Sotto Kontho

Sotto Kontho Sotto Kontho is the Most Popular & Leading News Source in Bangladesh. Keep stay with us Keep update yourself

We believe in the audience's choice, so our main objective is to create content according to their needs.

04/11/2025
মাত্র ৭ দিনে পাসপোর্ট
02/11/2025

মাত্র ৭ দিনে পাসপোর্ট

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরো সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা আনা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন পুরোপুরি অনলাইনে পূরণ ও দাখিল করা বাধ্যতামূলক।

মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ:

অনলাইন আবেদন বাধ্যতামূলক : আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে।

সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই।

পরিচয়পত্র ব্যবহার : আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।

বয়সভিত্তিক দলিল : ১৮ বছরের নিচে কেবল ইংরেজি ভার্সনের BRC।

১৮–২০ বছর হলে NID অথবা BRC। ২০ বছরের ঊর্ধ্বে কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।

আবশ্যিক ঘর পূরণ : আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।

ঠিকানা অনুযায়ী আবেদন : আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।

অপ্রাপ্তবয়স্কদের মেয়াদ : ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।

পেশাজীবীদের সনদ : ডাক্তার, প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।

সরকারি কর্মচারীর দলিল : সরকারি কর্মচারী, শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।

বিবাহ সংক্রান্ত দলিল : প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা জমা দিতে হবে।

জরুরি আবেদন ও সময়সীমা : জরুরি বা অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।

পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা : অতিজরুরি ২ কর্মদিবস, জরুরি ৭ কর্মদিবস এবং রেগুলার ১৫ কর্মদিবস

আবেদনের সময় মূল দলিল : NID, BRC এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

৬৫+ বয়সীদের জন্য সুবিধা : ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত (যা কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দিত) বাতিল করা হয়েছে।

শিশু ছবি নির্দেশনা : ৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।

বাটপার
30/10/2025

বাটপার

মাত্র ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ। নিশ্চয়ই আগেই পালিয়ে গেছেন। আর এটাই বাংলাদেশ।

20/10/2025
18/10/2025

Address

Bayzid Road, Progati Sarani Rd
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Sotto Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sotto Kontho:

Share