে না। কারণ Richter scale একটা লগারিদমিক স্কেল। বিজ্ঞানী Charles Richter ১৯৩০ সালে রিখ্টার স্কেল আবিষ্কার করেন সম্ভাবনার উপর ভিত্তি করে। ভূমিকম্প পুরোটাই statistics এর উপর নির্ভর করে। চার্লসের রিখ্টার স্কেলের পাঠ তাই সেই ক্ষুদ্র এবং বড় সম্ভাবনাগুলোর সমষ্ঠি।
রিখ্টার স্কেলে magnitude এবং amplitude এর সম্পর্ক হলো,
M=Log₁₀(A/Aₒ)
∴ A=Aₒ×10ᴹ
অর্থাৎ প্রতি 1 magnitude বৃদ্ধির জন্য amplitude (বিস্তার/প্রশস্ততা) এর বৃদ্ধি হবে 10 গুণ। উদাহরণ: 3 মাত্রার ভূমিকম্পের চেয়ে 4 মাত্রার ভূমিকম্প 10 গুণ বিস্তৃত হয়, আর 3 মাত্রার তুলনায় 5 মাত্রার amplitude 100 গুণ।
▲5.5 মাত্রার তুলনায় Amplitude difference
7 magnitude = প্রায় 32 গুণ বেশি amplitude
9 magnitude = প্রায় 3200 গুণ বেশি amplitude
[Ref: comments]
Take this next one with a grain of salt. Amplitude কেবল কাঁপুনি হিসেব করে। কিন্তু energy release বা শক্তির হিসেব অন্যরকম। শক্তির ক্ষেত্রে,
E∝A³⁄²
সেক্ষেত্রে, প্রতি 1 magnitude বৃদ্ধির জন্য Energy বা শক্তির বৃদ্ধি হবে 10³⁄² বা প্রায় 32 গুণ৷
▲ Energy difference
5.5 → 7.0 : প্রায় 178 গুণ বেশি শক্তি
5.5 → 9.0 : প্রায় 178,000 গুণ বেশি শক্তি
[Ref: comments]
Just think, সেদিনের ভূমিকম্পের 178,000 গুণ বেশি শক্তির একটা ভূমিকম্প। ঢাকা শহর কি টিকে থাকবে? পুরো ঢাকায় commercial ছাড়া একটা মাঠ নেই, দালানকোঠায় ঠাসা। মানুষ যাবে কোথায়? ৯ মাত্রার ভূমিকম্প হলে চের্নোবিলের মতো ঢাকাকে পরিত্যাক্ত শহর ঘোষণা করলেও অবাক হবো না, rescue mission অনেক দূরের কথা।
উপরের কোনো কথাই আমি কোনো পাঠ্যবই থেকে পড়ি নি। আমার আউট নলেজ থেকে, যতটুকু সম্ভব research করে এবং সকলের যেন বোধগম্য হয় সেভাবে বাংলায় আর সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। I'm not some kind of earthquake expert, I could make mistakes. But I felt that I should try to aware people and spread the work process of Richter scale to everyone. It is my responsibility, and the bare minimum I can do for my people, my motherland. May Allah (SWT) protect us all.
©️ Histographia