25/12/2023
আমি এই ছবিটা দিয়ে শুরু করছি ।এই শাড়ীটা Da purples এর ,,এরকম আরো ড্রেস da purples,forever tony ,national costume কেইপ আমেরিকা থেকে আমার বন্ধু দিয়েছে ,আনিকার নাচের ড্রেসটা পর্যন্ত আমার কথায় আমার স্টুডেন্ট দিয়েছে ।গাউন আমরা দিয়েছি আমাদের সাধ্য মত ।আনিকা আমাকে বলে কোন ডিজাইনার আছে তাকে নক দিয়েছে সে গাউন বানিয়ে দিবে ।আমি বললাম ভালো তো তাহলে নাও ।আমি খুশি হয়েছিলাম অনেক ।আমার মা মৃত্যু শয্যায় ছিলো তবুও আনিকা এর সাথে সাথে ঘুরে ড্রেস কালেক্ট করেছি ।আমি শোরুম গুলো সিসি ক্যামেরার ভিডিও কালেক্ট করে পোস্ট দিবো ।আর যত স্যুট করেছে সব স্পনসর আমি মালেয়াশিয়া থাকা অবস্থায় ফোন করে করে জোগার করে দিয়েছি ।আর অনন্যার সব ড্রেস ই আমরা দিয়েছিলাম ,সব ড্রেস মানে সব ড্রেস ,জাপান যাওয়ার পর সে আমাকে বলে ম্যাম মিস ফিলিপিনস আমাকে ড্রেস দিতে চায় ওইটা পরি গালাতে ?ওর এক্সাইটমেন্ট দেখে বললাম যা ভালো লাগে কর তাও খুসি থাকো ।অনন্যা যেহেতু কোন স্টেটমেন্ট দেয়নি তাই ওঁকে নিয়ে কিছু বলতে চাইনা ।আজকের পোস্ট মারিয়াকে নিয়ে ।
আমি মনে হয় বেশি সহজভাবে চিন্তা করি যার যোগ্য সবাই না ,,
মারিয়া এর টিকিট আমরা কেটেছি অনেক আগেই ,ইন্ভাইটেশনে যে শহর এর কথা ছিলো সেই শহর এর টিকেট কেটেছি ,মিস আর্থ কে পাঠাই টিকিট ,ওরা বলে ওঁকে ।তারপর মারিয়া যেদিন যায় হানয় ,মিস আর্থ জানায় শহর ভুল হয়েছে এবং তারা বারবার ছরি বলে ।মারিয়া পেনিক হতে থাকে বলে ওর কাছে ১০০ ডলার আছে টিকিট কেটে ফেলবে ,আমি না করলাম বললাম না কাটতে কারন তার হাতে টাকা না থাকলে সে বিপদে পরবে ,এজেন্সি বলে ১০০ ডলারে সে একা যেতে পারবে লাগেজ নিতে পারবে না ।এজেন্সী কে অনেক চাপ দেই যে টাকা পরে নিতে ,আনিকা আগে যাক ভালো ভাবে ,আনিকা আর এজেন্সি কে ট্যাগ করিয়ে দেই ।তারপর আরো অনেক কথা আছে ,মরাল অফ দা স্টোরি হচ্ছে টাকাটাও মনে হয় আমার দিতে হবে ।
বাকিটা আনিকার বক্তব্য শুনে আমি অবাক ,সবচেয়ে আসল কথা হলো যেটা কষ্টদায়ক হচ্ছে দিমা,মোনা আপু না থাকলে সে যেতে পারতো না ভিয়েতনাম ওইদিন বললো,আমরা ভাবলাম যে এপ্রিশিয়েট করছে কিন্তু সেই লাইভকে নিয়ে নেগেটিভ পোস্ট হচ্ছে ,সেখানে আনিকা গিয়ে কমেন্ট করছে কিন্তু ক্লেয়ার করছে না ,তাই আমারাই ক্লেয়ার করি ,,
তাহলে আমরা ডা রিয়েল ডিভাস অনুষ্টান করতে ,ফ্রানচাইজ নিতে তিনটা প্যাজন্ট এর জন্য এত সময় ,টাকা খরচ করলাম তা দিয়ে কি করলাম । এইজন্য কেউ এই দেশে প্যাজন্ট করতে চায়না ।যে টাকা দিয়ে প্যাজেন্ট করেছি আমি একটা ড্রেস ব্রান্ড খুলে দুইটা করে প্যাজেন্ট কুইনদের স্পসর করলে হয়তো তাদের মন ক্রেডিট দুইটাই পেতাম ।বিশ্বাস করেন ড্রেস ব্রান্ড খুলতেও এত টাকা খরচ হয়না ।
অনেক প্যাজেন্ট আছে যেগুলোতে ক্যানডিডেট নিজে ড্রেস কিনে দেশেই গালা এটেন্ড করে ।আমি ড্রেস নিয়ে সবসময় সিরিয়াস কিন্তু ক্যানডিডেটদের সিদ্ধান্ত নিতে দিয়েছিলাম তাই এই অবস্থা ।আমাদের যা ছিলো তাই পরতো মিনিমাম এত কষ্ট পেতে হতো না ।
মিস আর্থ বাংলাদেশ ২০২৩ ,Anika Bushra Mariya এর লাইভ এর জন্য আমাদের দুর্নাম হচ্ছে ,সে নেগেটিভ পোস্ট এ গিয়ে কমেন্ট করছে কিন্তু কথা ক্লেয়ার করছে না ,তাই আমরা চিন্তা করবো সে আমাদের ক্রাউন স্যাস কেরি করবে কিনা ফারদার ,কারন তার কারনেই এমন নেগেটিভিটি আসছে ,তার সার্থপরতা আমাদের কাপিয়ে দিয়েছে ,সে আজ ক্রাউন হোল্ডার যে ওরাগানাইজেশন এর জন্য সেই ওরগানাইজেশন জন্য রেস্পেক্ট নেই দেশকে কি রেসপেক্ট করবে …as per agreement with her we can get back her crown and sash ..