7 Minutes Bank Job Preparation

7 Minutes Bank Job Preparation Bank Preli + Written + Viva Preparation

সন্ধি স্পেশাল নোট
17/12/2024

সন্ধি স্পেশাল নোট

03/12/2024

💥💥সাধারণ বিজ্ঞান MCQ (উত্তরসহ)

সূর্যের সবচেয়ে বড় অংশের নাম কী?

ক) কোর
খ) ফটোস্ফিয়ার
গ) ক্রোমোস্ফিয়ার
ঘ) করোনা
উত্তর: ক) কোর
মানবদেহে রক্তের অভ্যন্তরে অক্সিজেন বহন করে কোন উপাদানটি?

ক) প্লাজমা
খ) হিমোগ্লোবিন
গ) শ্বেত রক্তকণিকা
ঘ) লোহিত রক্তকণিকা
উত্তর: খ) হিমোগ্লোবিন
ডাইনামাইটের প্রধান উপাদান কী?

ক) সালফার
খ) নাইট্রোগ্লিসারিন
গ) ফসফরাস
ঘ) পটাসিয়াম ক্লোরেট
উত্তর: খ) নাইট্রোগ্লিসারিন
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

ক) শনি
খ) বৃহস্পতি
গ) মঙ্গল
ঘ) পৃথিবী
উত্তর: খ) বৃহস্পতি
মানুষের দেহে মোট কতটি হাড় রয়েছে?

ক) ২০৬
খ) ২১৬
গ) ২১২
ঘ) ১৯৬
উত্তর: ক) ২০৬
ডিএনএ আবিষ্কার করেন কে?

ক) নিউটন
খ) ওয়াটসন এবং ক্রিক
গ) মেন্ডেল
ঘ) ডালটন
উত্তর: খ) ওয়াটসন এবং ক্রিক
সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী কোনটি?

ক) চিতা
খ) বাজপাখি
গ) ডলফিন
ঘ) ঘোড়া
উত্তর: খ) বাজপাখি
প্লাস্টিক কী ধরনের পদার্থ?

ক) প্রাকৃতিক
খ) জৈব
গ) কৃত্রিম
ঘ) রাসায়নিক
উত্তর: গ) কৃত্রিম
কোন গ্যাস বাতাসে সর্বাধিক থাকে?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) আর্গন
উত্তর: খ) নাইট্রোজেন
জলীয় বাষ্প থেকে বৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

ক) বাষ্পীভবন
খ) সঞ্চিতি
গ) ঘনীভবন
ঘ) সংশ্লেষণ
উত্তর: গ) ঘনীভবন

03/12/2024

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: গণিত প্রস্তুতির কার্যকর কৌশল

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের জন্য গণিতে প্রস্তুতি স্বল্প সময়ের মধ্যে সম্ভব। সঠিক কৌশল এবং পরিকল্পনা মেনে পড়াশোনা করলে প্রশ্ন যেকোনো প্রতিষ্ঠান যেমন AUST, IBA বা BUET থেকেই আসুক না কেন, ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

সাম্প্রতিক পরীক্ষাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ প্রশ্নের সংখ্যা বা ভাষা পরিবর্তন করা হলেও মূলত ধারণাগত (Conceptual) মিল থাকে। আপনি যদি এই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে করতে পারেন, তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিশ্চিত। তবে লক্ষ্য রাখবেন, এই প্রস্তুতির উদ্দেশ্য NASA-তে চাকরি পাওয়া নয়, বরং বাংলাদেশ ব্যাংকের MCQ এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

গণিত প্রস্তুতির সঠিক পদ্ধতি:

১. সাম্প্রতিক প্রশ্ন বিশ্লেষণ করুন:

বাংলাদেশ ব্যাংক অফিসার, সহকারী পরিচালক, এবং কম্বাইন্ড ব্যাংকের সাম্প্রতিক প্রশ্নপত্র (২৫ সেট) সংগ্রহ করুন এবং সেগুলো সমাধান করুন।

২. প্রশ্ন সমাধানে সময় বেঁধে অনুশীলন করুন:

