Arza's Dream palace

Arza's Dream palace My attitude depends on you.Very simple , honest , straight forward person.
(37)

আমার গাছের ভাইরাল মরিচ ❤️❤️
26/12/2025

আমার গাছের ভাইরাল মরিচ ❤️❤️

আমাদর বিখ্যাত কাজির ভাত  ❤️❤️
26/12/2025

আমাদর বিখ্যাত কাজির ভাত ❤️❤️

আজকে রান্নার একাশং ❤️❤️
25/12/2025

আজকে রান্নার একাশং ❤️❤️

ভালোবাসা সুন্দর পার্টনারের প্রতি পার্টনারের ভালোবাসা থাকবে সেটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু সে ভালবাসতে গিয়ে কখনো নিজেকে...
25/12/2025

ভালোবাসা সুন্দর পার্টনারের প্রতি পার্টনারের ভালোবাসা থাকবে সেটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু সে ভালবাসতে গিয়ে কখনো নিজেকে খুইয়ে দেওয়া ঠিক না ।এতে অপরপক্ষ সুযোগ পেয়ে যায়। ভালোবাসায় আমার কাছে মনে হয় সমতা দরকার হয়।
প্রতিনিয়ত আমি তোমাকে ভালোবেসে জীবন দিয়ে ফেলতে পারি কিছু থেকে কিছু হলেই একদম ল্যাটকে যাওয়া আমার কাছে খুব বিরক্তিকর লাগে আর একজন পার্টনার যখন আর একজন পার্টনারের দুর্বলতা টা খুজে পায় তখন আমার মনে হয় সে ভালোবাসাটাই ভালোবাসার চেয়ে অধিকারের আধিপত্যটা বেড়ে যায়।

আমি খুব ভালোবাসি সে বাসুক আর না বাসুক আমি আমারটা করে যাচ্ছি সে বুঝুক আর না বুঝুক তখন দিন শেষে এটা যখন মূল্যায়িত হয় না তখন সেই কষ্টটা নিয়ে তারা আক্ষেপ করে।

একদিন একজন আমাকে বলছে যে আমাদের বাসায় বুয়া আসে না আমার যার কাজ সে সে করে আসি দেখুন আমি কত সেক্রিফাইস করি।

তো সাথে আমি বললাম এটা স্যাক্রিফাইস না এটা কম্প্রমাইজ ।দুইজন মানুষ কমপ্রোমাইজ করলেই সেই সংসারটা সুখের হয় আর এটাকে স্যাক্রিফাইস বললে একচেটিয়া হয়ে যায়।

আসলে অনেক আগে একটা মুভিতে দেখেছিলাম নায়িকা বলেছিল আমার প্রার্থনাতে আমার চাওয়া উচিত ছিল ভালো একজন হাজবেন্ড।
সব বাবা কিন্তু ভালো হয়, কিন্তু সবাই ভালো হাজবেন্ড হয় না কিন্তু ভালো হাসবেন্ড কিন্তু অবশ্যই ভালো বাবা হওয়া ডিজার্ভ করে।

পতি, স্বামী, পত্নী বর বউ এসব ছাড়া আমার কাছে মনে হয় পার্টনার কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনার লাইফের একজন পার্ট হবে ।ছোটবেলা থেকেই মেয়েকে বোঝাই তুমি যত কিছুই কর যত স্টাবলিশ হও জীবনে প্রার্থনাতে সবসময় একজন ভালো পার্টনারও চাইবে। যে তোমার জীবনকে সুন্দর করে কাটাতে পাশে থাকবে।
একজন বয়স্ক মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কোন সাজেশন দিবেন তখন সে বলেছিল আমি বলব তোমরা তোমাদের প্রার্থনাতেও একজন ভালো পার্টনারও চাইবে, কারণ আমরা কখনোই কেউ একা জীবন কাটাতে পারব না ।
ভালোবাসাটা সুন্দর কিন্তু সেই সুন্দর ভালবাসাটাকে সুন্দর করে যাপন ও করতে হবে ।একটু ভুলভাল এ জীবনটা অন্যরকম হয়ে যেতে পারে।

