Renasa News

Renasa News নতুনত্ব ও আধুনিকতার প্রতীক

27/07/2025

রাজধানীর আফত নগরে রফিকুল নামের এক ব্যবসায়ীর জমি দখলের নেওয়ার চেষ্টা করছে বাড্ডার কতিপয় মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসীরা ।

ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে সান্তো ডোম...
09/04/2025

ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে সান্তো ডোমিঙ্গোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড়ও আছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, অন্তত ১৫৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার সময় জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতরে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। ওই অবস্থায়ই ছাদ ধসে পড়ে সেখানের। ক্লাবটি সান্তো ডোমিঙ্গো শহরের একটি জনপ্রিয় স্থান। ছাদ ধসে পড়ার পর সেখানে একটি কনসার্ট চলছিলো। যারা এখনো নিখোঁজ আছেন, তাদের উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।

এই ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রিয়জনদের খোঁজে তৎপর হন। উদ্ধারে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা অংশগ্রহণ করছে। যদিও নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়েছে, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ড্রোন থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝখানে একটি গর্ত তৈরি হয়েছে, যেখানে বেশিরভাগ লোক উপস্থিত ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, এক সময় ব্যান্ডের পরিবেশন চলাকালীন ক্লাবের পেছনে কিছু একটি পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে ছাদের লাইটগুলো ধসে পড়ে, এবং মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও চিৎকার শোনা যায়। কিছু সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

01/10/2024

রাজধানীর গুলশানে ভুক্তভোগী শামরুন নাহার‌ পরিবারের সংবাদ সম্মেলন।

12/09/2024

রাজধানীর যাত্রাবাড়িতে কোন ক্ষমতাসীল দল বা ব্যক্তিরা লুটপাট ও চাঁদাবাজি সাথে জড়িত??

19/04/2024

বাড্ডার আলোচিত পাভেল হত্যার সাথে আমার কোন সম্পর্ক নেই: মোঃ খায়রুল আলম,,

19/04/2024

সাভারে এক পরিবহন শ্রমিকের অন্ডকোষে লাথি পর মারধরর অভিযোগ উঠেছে সাভার হাইওয়ে পুলিশের বিরুদ্ধে।

সালটা ১৯৫৫ সাল 🙂ইতালির বিখ্যাত গায়িকা 'জুলিয়া মার্কিন' শহরের একটি চত্তরে দারিয়ে তার নিজের শরীর থেকে ব্রা খুলে বলেন!! এটা...
17/01/2024

সালটা ১৯৫৫ সাল 🙂
ইতালির বিখ্যাত গায়িকা 'জুলিয়া মার্কিন' শহরের একটি চত্তরে দারিয়ে তার নিজের শরীর থেকে ব্রা খুলে বলেন!!
এটা বিক্রি করতে চাই কে কতো দিবেন? উপস্থিত জনগণ মরিয়া হয়ে ওঠে এবং ব্রাটির দাম ৩০০০ হাজার ডলার পর্যন্ত মূল্য নির্ধারণ হয়! 🙂
তিনি অট্ট হাসি দিয়ে বলেন, তোমারা অত্যন্ত বোকা, যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না জেনেও এটা ৩০০০ হাজার ডালার দিয়ে কিনতে মরিয়া হয়ে উঠেছো? 😅
অথচ, কোনো দরিদ্র, ক্ষুধার্ত, অভুক্ত মানুষ সামান্য খাবার চাইলে তাকে ১ ডলার ও দিতে চাইবে না 🌚
অতঃপর সে বলেছিলো তোমাদের মন মানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত 🌚
©

17/01/2024

১২ বছর যাবত ঘুরছি পেনশন ভাতার জন্য!!
পেনশন ভাতা চাইলেই মার্ডারের ভয় দেখায়।

17/01/2024

🔴 সরাসরি লাইভ সম্প্রচার জাতীয় প্রেসক্লাব থেকে।

11/01/2024

এখানে দোষ টা কার শিক্ষার নাকি সিস্টেমের??

11/01/2024

পুরোপুরি ভিডিওটা দেখে যান😎

02/01/2024

স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী....

Address

Dhaka

Telephone

+8801974446200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Renasa News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share