• প্রতিটি প্রশ্নপত্র নির্ধারিত সময়ে (৩০-৪০ মিনিট) সমাধান করার অভ্যাস গড়ে তুলুন।
• বাসায় এই দক্ষতা অর্জন করতে না পারলে পরীক্ষার হলে ভালো করা কঠিন হবে।

৩. অনুশীলনের পুনরাবৃত্তি:

• ২৫ সেট প্রশ্নের উপর অন্তত ১০ বার পরীক্ষা দিন।
• সমাধানের সময় যদি কিছু বুঝতে না পারেন, হতাশ না হয়ে সমাধান দেখে শিখুন।

৪. প্রাথমিক জ্ঞান থেকে উন্নত ধারণা:

যদি আপনার গণিতের প্রস্তুতি দুর্বল হয়, তবে Kaplan GMAT/GRE Math Workbook ব্যবহার করুন।
• বইটি ধাপে ধাপে সহজ থেকে উন্নত পর্যায়ে গণিত শেখার জন্য আদর্শ।
• সহজ ইংরেজি ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যা আত্মবিশ্বাস তৈরি করে।
• ১৫-২০ দিনের মধ্যে বইটি শেষ করা সম্ভব।

কোথায় ফোকাস করবেন?

গুরুত্বপূর্ণ অধ্যায়:

1. Arithmetic (লাভ-ক্ষতি, গড়, অনুপাত-সমানুপাত, শতকরা হার)
2. Algebra (বীজগণিত)
3. Geometry (ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত)
4. Set Theory
5. Probability
6. Permutation & Combination
7. Logarithm
8. Trigonometry

অতিরিক্ত বইয়ের প্রয়োজন নেই:

• শুধুমাত্র নির্দিষ্ট অধ্যায়গুলো থেকে প্রয়োজনীয় সংখ্যক ম্যাথ চর্চা করুন।
• অপ্রয়োজনীয় চ্যাপ্টারে সময় নষ্ট না করে মূল বিষয়ে মনোযোগ দিন।

ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ:

মানবিক বা ব্যবসায় শিক্ষা পটভূমির শিক্ষার্থীদের সাধারণত গণিতে জ্ঞান কম থাকে, বিশেষ করে জ্যামিতি। তাদের জন্য:
• প্রাথমিক স্তর থেকে শুরু করুন।
• Kaplan বইয়ের পাশাপাশি সহজলভ্য মাধ্যম থেকে গণিত চর্চা করুন।

উপসংহার:

যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুতির মূল চাবিকাঠি হলো ধারাবাহিক অনুশীলন এবং বুদ্ধিদীপ্ত পড়াশোনা। বাংলাদেশ ব্যাংকের গণিত পরীক্ষার জন্য আপনার লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট সময়ে প্রশ্ন সমাধান এবং বারবার অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করা। এই কৌশলগুলো অনুসরণ করলে MCQ এবং লিখিত পরীক্ষায় সফলতা নিশ্চিত হবে।

47th BCS বিসিএস এর সিলেবাস ❤️BCS প্রিপারেশন নিতে চাইলে আজই পেইজে ফলো দিন নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন।
30/11/2024

47th BCS
বিসিএস এর সিলেবাস ❤️
BCS প্রিপারেশন নিতে চাইলে আজই পেইজে ফলো দিন নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন।

একজন স্বপ্নবান শিক্ষা উদ্যোক্তা, কুমিল্লার ছেলে, 10 minute স্কুলের প্রতিষ্ঠাতা,  মোটিভেশনাল স্পিকার,  অন্যদিকে একজন জনপ্...
13/09/2023

একজন স্বপ্নবান শিক্ষা উদ্যোক্তা, কুমিল্লার ছেলে, 10 minute স্কুলের প্রতিষ্ঠাতা, মোটিভেশনাল স্পিকার, অন্যদিকে একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষক, অক্সফোর্ড পড়ুয়া, চট্টগ্রামের মেয়ে ; দুই সেলিব্রিটির যাপিত জীবনের পরিণয়ের শুভকামনা ❤️💐❤️.। "২৩ সেপ্টেম্বর, ২০২৩."


https://www.prothomalo.com/chakri/chakri-suggestion/gp6cgg7syf
26/08/2023

https://www.prothomalo.com/chakri/chakri-suggestion/gp6cgg7syf

বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে সাময়িক সুপারিশ করা হয়। সরক....