25/12/2025

゚viralfbreelsfypシ゚viral £

এখন লিখতে গেলে একটু ভয় হয়ে থাকি যে আমি ভাবতাম যে আমার ছাইপাস লেখা কে পড়ে ।  এখন অনেকেই দেখি আমার চাইপাস পড়ে যাই হোক ভা...
24/12/2025

এখন লিখতে গেলে একটু ভয় হয়ে থাকি যে আমি ভাবতাম যে আমার ছাইপাস লেখা কে পড়ে । এখন অনেকেই দেখি আমার চাইপাস পড়ে যাই হোক ভালো লাগে যে না আমার লেখাগুলো মানুষ পড়ে কমেন্ট করুক আর না করুক।

আমার এক পরিচিত প্রায় এসে গল্প করত আমার মেয়ের জামাই আমার মেয়ের জন্য এই করেছে ওই করেছে একদিন গল্প শুনতে শুনতে মানে আমরা বলেই ফেললাম যে আপনার মেয়ের জামাই আপনার মেয়ের জন্য করবে এটাই তো খুব স্বাভাবিক বিষয় তাই না?

আর যে বর তার বউয়ের জন্য করবে না বা যে বউ তার বরকে কে ভালবাসবে না সম্মান করবে না সেটাই তো খারাপ তাই না।

আসলে সব সংসার তো একরকম না তাই না কোন সংসারে বরের স্যাক্রিফাইসর বউরা মূল্যায়ন করে না ,আবার অনেক সংসারে বউরা কষ্ট করে স্বামীরা সেটা মূল্যায়ন করে না কিন্তু উভয় পক্ষই স্যাক্রিফাইস করে কারণ তারা একে অপরকে ভালবাসে তাই তাদের ভালোবেসে সংসারটা টেনে নিয়ে যায় ।যারা টানতে পারে না তাদের সংসারটাই সুখের হয় না সেটা সেখানে থেমে যায়।

কিন্তু মাঝখানে বিপত্তি কোথায় হয় জানেন যখন কেউ এটা শেয়ার করে তখন আপনি ভালো-মন্দ কোন একটা পরামর্শ দিয়ে তাকে হেল্প করতে যাবেন তখন দেখবেন যে উলটা আপনি বিপদে পড়েছেন তাই অনেকদিন যাবত চেষ্টা করি কখনোই কারো কথা বেশি না শোনার বা কাউকে কোন ভালো বুদ্ধি পরামর্শ না দেওয়ার পূর্ব অভিজ্ঞতা থেকে শেখা।

একদা আমর একজন জুনিয়র ছোট ভাই ছিল তো তারা বউ প্রবলেম হলে তাদের মধ্যে প্রায় আমাকে শেয়ার করতো।

ছোট ভাইয়ের বউ আমাকে খুব ভালো জানতো একদিন তাকে তার হাজবেন্ড খুব মারে এবং আমার সেটা বলে এবং পিকচার দেয় এবং তার হাসবেন্ড অন্য মেয়েদের সাথে একটু কথাবার্তা বলে সেটা দেখেও সে মানে খুব অবাক হয়ে আমাকে সেগুলো শেয়ার করে স্ক্রিনশট দেয়।

বলে আপু তুমি কিছু এটা নিয়ে বলো বা লেখ তাহলে দেখবা যে লজ্জায় শুধরে যাবে তবে সত্যিই ওকে সাপোর্ট করলাম এবং ওর বরকে অনেক কিছু বলার পরে এসে দেখা গেল যে লজ্জায় আমাকে একদম আনফ্রেন্ড করে দিয়েই চলে গেল।

এবং আমার জানামতে এই মেটাকে তার হাসবেন্ড এতই মারত মাঝে মাঝে বাবা-মার সামনে মেরে সেন্সলেস করে ফেলত এবং অনেক টর্চার করত কিন্তু কিছুক্ষণ বাদে ওরা এমন এমন ছবি পোস্ট করতে এমন ভালোবাসা পোস্ট করতো যে আপনার মনে হবে যে আপনি মনে হয় এটা শুনে পাপ করেছেন বা আপনার সাথে শেয়ার করেছে সেটা শুনে কোন পরামর্শ দিয়ে আপনি মহা অপরাধ করে ফেলেছেন।

