07/08/2025
প্রবাসীর কান্না
*
সন্ধ্যার আকাশটা কেমন যেন আজ বেশিই লাল। সূর্যটা ডুবছে, আর তার শেষ আলোটুকুও যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। ঠিক যেমন আমার মনটা। এই ফ্ল্যাটের চার দেয়ালে বসে আমার জীবনটা কেমন যেন একটা খাঁচায় বন্দী পাখির মতো। পাখির মতো ডানা আছে, কিন্তু উড়বার স্বাধীনতা নেই।
সেই কবেকার কথা, যখন তুমি আর আমি একই সাথে পথ চলতাম, হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। তোমার মুখের হাসি, তোমার খুনসুটি আর রাগ—সবকিছুই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। সেগুলোকে বাস্তব রূপ দিতেই আমার এই দেশ ছাড়া। কত রাত জেগে কাজ করেছি, কত কষ্ট করেছি, শুধু তোমাকে ভালো রাখার জন্য। আমার মনে ছিল একটাই আশা, একদিন আমার এই কষ্টগুলো তোমাকে সুখ দেবে।
প্রতিদিন যখন ফোনের রিংটোন বেজে উঠত, আমি অস্থির হয়ে উঠতাম। তোমার কণ্ঠের জন্য আমার মনটা উন্মুখ হয়ে থাকত। তোমার "কেমন আছো?"—এই দুটি শব্দে আমার দিনের সব ক্লান্তি দূর হয়ে যেত। তোমার ভালোবাসা ভরা কথাগুলো আমার জীবনের একমাত্র সঙ্গী ছিল।
কিন্তু সেই কণ্ঠটা এখন আর নেই। হঠাৎ করেই সব নীরব হয়ে গেল। ফোনটা বন্ধ, নম্বরটা অচল। সেই ফোন আর কখনো খুলল না। আমার বুকটা ফেটে যায় যখন ভাবি, কেন এমন হলো? কী দোষ ছিল আমার? এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা, এত স্বপ্ন—সব কি মিথ্যা ছিল?
আজও যখন রাত হয়, আমার চোখের সামনে ভেসে ওঠে তোমার সেই মুখটা। সেই হাসিমাখা মুখটা এখন আমার কাছে একটা ধাঁধার মতো মনে হয়। আমি জানি না তুমি এখন কেমন আছো, কোথায় আছো। শুধু জানি, আমার কষ্টগুলো আজও আমার বুকে চাপা পড়ে আছে। এই শহরে হাজারো মানুষের ভিড়ে আমি একা। আমার পাশে আজ কেউ নেই, শুধু আমার অতীত আর কিছু স্মৃতি।
তুমি হয়তো ভালো আছো। কিন্তু আমি আজও তোমার অপেক্ষায়। আজও আমি সেই পুরোনো দিনে ফিরে যেতে চাই, যখন তুমি আর আমি পাশাপাশি ছিলাম, যখন আমার কষ্টগুলো ছিল তোমার হাসির আড়ালে ঢাকা। কিন্তু এখন, আমার সবটুকু কষ্ট শুধু আমারই। আর এই কষ্টের কোনও শেষ নেই। এই কষ্টের নাম প্রবাসীর কান্না।