ফরিদপুর মেডিকেল কলেজের সামনে দাড়িয়ে আছি রিকসার জন্য।  হঠাৎ এক বৃদ্ধ রিকসাওয়ালা আসলেন। মাথায় পাকা চুল, বয়স ৬০+ হবে তার চো...
26/08/2023

ফরিদপুর মেডিকেল কলেজের সামনে দাড়িয়ে আছি রিকসার জন্য। হঠাৎ এক বৃদ্ধ রিকসাওয়ালা আসলেন। মাথায় পাকা চুল, বয়স ৬০+ হবে তার চোখেমুখে ক্লান্তি আর খুবই অসহায়ত্বের ছাপ। আমি বললাম,

- কাকা, রাজবাড়ী রাস্তার মোড়ে যাবেন?

- হ্যাঁ, যাবো।

- কত দিতে হবে?

- ৪০ টাকা দিয়েন বাবা। (ভাড়া ৪০-৫০ টাকা)

আমি একটু কঠিন হয়ে বললাম,

- কাকা ৩০ টাকা দিবো, যাবেন? গেলে চলেন না গেলে যান।

কাকা কিছুক্ষণ ভেবে বললেন আচ্ছা বাবা আসেন। আমি চেপে বসলাম রিকসায়। একটুও বুঝতে বাকি রইলো না যে তার আজকে খুব একটা ভাড়া হয়নি। নাহলে ৪০-৫০ টাকার ভাড়া কেউ ৩০ এ নেয়? আধুনিকতার এই যুগে কাকার প্যাডেল রিকসা চলতে লাগলো। কাকার শার্টের ছেঁড়া দাগ আর ময়লা জীর্নশীর্ন শরীর দেখেই বোঝা যাচ্ছিল সে হত দরিদ্র। তীর্ব রৌদের মাঝে তার শরীর বেয়ে টপ টপ করে ঘাম পড়ছিলো। আমি জিজ্ঞেস করলাম,

- কাকার বাসা কোথায়? ফরিদপুরেই?

- না বাবা, কানাইপুর।

- এতদূর থেকে আসেন রোজ?

- হ্যাঁ বাবা।

- রিকসা কি নিজের নাকি কাকা? এই আধুনিক যুগে প্যাডেল রিকশা চালাচ্ছেন, কষ্ট হয়না?

- না বাবা, ভাড়ায় চালাই। অটোরিকশা নিলে বেশি ভাড়া দিতে হয়। প্যাডেল নিলে দিনে ১২০ টাকা দিলেই হয়, অটোরিকশাতে ৩০০ টাকা দিতে হয় এজন্য প্যাডেলই নেই।

- তাও কাকা এই বয়সে প্যাডেল চালানো। কষ্ট তো হয় অনেক। দিনে কত টাকা ইনকাম হয়?

- তা একটু হয়৷ কিন্তু কয়ডা পয়সা বেশি পাওয়া যায় এজন্য প্যাডেলই চালায়। এই সব দিয়ে সারাদিনে হাতে ৩০০-৪০০ থাকে।

- কি বলেন কাকা, এইটুকু টাকা দিয়ে কি সংসার চলে? বাসায় কে কে আছে?

- কি করবো বাবা, জমিজমা নাই, বাড়িতে ২ টা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলেটা দেখে না৷ বউ নিয়ে আলাদা থাকে। বর্তমানে যে অবস্থা জিনিসপাতির দামের, তাতে টেনেটুনে চলে আরকি৷ একদিন অসুস্থ থাকলে পরেরদিন খাবার জোটে না।

কাকার কথার মাঝে একধরনের কষ্ট লুকিয়ে ছিলো। আমি থমকে গেলাম৷ ততক্ষণে স্টান্ডে পৌছে গেছি। কাকা গরমে ঘেমে নেয়ে গেছে। আর আমি আরামে চড়ে আসলাম। মানিব্যাগ থেকে বড় নোটটা বের করে কাকার দিকে এগিয়ে দিতেই তার চোখমুখ শক্ত হয়ে আসলো। বললো,

- বাবা এত টাকা তো সারাদিনের কামাইও না, ভাংতি দিবো কেমনে?