পরবর্তীতে ওর সাথে যখন আমার কথা হয় ও বলেছিল যে হাজবেন্ড ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হয়েছিলাম যে সবার ভালোবাসা পূর্ণতা পাক সবাই ভালো থাকুক কিন্তু আমি আর কখনো কাউকে সুপরামর্শ দিয়ে পাশে থাকা বন্ধ করে দিয়েছি আমি মানুষের প্রবলেম সুনতাম কিন্তু পরামর্শ দিতাম না।

কারণ ভালোবাসা এমন একটা জিনিস আপনার কথায় সে ভালবাসা কখনোই জোর কমবে না যদি সে ভালোবাসার জোর থাকে কিন্তু আমরা কি করি যখন এক পাক্ষিক কোন কথা শুনি তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দু একটা কথা বলতে গিয়ে প্রবলেম এর মধ্যেই পড়ে যায় ।তাই আমি মানুষের কথা শোনা কথা বলা কমিয়ে দিয়েছি অনেকটাই।

অনেকের সাথে মিশে আমি মানুষের কিছুটা সাইকোলজি এনালাইসিস করে বুঝতে পারলাম যে তারা আসলে ঝগড়ার সময়ে বা কষ্ট পেয়ে পার্টনারের ভালো-মন্দ বলে ফেলে যখন আমরা তাদেরকে সান্তনা দেওয়ার জন্য তাদের পার্টনারের ব্যাপারটাকে খারাপ বলি বা বলি যে ঠিক হয়নি বলি তখন তারা উল্টো কিন্তু কষ্ট পায়। এজন্য আসলে সব সময় তাদের কষ্টের কথাগুলো শুনে চুপ থাকাটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে।

সময় যত এগিয়ে আসে মনটা তত ভারাক্রান্ত হয়।
24/12/2025

সময় যত এগিয়ে আসে মনটা তত ভারাক্রান্ত হয়।

ইদানিং আবার সুস্মিতা সাহা কে নিয়ে অনেক ধরনের ভাইরাল ইস্যু তৈরি হচ্ছে এর মধ্যে সুস্মিতা সাহার একটা পোস্ট দেখলাম অনেক আবে...
23/12/2025

ইদানিং আবার সুস্মিতা সাহা কে নিয়ে অনেক ধরনের ভাইরাল ইস্যু তৈরি হচ্ছে এর মধ্যে সুস্মিতা সাহার একটা পোস্ট দেখলাম অনেক আবেগঘন একটা পোস্ট । যে দিনগুলোতে তার স্বামীর সাথে আনন্দে কাটানোর কথায় সেই সময় গুলোকে সেই দিনগুলোকে স্পয়েল করা হয়েছে।

হয়তো মেয়েটা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে বা কেউ তাকে ঘুরে দাঁড়াতে ড়াতে হেল্প করছে, সেটা নিয়ে অনেক কণ্টভারসি

আমার কথা হয়েছে যে যার মতো ভালো থাকতে চায় ভালো থাকতে পারে ।জীবন তো একটা জীবিত মানুষ মৃত মানুষের মত পড়ে থাকবে এটা তো আসলে শোভনীয় কিছু না।

আসলে আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে যখন কোন একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা ডায়মন্ড বের হয় তখন পরিবারের এক্সপেক্টেশন অনেক বেশি বেড়ে যায় এবং অন্য ভাই ও বোনেরা তাকে কুক্ষিগত করতে চায় তার সাফল্যে,আর মা তো তাকে আঁচলে বেঁধে রাখতে চায়।

ছেলে আবার বউর আবার ছেলের শ্বশুরবাড়ির হয়ে যায় কিনা !আর অন্য ছেলেরা তো তখন ফায়দা লোটে ,অন্য ছেলেরা বউ নিয়ে মজা মাস্তি করবে তাতে মায়ের কিছু আসে যায় না কিন্তু এস্টাবলিশ ছেলেটা এটা করতে পারবে না।

