অরণ্য কাব্য

অরণ্য কাব্য পৃথিবী ও তার প্রকৃতি দেখায় নিজেকে বিলিয়ে দেয়ার মত অবসর পাবার চাতকীভাব সর্বক্ষণ

**আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, ত...
06/06/2025

**আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।
COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

#করোনাভাইরাস

'বাতাসে বারুদগন্ধ ...'এই, আমাকে নিয়ে কবিতাটা কবে লিখবে?আহা একটু চুপ করো না।আগে বলো আমাকে নিয়ে কবিতাটা কবে লিখবে, তারপর চ...
08/04/2025

'বাতাসে বারুদগন্ধ ...'

এই, আমাকে নিয়ে কবিতাটা কবে লিখবে?

আহা একটু চুপ করো না।

আগে বলো আমাকে নিয়ে কবিতাটা কবে লিখবে, তারপর চুপ করব।

স্বাধীনতা এখনো আসে নি, তাকে নিয়ে কবিতা লিখতে বসেছ। আমি তো এসেছি। আমি এতক্ষণ তোমার পাশে শুয়ে আছি, তুমি একবার আমার দিকে তাকাও নি। স্বাধীনতা চোখে দেখা যায় না। আমাকে চোখে দেখা যায়।

কলিমউল্লাহ স্ত্রীর দিকে তাকাল। মাসুমার গায়ে গাঢ় সবুজ রঙের শাড়ি।
মাসুমাকে সুন্দর লাগছে। গাঢ় রঙ ফর্সা মেয়েদের খুব মানায়।

মাসুমা বলল, তুমি আগে বলেছিলে দেশ স্বাধীন হবে না। এখন তো হচ্ছে। হচ্ছে না?

কলিমউল্লাহ জবাব দিল না। মাসুমা প্রায় ফিসফিস করে বলল, তুমি রাগ না করলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
জিজ্ঞেস করো।

না আগে বলো, রাগ করবে না। আমার গায়ে হাত দিয়ে বলো রাগ করবে না।

কলিমউল্লাহ স্ত্রীর গায়ে হাত দিয়ে বলল, রাগ করব না।তুমি তো পাকিস্তানিদের পক্ষে অনেক কাজটাজ করেছ। এখন তুমি বিপদে পড়বে না?

না। আমি হচ্ছি গিরগিটি।

তার মানে কী?

গিরগিটি গায়ের রঙ বদলাতে পারে। আমিও পারি। মানুষকে বেঁচে থাকতে হলে গিরগিটি হতে হয়। তাহলে একটা গল্প শোনো। ডারউইন সাহেবের গল্প।

সারভাইবেল নিয়ে story ।

মাসুমা মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে। গল্প তার মাথায় ঢুকছে না। মানুষটার বক্তৃতার ভঙ্গিটা দেখতে ভালো লাগছে। মাসুমা মনে মনে জপ করতে লাগল, 'আমি তোমাকে ভালোবাসি।' 'আমি তোমাকে ভালোবাসি।' সে ঠিক করেছে মানুষটা যতক্ষণ বক্তৃতা দেবে ততক্ষণ সে মনে মনে বলবে, 'আমি তোমাকে ভালোবাসি'। শুধু যে মনে মনে বলবে তা না। কতবার বলা হলো তার হিসাবও রাখবে।

কলিমউল্লাহ বক্তৃতা শেষ করে বলল, আঙুলে কী গুনছিলে?
মাসুমা লজ্জিত গলায় বলল, কিছু না।
আমার যুক্তি তোমার পছন্দ হয়েছে? যে সমাজের জন্যে যে ফিট সে টিকে থাকবে। যে আনফিট সে ঝরে যাবে। বলো পছন্দ হয়েছে না?
তুমি যা বলো তা-ই আমার পছন্দ হয়।
তাহলে এখন একটা কাজ করো তো-কাঁচি নিয়ে এসো।
কাঁচি দিয়ে কী করবে?
তোমার সবুজ শাড়িটা কেটে বাংলাদেশের পতাকা বানাব। দেশ যেদিন স্বাধীন হবে সেদিনই পতাকা উড়াব। লাল রঙের কাপড় আছে? তোমার লাল শাড়ি আছে না?
আছে।

স্বামী-স্ত্রী দরজা বন্ধ করে বাংলাদেশের পতাকা বানাচ্ছে। মাসুমা খুবই মজা পাচ্ছে।

পৃষ্ঠা: ৪৯৮-৪৯৯
জোছনা ও জননীর গল্প - হূমায়ুন আহমেদ

#মুক্তিযুদ্ধ #জয়বাংলা #গিরগিটি #বাংলাদেশ #পতাকা #ইতিহাস #হূমায়ুনআহমেদ #রাজাকার

 #ফিমাহত্যারবিচারচাই.  মুন্সি আব্দুর রউফ কলেজ এর এইচএসসি-২৪ ব্যাচ এর শিক্ষার্থী তাহিয়া তাসনিম ফিমা, যাকে ২০২৪ সালে তার ...
22/03/2025

#ফিমাহত্যারবিচারচাই.