- আমি বললাম তাও তো কথা। এক কাজ করেন ওখান থেকে ২ গ্লাস আখের রস আনেন ভাংতি দিবে।

রসটা এনে ভাংতি টাকা সমেত আমার কাছে দিতে যাবে তখন বললাম

- কাকা রস আপনি খান, এই দুটোই আপনার। আমি গেলাম।

কাকা ততক্ষণে কিছুই বুঝে উঠতে পারেনি। সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম,

- কাকা, এই রসও আপনার আর টাকাও আপনার। আজকে বাড়ি চলে যান। রৌদ অনেক। আরেকটা নোট বাড়িয়ে দিয়ে বললাম এইটা দিয়ে একটা নতুন শার্ট কিনে নিয়েন। আজকে বাড়িতে ভালো কিছু বাজার নিয়ে যাইয়েন।

কাকা বললো,

- না না বাবা এত টাকা কেন? এত টাকা তো আমি ৩-৪ দিনেও কামাই করি না। ভাড়া তো মাত্র ৩০ টাকা, এত টাকা আমি নিবো কেমনে! না না বাবা আপনি ৩০ টাকাই দেন।

কাকার হাত থরথর করে কাঁপছিলো। আমি তার হাতখানা শক্ত করে ধরে বললাম আমার জন্য দোয়া করবেন। আর নতুন শার্ট কিনে নিয়েন কিন্তু। তাই বলে একটা হাসি দিয়ে হাটা শুরু করলাম৷ খানিকটা সামনে গিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলাম কাকার চোখে পানি এবং সে তখনও সেখানেই দাড়িয়ে আমার প্রস্থান দেখছে।

নোটঃ বর্তমান দেশের যা অবস্থা, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি, ইনকাম কমে যাওয়া সহ নানান সমস্যায় নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে আছে। আপনি বা আমি নিজেও আছি। কিন্তু আমি আপনি যেকোনো ভাবে চালিয়ে নিতে পারি। কিন্তু ওনারা তা পারেন না৷ সব সময় চেষ্টা করবেন এরকম কাউকে দেখলে কিছু পয়সা বাড়িয়ে দিতে।

কপি পোস্ট

রবীন্দ্রনাথ ঠাকুর যদি শেকৃবিতে পড়ে সোনার তরী কবিতা লিখতেন..... গগনে গরজে মেঘ, ঘন বরষা।শেকৃবিতে পরীক্ষার  নাহি ভরসা।সিটি ...
23/08/2023

রবীন্দ্রনাথ ঠাকুর যদি শেকৃবিতে পড়ে সোনার তরী কবিতা লিখতেন.....

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
শেকৃবিতে পরীক্ষার নাহি ভরসা।
সিটি কুইজ ভারা ভারা
তাহার উপর ল্যাবের প্যারা
ভাইভাতে ভুল ধরা
হয় সহসা
অপমানে চোখের কোণে নামে বরষা।

একখানি ছোটো ব্রেইন, আমি একেলা,
সহস্র পাতার শীট করিছে খেলা।
শত শত চিত্র আঁকা
বৈজ্ঞানিক নাম মধুমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
না খেয়ে পরীক্ষাতে দিতে আমি ছুটি একেলা।

কত কিছু পড়িয়াছি মনে না পড়ে,
প্রশ্ন দেখিয়া মোর চোখে জল ঝরে
হাই সিজি লিখে যায়,
কোনো দিকে নাহি চায়,
আমি শুধু নিরুপায়
সাহিত্য লিখে যাই খাতার পরে–
চোখের পলকে সময়, ফুরায় আহারে।
উঠে নাই, উঠে নাই– আমার সে সিজি
তবুও শেকৃবি মোরে রেখেছে বিজি।
এরই মাঝে কত স্মৃতি ক্যাম্পাস ঘিরে
শত অভিযোগেও আপন করে
তাহার হৃদয় মাঝে দিয়াছে যে ঠাই
এমন সোনার তরী আর কোথা নাই।