যতদিন এদেশের শাশুড়িদের স্বামীদের মেন্টালিটি চেঞ্জ না হবে কখনই কোন ঘরের বউ সুখী হতে পারবেনা।

ছবিতে শুধুমাত্র দেখছেন খুব সাধারন একটা দুধ মালাই ।এখন ইচ্ছে করলে আলহামদুলিল্লাহ প্রতিদিনই খেতে পারি এখন আর এটা সেই ছোটবে...
23/12/2025

ছবিতে শুধুমাত্র দেখছেন খুব সাধারন একটা দুধ মালাই ।এখন ইচ্ছে করলে আলহামদুলিল্লাহ প্রতিদিনই খেতে পারি এখন আর এটা সেই ছোটবেলার আবেগটা কেড়ে নেয় না।

ছোটবেলায় দুধমালাই খেতে হলে বিশেষ কোনো অকেশন লাগতো না হলে খুব ভালো রেজাল্ট করতে হতো।

মিষ্টির স্বাদটাও ছিল অন্যরকম। একদম ঘন জ্বাল করে গোলাপি কালার করা হতো দুধ আর মালাই যখন মুখে পড়তো মনে হত স্বর্গীয় স্বাদ।
এত দারুন লাগতো গুনে গুনে হয়তো ২০ পিস বা ২৫ পিস আনা হতো ।এই মিষ্টিটা খুব হিসেব করে আনা হতো এবং হিসেব করে খাওয়া হলেও মিনিমাম তিন-চারটা মেরে দিতাম একসাথে।

আর দুই বোন যখন ট্যালেন্টপুলি বৃদ্ধি পেয়েছিলাম এবং ভালো রেজাল্ট করতাম ম্যাক্সিমাম সময় তখনই মিষ্টি গুলো স্পেশাল কিছু গেস্টদের জন্য আর আমাদের দু'বোনের জন্য আনা হতো।

মনে হতো যে এই মিষ্টির স্বাদ এত অতুলনীয় ,মুখে লেগে থাকার মতো ওই যে অনেকদিন পরে খাওয়ার সুযোগ আসতো তাই হয়তো এরকম স্বাদ মনে হতো

কিন্তু এখন যখনই মিষ্টিটা খাই আসলেই বুঝি যে সে এটার চেয়ে কত কত সুস্বাদের ছিল ওটা।

আর এখন বাড়ি আসলেই আববু মিষ্টি কিনে আনে বা বরকে যখন তখন বলি সেও কিনে নিয়ে আসে কিন্তু সেই সময় খাওয়ার স্বাদ যে মুখে লেগে আছে সেটার সাথে তুলনা করা যায় না।

মেয়েকে নিয়ে আমাদের বাড়ির চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক তখন আমার ছোটবেলার কথা মনে হল।এই বাগানের মধ্যে দিতে যেতাম মিনিম...
23/12/2025

মেয়েকে নিয়ে আমাদের বাড়ির চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক তখন আমার ছোটবেলার কথা মনে হল।

এই বাগানের মধ্যে দিতে যেতাম মিনিমাম কও ফল কুড়িয়ে পাওয়া যেত। এগুলো ছিল ছোটখাটো ট্রেজারি।

অবাক লাগে মানে কত ধরনের ফল বাদাম কুড়িয়ে পাওয়া যেত এই পথে।এখনো পাওয়া যায় তবে তার আগের মত না।এই পথে হাঁটতে হাঁটতে মনে পড়ল নানু ধান উড়াতো।

জানালা দিয়ে দেখতাম নানু ধান উড়াতো, সেই উত্তরের বাতাস এখন আর নেই , কবে পরীক্ষা শেষ হবে ওই কাচা দিয়ে হাঁটবো ,ট্রেজারি কালেকশন করব, আজকে কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে পা ভিজে যাচ্ছিল সাথে সাথে চোখটাও।

