কারিগর প্রকাশন

কারিগর প্রকাশন "রচি শব্দ গড়ি আগামী"

01/03/2025
ছোট্টমণিদের জন্য শেখ ফাহমিদা নাজনীন পিয়ার নতুন উপহার। কুরআনের সূরাগুলোর কাব্যিক অনুবাদের মাধ্যমে কুরআনকে সহজেই বুঝতে শিখ...
14/02/2025

ছোট্টমণিদের জন্য শেখ ফাহমিদা নাজনীন পিয়ার নতুন উপহার। কুরআনের সূরাগুলোর কাব্যিক অনুবাদের মাধ্যমে কুরআনকে সহজেই বুঝতে শিখবে আপনার ছোট্ট সন্তানটি।

দেরি না করে আজই অর্ডার করুন।

জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পাওয়া। বিভীষিকাময় দিনগুলো পেরিয়ে অদম্য ইচ্ছা, দৃঢ় আত্মবিশ্বাস ও আল্লাহর সাহা...
14/02/2025

জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পাওয়া। বিভীষিকাময় দিনগুলো পেরিয়ে অদম্য ইচ্ছা, দৃঢ় আত্মবিশ্বাস ও আল্লাহর সাহায্যের উপর ভর করেই এসেছে বিজয়। রচিত হয়েছে নতুন ইতিহাস। সুলেখিকা ফাহমিদা নাজনীন পিয়া কাব্যিক অভিব্যক্তির মাধ্যমে সেই মূহুর্তগুলোর চিত্রায়ন করেছেন।

চমৎকার সাহসের সেই গল্পগুলো জানতে আপনার কপিটি আজই অর্ডার করুন।

আলহামদুলিল্লাহ, কারিগর প্রকাশনের ব্যানারে প্রথমবারের মতো বই প্রকাশ করলেন সুলেখিকা মুহতারামা নুরুন্নিসা সিদ্দিকা। ঝরঝরে শ...
14/02/2025

আলহামদুলিল্লাহ, কারিগর প্রকাশনের ব্যানারে প্রথমবারের মতো বই প্রকাশ করলেন সুলেখিকা মুহতারামা নুরুন্নিসা সিদ্দিকা।
ঝরঝরে শব্দের গাঁথুনি ও প্রাণবন্ত ভাষার বইটি পাঠকের চিন্তার দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ।

*বই পরিচিতি:*
আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করতে পারছি তা নির্ভর করে আমাদের বিশ্বাসের উপর। আল্লাহতে বিশ্বাসী মন ও এর ভিত্তিতে গড়ে ওটা জীবন ব্যক্তির দৃষ্টিকে করে প্রশস্থ ও বিবেককে করে জাগ্রত।
এমন দৃষ্টি ও জাগ্রত বিবেকই আমাদেরকে দুনিয়ায় সঠিক পথে টিকে থেকে মহান প্রভুর সন্তুষ্টি অর্জনে সহায়তা করতে পারে।
কিন্তু আমাদের চারপাশের উপকরণ যেমন: শিল্প, সাহিত্য, সংস্কৃতি মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি তৈরীতে সহায়ক ভূমিকা না রেখে বরঞ্চ মানুষকে করছে দিকভ্রান্ত।
এমনই এক সময়ে লেখিকা নূরুন্নিসা সিদ্দিকার- *'জীবনের বাঁকে বাঁকে'* গদ্য সাহিত্যটি মানুষের সঠিক জীবন দর্শন তৈরীতে রাখবে বলিষ্ঠ ভূমিকা।
বইটিতে রয়েছে অনুপ্রেরনায় ভরপুর কিছু সাহসী মানুষের জীবন গাথা, সমাজ গঠনে নারীর ভূমিকা বিষয়ক ভাবনা, দেশ-সমাজ-রাজনীতি নিয়ে কিছু কথা। বইটি হতে পারে পাঠকের আদর্শ জীবন গঠনের পথিকৃৎ ।

আলহামদুলিল্লাহ, কারিগর প্রকাশন থেকে বের হলো লেখিকা শামসুন্নাহার নিজামীর নতুন বই!!প্রযুক্তির কল্যাণে জগৎ-সংসারটা ছোট্ট গন...
14/02/2025

আলহামদুলিল্লাহ, কারিগর প্রকাশন থেকে বের হলো লেখিকা শামসুন্নাহার নিজামীর নতুন বই!!

প্রযুক্তির কল্যাণে জগৎ-সংসারটা ছোট্ট গন্ডির মধ্যে চলে এসেছে। হাতের নাগালেই সবকিছু। ব্যক্তিগত অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, যে কোনো সুসংবাদ, হঠাৎ ঝড়ে লুটিয়ে পড়া কোনো সাজানো পরিবার, শিক্ষা, রাজনীতি, সমাজ-সংগঠন, উন্নয়ন সবকিছুর ব্যাপারেই একটা ফ্রেমে আমরা চাইলেই সবচেয়ে দ্রুতগতিতে জানতে পারি, বুঝতে পারি। ভুল করার আগেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নিতে পারি। চারপাশের জগৎটার সাথে আমাদের সংশ্লিষ্টতা বেড়েছে অনেক অনেক বেশি। তবে অন্যদিকে এ কারণেই আমাদের নিজের আপন বলয়ে বেড়েছে ব্যস্ততা, পরিশ্রম ও মানসিক দ্বন্দ্ব। গঠনমূলক পরিকল্পনা ও সুচিন্তা তৈরি করার মতো এক খন্ড অবসরের সেখানে বড়ই অভাব। ফলে পরিবার, শিক্ষাঙ্গন, পেশাগত জীবন, সামাজিক অন্যান্য সেক্টরের সাথে তাল মেলাতে গিয়ে ছন্দপতন ঘটছে অনেক ক্ষেত্রেই। একদিক সামলাতে পারলেও অন্যদিকে শূন্য।

জীবনসংগ্রামের আমরা যে যেখানে, যেভাবে আছি সেখান থেকেই নিজেকে ভেঙে গড়ে তোলার চমৎকার পাথেয় হিসেবে কাজ করবে বইটি। হতে পারে এটিই আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে!!

