11/08/2025
ইন্না লিল্লাহ…😢
ইসলামী জোটের ঐক্যের পরিবর্তে বিএনপির সাথে জমিয়তে উলামায়ের জোট— বিএনপি জোটে জমিয়ত পেলো ৪টি আসন।
জুনায়েদ আল হাবিব একেক সময় একেক দলের পক্ষে হুংকার ছাড়ে।
জমিয়তের দাবী ছিলো ৫টি আসন। বিএনপি প্রথমে ৩টিতে রাজি হলেও পরে তারেক রহমানের সুপারিশে ৪টিতে উন্নীত হয়।
যথাক্রমে প্রার্থীরা:
১️⃣ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক
২️⃣ মাওলানা জুনায়েদ আল হাবিব
৩️⃣ মাওলানা মুন্জুরুল ইসলাম আফেন্দি
৪️⃣ মাওলানা মনির হোসেন কাসেমী
আলেমদেরকে যখন ফ্যাসিস্ট হাসিনা ধরে নিয়ে যেত, তখন তাদের মুক্তির জন্য আমরা নামাজে দাঁড়িয়ে কতবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছি! কত রাত সেজদায় লুটিয়ে পড়েছি চোখের পানি ফেলে!
আমাদের হৃদয় রক্তাক্ত হয়েছে তাদের অবস্থা ভেবে।
মোনাজাতে দোয়া করেছি— “হে আল্লাহ, আমাদের আলেমদের মুক্তি দিন, তাদের হিফাজত করুন, ইসলামের জন্য তাদের কুরবানিকে কবুল করুন।”
কিন্তু হায়! আজ সেই আলেমরা তাগুতের সাথে হাত মেলাচ্ছে!
যাদের জন্য আমরা কেঁদেছি, আজ তারা তাগুতের সহযোগী!
যাদের জন্য আমরা জীবন বাজি রেখে মাঠে থেকেছি, আজ তারা ইসলাম বিক্রি করে ক্ষমতার দরজায় সিজদা দিচ্ছে!
📖 আল্লাহ তাআলা সতর্ক করেছেন:
> “হে ঈমানদারগণ! তোমরা ই* হু*দী ও খ্রি* স্টা* নদের বন্ধু করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।”
(সূরা আল-মায়েদাহ 5:51)
📜 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
> “যে আলেম শাসকের দরজায় যায়, সে ফিতনায় পতিত হয়।”
(ইবনে মাজাহ, সহীহ)
আজ প্রমাণ হলো — এদের ভিতরে কখনো ইসলাম ছিল না, ছিল শুধু ক্ষমতার লোভ। যুগের পর যুগ জাতিকে ধোঁকা দিয়ে এসেছে।
এরা সেই দল যারা কুরআনের সতর্কবাণী ভুলে গেছে—
📖 “তোমরা তাদের মধ্য থেকে এক দলকে দেখবে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। তারা বলে, আমরা আশঙ্কা করি কোনো বিপদ আমাদের না আসে।”
(সূরা আল-মায়েদাহ 5:52)
সারা বছর স্লোগান দেয় এরা, আবার নৌকা আর ধানের শীষে লাফিয়ে ওঠে — দুই সাপের একই বিষ!
বিএনপি তাগুতের সাথে যেখানে জিহাদ করার কথা, সেখানে উল্টো তারা তাগুতের সহযোগী হয়ে গেল।
ক্ষমতার লোভে এরা কুরআন-সুন্নাহর নীতি বিসর্জন দিয়েছে।
📖 আল্লাহ তাআলা বলেছেন:
> “আর তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিভক্ত হয়ো না।”
(সূরা আলে ইমরান 3:103)
📜 রাসূলুল্লাহ ﷺ সতর্ক করে বলেছেন:
> “শেষ যুগে এমন আলেম আসবে যারা মানুষের কাছে ভালো কথা বলবে, কিন্তু নিজেরা সবচেয়ে মন।😢🤲
সংগীত