আমার মনের জানালা খুলে আমি সেই সময়টাই পৌঁছে গেলাম মেয়েকে হাঁটতে হাঁটতে গল্প করছিলাম ।ওর পাও ছোট্ট দুটো পা ভে
ভিজে যাচ্ছিল।

সব বাবা মায়ের চায় তার সন্তানেরা মিলে থাকুক,ভালোবাসায় থাকুক ভালবাসায় বেঁধে রাখুক কিন্তু স্বার্থের কাছে সব সম্পর্ক গুলো একসময় ফিকে হয়ে যায়।

এখনো সম্পর্ক গুলো সেরকম নেই এখন আর ভালোবাসা সব স্মৃতি।

তারপরও মনের জানালায় সবকিছু এখনো রঙিন লাগে আসলে কল্পনাতেই সবকিছুই সুন্দর ,বাস্তবগুলো কল্পনায় ঢাকা পরে যায়।

ঠিক যেমন বেলা করে যাওয়ার পরেও সেই ভোর সকালে পড়ে থাকা শিউলি গুলো করিয়ে পাওয়ার আনন্দ।❤️❤️

শুভ সকাল
23/12/2025

শুভ সকাল

এই স্যুপটা রান্না করতে গিয়ে আমার ঠিক ২০১৬ সালের কথা মনে পড়ছে।। সবে মাস্টার্স  কমপ্লিট করে বাসায় আসলাম রমজান মাসে বিভি...
22/12/2025

এই স্যুপটা রান্না করতে গিয়ে আমার ঠিক ২০১৬ সালের কথা মনে পড়ছে।। সবে মাস্টার্স কমপ্লিট করে বাসায় আসলাম রমজান মাসে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতাম।

তখন একটা পেজ ছিল বেশ পপুলার একটা পেজ ছিল বিথীস কিচেন নামে মেবি ।

ওখানে বেশ কয়েকজন রাধুনী ছিলেন তারা রেসিপি দিতেন এবং অনেকেই তাদের রেসিপি ফলো করে রান্না করে শেয়ার করতেন।

তো আমারি ১৪-১৬ সালের দিকে রান্নার একটা ঝোপ মাথায় চেপেছিল যে আমি রান্না শিখব ।

কোন এক আন্টির বাসায় খেতে গিয়ে রেসিপি জানতে চেয়েছু,সে যখন রেসিপিটা বলেনি তখন থেকে আমার জিদ হয় আমি সব রেসিপি ট্রাই করবো এবং সব ধরনের রান্না জানার চেষ্টা করব।

ওই গ্রুপটা থেকে আমি অনেক ধরনের রান্নার রেসিপি শিখে সেগুলো ডায়রিতে লিখে রাখতাম তো একদিন সুপ রান্না করব আমার কাছে কর্নফ্লাওয়ার নাই আর কর্নফ্লাওয়ার জিনিসটা কি সেটাও আমি তখন জানি না ,তখন এর অর্লটানেট হিসেবে দেখলাম যে চালের গুড়া ব্যবহার করা যায়।

তো আমি চালের গুড়া দিয়ে স্যুপ টা করলাম রমজানের ইফতারিতে। এত বেশি পরিমানে দিয়ে ফেলেছিলাম যে স্যুপটা থকথকা হয়ে গিয়েছিল।

কেউ আসলে সেভাবে খেতে পারেনি আর নিজের উপরে আমার নিজের জন্য রাগ হচ্ছিল কি রেসিপি বানালাম।

যাইহোক আজকে অনেকদিন পরে মায়ের বাসায় ছোট বোন বলল যে স্যুপ রান্না কর ।

আর বাসায় স্যুপ রান্না করার কোন উপাদান ছিল না তো আমি চালের গুড়া ব্যবহার করে আজকে আবার সেই স্যুপ রান্না করলাম।

আজকে হয়তো পরিমাণটা ঠিক ছিল তাই স্যুপটা খেতে আলহামদুলিল্লাহ হয়েছিল ॥তারপরও সেদিন টার কথা আমার খুব মনে পড়ল জীবনে প্রথম কত কিছুই স্মৃতি মনে হয়ে থাকে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arza's Dream palace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share