কুরআন হাদীসের আলোকে বর্তমানের চ্যালেঞ্জিং সময়ে ভারসাম্যপূর্ণ জীবন গঠনে লেখিকা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

দেরি না করে তাই আজই অর্ডার করে ফেলুন আপনার সংখ্যাটি।

https://www.facebook.com/share/p/18a47Rpn6M/

আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশে স্বাধীনতার মুক্ত বাতাসে আত্মগঠনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের ভিত তৈরী করতে রুটি...
14/02/2025

আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশে স্বাধীনতার মুক্ত বাতাসে আত্মগঠনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের ভিত তৈরী করতে রুটিন মাফিক পরিশুদ্ধ জীবন-যাপন জরুরী। সেজন্য চাই উত্তম পরিকল্পনা, সঠিক সময়, উপকরণ ও গাইডলাইন। পরিশুদ্ধির সর্বোত্তম সময় পবিত্র রমযান উপলক্ষ্যে কারিগর প্রকাশন নতুন শ্লোগানে আপনার জন্য পরিকল্পনা ও রুটিন মাফিক জীবন-যাপনে অভ্যস্থ হতে প্রকাশ করলো *রোযাদারের দিনলিপি'২৫*

🔸এবারের শ্লোগান-
"সিয়াম সাধনায় শুদ্ধ মনন
কুরআনের আয়নায় জীবন গঠন"

*রমযান পরিকল্পনার গাইডলাইন হিসেবে রোযাদারের দিনলিপি'র ব্যতিক্রমী বৈশিষ্ট্য*
🔸রমযান ক্যালেন্ডার
🔸 এক নজরে রোযাদারের কর্মসূচী
🔸 দশক ভিত্তিক অর্জনীয় আমলের নোট
🔸 কুরআনে বর্ণিত নবীদের দোয়া
🔸 যাকাত আদায়ের পদ্ধতিসহ যাকাত ক্যালকুলেটর
🔸 যিকির, মাগফিরাত ও নাজাতের দোয়াসহ রমাদানের প্রতিটি ক্ষণকে আমলে পরিপূর্ণ করার যাবতীয় রসদ ও গাইডলাইন
🔸সিয়ামের যাবতীয় মাসয়ালা
🔸 পালন করা সহজ ও সাবলীল
🔸আকর্ষণীয় ডিজাইন ও কালারফুল প্রচ্ছদ- অঙ্গসজ্জা

ফুরিয়ে যাবার আগে আপনার নিজের সংখ্যাটি আজই অর্ডার করুন।

★ মূল্য-১২০৳ মাত্র
সাদাকায়ে জারিয়া হিসেবে ১৫% কমিশনে দেয়া হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে। ঢাকায় ডেলিভারি চার্জ-৬০৳

★অর্ডারের জন্য ফোন করুন-
01936-305673
অথবা
01317281298

ভারসাম্যপূর্ণ জীবনের নির্ভর করে মানুষের বিশ্বাস বা দর্শনের উপর।মুমিন জীবনের সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে আমাদের সামনে একট...
07/02/2025

ভারসাম্যপূর্ণ জীবনের নির্ভর করে মানুষের বিশ্বাস বা দর্শনের উপর।

মুমিন জীবনের সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে আমাদের সামনে একটা মডেল হিসেবে রয়েছে রাসুল (স.) এর জীবন ও কর্ম। কুরআনের ভাষায়-
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أَسْوَةٌ حَسَنَةٌ
"রাসুল (স.) জীবনেই তোমাদের জন্যে উত্তম আদর্শ রয়েছে।" (সূরা আল আহযাব: ২১)
আর রাসূল (স.) এর জীবন কুরআনেরই বাস্তব রূপ।

"জীবন ভাবনা" বইটিতে কুরআন ও সুন্নাহর আলোকে ভারসাম্যপূর্ণ জীবন যাপন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। একজন পাঠক এই বইটিতে নিজের জীবনের উদ্দেশ্য ও কর্মের পরিধি সম্পর্কে জানতে পারবে কুরআন ও সুন্নাহর মানদন্ডে, সেই সাথে খুঁজে পাবে ভারসাম্যপূর্ণ জীবন গঠনে চিন্তার খোরাক।

আলহামদুলিল্লাহ কারিগর প্রকাশন থেকে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখিকা শামসুন্নাহার নিজামীর নতুন বই "জীবন ভাবনা: পথচলায় ভারসাম্য ও চ্যালেঞ্জ মোকাবিলা" বের হয়েছে।

আপনার কপিটি আজই অর্ডার করুন। প্রথম ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়!!

লাইক, কমেন্ট ও শেয়ার করে বইটি প্রচারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিন। ছোট্ট এই পদক্ষেপটি হতে পারে সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

আপনার কপি সংগ্রহের জন্য যোগাযোগ করুন

০১৯৩৬৩০৫৬৭৩

সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
12/03/2024

সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

Address

Dhaka
1219

Telephone

+8801936305673

Website

Alerts

Be the first to know and let us send you an email when কারিগর প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কারিগর প্রকাশন:

Share

Category