26/07/2025
কথায় ভেঙেছে ঘোর, কথায় ভেঙেছে জাদু
ভেসেছে সব বৃষ্টিতে—
ঘর ভাঙার আফসোস হয়নি এখনও,
কারণ ব্যস্ত ছিলাম সৃষ্টিতে।
স্বপ্ন একে একে দুই,
দুই হতে কত দুই হলো যোগ;
ভোগের আগেই যত যোগ,
শেষে দেখি সবই বিয়োগ।
ভাবনাটাই বাড়ে—যায় দিন যত,
এখন আর বাড়ে না ব্যথা।
আকাশ ভিজলেও
আমার চোখ ভেজার সুযোগ কই?
মহাপুরুষ বলে কথা 🌿
— Sk Sagor