মুন্সি আব্দুর রউফ কলেজ এর এইচএসসি-২৪ ব্যাচ এর শিক্ষার্থী তাহিয়া তাসনিম ফিমা, যাকে ২০২৪ সালে তার বয়ফ্রেন্ড কাজী সাগর( পিতা : কাজী মনিরুল হক এবং মাতা: মোছাঃ ডলী পারভীন) জোর করে কাবিন করতে বাধ্য করে পরিবারের অজ্ঞাতসারে। এর কিছুদিন পরেই বের হতে থাকে সাগরের বিভিন্ন খবর! মাদকাশক্ত সাগর ইতি মধ্যে একাধিক বিয়ে করেছিল। গোপন সম্পর্ক আছে আরো কয়েকটি মেয়ের সাথে। এইসব নিয়ে শুরুহয় তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব। উভয়ের পরিবারেও সেটা আর গোপন থাকে নি। ফিমা ডিভোর্স চাওয়াতে সাগর আরো রেগে যায় এবং ফিমার বাসায় গিয়ে ফিমাকে হুমকি দেয়! এমনকি ফিমার গায়েও কয়েকবার হাত তোলে।

অতপর, গত ২০ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টায় ফিমার রক্তাত্ব মরদেহ উদ্ধার করা হয়। ঐ দিন সন্ধ্যার পর সাগর ফিমার বাসায় আসে এবং ঘন্টা দুয়েক পর হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। ফিমার বাবা তারাবির নামায শেষে বাসা এসে ফিমাকে রক্তাত্ব অবস্থায় তার রুমে পরে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলেন তার মৃত্যু আরো কয়েক ঘন্টাপূর্বে হয়েছে। ফিমার মৃতদেহে প্রচুর ক্ষত চিহ্ন ছিল এবং গলায় হাতের ছাপ ও গোল আকৃতির দাগসহ চেহারা ও দেহের অনেক জায়গায় খুবই নির্দয়ভাবে "স্ট্যাব" করা হয় যা বর্ণনা করার মত নয়। বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান ছিল ফিমা!

ফিমার মৃত্যুর খবর প্রচার হতেই খুনী কাজী সাগর পলাতক আছে এবং অজ্ঞাত স্থান হতে ফেসবুকে এই হত্যাকে ভিন্নখাতে নেয়ার জন্য অপচেষ্টাও চালায়। দীর্ঘ অপেক্ষার করানোর পর ২১ মার্চ দুপুরের পর ফিমার পোস্ট মোর্টেম করা হয়। লালবাগ থানায় ফিমার বাবা মামলা করতে গেলে সাগরের বাবা লোকজন পাঠিয়ে মিমাংসা করার জন্য চাপ দেয়। তারপরেও পুলিশ মামলা নেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ইফতারের পর আজিমপুরে দাফন করা হয় ফিমাকে।

এদিকে সাগরের পরিবার বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। সাগরের দুবাইয়ের ভিসা আছে এবং সে যেকোন সময় পালিয়ে যেতে পারে। ঢাকা নিউ মার্কেটে তার বাবার স্বর্নের দোকান আছে। পারিবারিক ও ব্যবসায়িক প্রভাব খাটিয়ে ফিমার হত্যাকান্ডকে ধামাচাপা দেবার বহুরকম অপচেষ্টা হচ্ছে। আসুন, এই অপচেষ্টাকে রুখে দেই।

ফিমা হত্যার সঠিক বিচার নিশ্চিতের জন্য আমাদের সকলের সচেতনতা ও জোরালে কণ্ঠ খুবই প্রয়োজন। তা না হলে, এই দেশে নারীর বিরুদ্ধে হওয়া নির্যাতন ও নির্মমার বিচারহীনতার অপচর্চা বন্ধ হবে না।

আসুন, আওয়াজ তুলুন! পোস্টটি শেয়ার করুন!



10/11/2024

ধন্যবাদ! স্বৈরাচারি আচরণ কি তা দেশের মানুষ স্পষ্টত দেখতে পারছে!

31/10/2024

শুভ দীপাবলি

23/10/2024

উনাদের নিজেদের বয়ান মতে, সব কিছু ছিল পরিকল্পনা মাফিক! অর্থাৎ কোটা কেবল ছুতো! এখন চাকুরি পায় সব "ম্যাঁধাবী"রা কোন পরীক্ষা ছাড়াই

20/10/2024

এই দেশের পতাকা না কি পরিবর্তন হয়ে গেছে?

14/10/2024

আসুন কৌতূক পড়ি-
ইতিহাসের সবচেয়ে সাশ্রয়ী বাজার মূল্য!সর্বকালের শ্রেষ্ঠ দূর্গাপূঁজা! পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ!

13/10/2024

শুভ বিজয়া

08/10/2024

জৈনক এক ব্যক্তি "রিসেট" বাটনের মাজেজা ও উপকারিতা বোঝাচ্ছেন!

খুল্লাম খুল্লাম পেয়ার কারে..........................🤣
08/10/2024

খুল্লাম খুল্লাম পেয়ার কারে..........................🤣

Address

NataiGhuri
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when অরণ্য কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অরণ্য কাব্য:

Share

Category