03/11/2025
আমার জীবনের বই পড়ার ২টি অধ্যায়।
যখন স্কুল, কলেজ এবং ভার্সিটিতে ছিলাম তখন সাহিত্যের বই পড়তাম।
আমার পড়ার টেবিলেই ভার্সিটির বইগুলোর পাশে স্তূপ করে বিভিন্ন ফিকশন বইগুলো থাকতো।
এখন ভাবতেও অবাক লাগে, ৭ নাম্বার লোকাল বাসে বসেও সুনীল বা নজরুলের বই পড়তে পড়তে ভার্সিটি যেতাম।
জবে ঢুকার পর, হাতে গোনা কয়েকটি ফিকশন পড়তে পেরেছি।
তবে, বেশীরভাগ পড়া হয়েছে বেস্ট সেলিং বিজনেস বুক বা সেলফ হেল্প বইগুলো।
আমার ১১ বছরের কর্পোরেট ক্যারিয়ারে যা শিখেছি তাঁর বেশীর ভাগ এসেছে এই সেলফ হেল্প বইগুলো থেকে ।
প্রতিটি মানুষের শেখার প্রসেস আলাদ।
কেউ বই পড়ে শেখেন।
কেউ ভিডিও দেখে শিখতে পছন্দ করেন।
কেউবা শেখেন অডিও শুনে ।
কেউবা আবার বই না পড়ে মানুষকে পড়েন,
অডিও না শুনে মানুষের কথা শুনেন,
ভিডিও না দেখে মানুষের এক্টিভিটি দেখেন, এবং এভাবেই তাঁরা শেখেন।
আমার ক্ষেত্রে বই পড়ে এবং ভিডিও দেখে শেখা বেশি কাজ করে।
অনেক দিন ধরেই মনে হচ্ছিল, যে বিষয়গুলো আমি শিখেছি, বা যে বইগুলো আমাকে সাহায্য করেছে, সেই লার্নিংগুলো অন্যদের সাথে শেয়ার করবো।
এর ফলশ্রুতিতে কিছু বইয়ের রিভিউ করেছিলাম Nur Rahman চ্যানেল এ।
তবে সে বুক রিভিউ বা ডিসকাশনগুলো নিয়মিত ছিলনা।
এবার সেই অধারাবাহিক কাজটিকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভেতরে ফেলে নতুন একটি কাজে হাত দিতে যাচ্ছি।
আর তা হল, শুধু মাত্র বইয়ের উপর ভিত্তি করে একটি নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ শুরু করছি।
নাম " Next Level Books"
মানে, যে বইগুলো যেকোন মানুষকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে শুধু মাত্র সেই বইগুলো নিয়েই এই চ্যানেলে কথা হবে।
জানি, এই ভিডিওগুলো অনেক বেশি ভিউ হবে না। কিন্তু যারাই দেখবেন, অনেক উপকৃত হবেন, সেই আশা থেকেই ভিডিওগুলো বানাবো ইনশাআল্লাহ।
আপনি কোন বইগুলো নিয়ে আলোচনা শুনতে চান এবং কেন এই বইটি বেছে নিলেন, তা কমেন্টে জানাতে পারেন।
যদি আমার পড়া থাকে তাহলে দ্রুত ভিডিও আসবে।
আর যদি না পড়া থাকে তাহলে আমার রিডিং লিস্টে উঠিয়ে নেব এবং ভবিষ্যতে রিভিউ করবো ইনশা আল্লাহ।
*Pic for Attention.