
27/06/2025
লার্নিং ৫ঃ সিনিয়রদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন
Inside Out Podcast 38: ক্ষমতা থাকলে প্রতিটি স্টুডেন্টকে পডকাস্টটি দেখাতাম! |
গেস্টঃ Abdur Rakib, COO- Programming Hero ,
Host: Nur Rahman
৫. সিনিয়রদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন:
সিনিয়রদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায়। তারা কীভাবে চাকরি পেয়েছেন, তাদের সিভি কেমন ছিল, তারা কীভাবে প্রস্তুতি নিয়েছেন— এসব বিষয়ে জানতে এবং শিখতে চেষ্টা করুন। অনেক সিনিয়র চাকরির জন্য রেফারেন্স দেন। অনেকে আবার নিজের প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেন।
( বিঃ দ্রঃ বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের ক্যারিয়ার এবং চাকরির বাজারে এক নতুন যুগের সূচনা করছে। বাংলাদেশসহ সারা বিশ্বে অনেকেই চিন্তিত যে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি এআই-এর সাথে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নতুন স্কিল অর্জন করতে হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই Programming Hero-এর জনপ্রিয় মেন্টর রাকিব ভাইয়ের সাথে একটি পডকাস্ট করেছিলাম এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় উপরে তুলে ধরা হয়েছে)