©Seum Ahmed

৩৬টি চাকরি পরীক্ষায় ফেল করা পিংকি বিসিএস ক্যাডারপিংকি রানী মজুমদার ৪১তম বিসিএসে (বন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার...
23/08/2023

৩৬টি চাকরি পরীক্ষায় ফেল করা পিংকি বিসিএস ক্যাডার

পিংকি রানী মজুমদার ৪১তম বিসিএসে (বন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার বাবা দুলাল চন্দ্র মজুমদার, যিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। মা মমতা রানী মজুমদার একজন গৃহিণী।


পিংকি রানী মজুমদার বিভিন্ন চাকরির প্রিলি পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন কিন্তু কোনো প্রিলিই পাশ করতে পারছিলেন না। একটি নয় দুটি নয় একের পর এক ৩৬টি চাকরির পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু হার মেনে নেননি, দমেও যাননি। তার কাছে NO মানে Next Opportunity।

তার চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে অবশ্যই পারবেন, অবশ্যই সফল হবেন। অবশেষে ৩৭ নম্বর চাকরির পরীক্ষায় প্রথমবারের মতো প্রিলি পাশ করেন। এরপর থেকে মোটামুটি সব প্রিলি পরীক্ষায় পাশ করতে থাকেন। তারই ধারাবাহিকতায় ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পাশ করেন। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে। ৩৮তম বিসিএসে নন-ক্যাডার তালিকায় জায়গা পান। কিন্তু দু:খ তখনো রয়ে গিয়েছিল কারণ ক্যাডার হতে পারেননি।

চেষ্টা অব্যাহত থাকে, ৪১তম বিসিএস শেষ বিসিএস। অবশেষে ৪১তম বিসিএসে বন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হোন। হ্যাঁ, ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পিংকি রানী মজুমদারের গল্প বলছি।

তিনি ২০১৬ সালে জুলাই মাসে মাস্টার্স শেষ করেন। যেহেতু ডিপার্টমেন্টে পজিশন ছিলেন তাই ভেবেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। সেজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে ভাইভা দিয়েছিলেন কিন্তু চাকরি হয়নি। বুঝতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আরও কিছু যোগ্যতা লাগে।

তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার চিন্তা বাদ দিয়ে সিদ্ধান্ত নিলেন বিসিএস ক্যাডার হবেন। ৩৮তম বিসিএসে লক্ষ্য স্থির করে পড়াশোনা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের চাকরির প্রত্যাশা থাকার কারণে চাকরির প্রস্তুতি কিছুই ছিল না। কিভাবে শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না। কাছের এক বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করেন।

পিংকি রানী মজুমদার বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ৪১তম বিসিএসে বন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি তার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আমার এ সাফল্যে আমার বাবা-মা অনেক খুশি হয়েছেন এতেই আমি অনেক আনন্দিত। বাবা-মায়ের সুখই আমার সুখ। তাদের মুখে হাসি ফুটাতে পারাই আমার সফলতা। প্রথমে বলতে চাই বিসিএস একটি ধৈর্যের পরীক্ষা। প্রতি বিসিএসে ক্যাডার হয় প্রায় দুই হাজারের মতো, বাকিরা ক্যাডার হয় না। তাই শুধু বিসিএসকে লক্ষ্য করে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। বিকল্প পথ রাখতে হবে।

তিনি বলেন, আমি চাকরির প্রস্তুতির পাশাপাশি বিকল্প হিসেবে কুমিল্লা ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করি। যাতে করে চাকরি না হলেও আমি অ্যাডভোকেটশিপ নিতে পারি। সেই সঙ্গে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে। দুই দিন পড়ে দুই দিন পড়বে না- এমনটা করা যাবে না। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সবশেষে তিনি বলেন, আমি মনে করি দিন শেষে বিসিএস একটি চাকরি মাত্র, জীবনের ছোট্ট একটি অংশ, এটা সম্পূর্ণ জীবন না। তাই যতটা বিনয়ী, কৃতজ্ঞতাবোধ এবং Down to Earth থাকব ততই শান্তি পাব বলে বিশ্বাস করি।

Address

Dhaka

Telephone

+8801729712588

Website

Alerts

Be the first to know and let us send you an email when 7 Minutes Bank Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category