দ্বীনের পথে আহবান

দ্বীনের পথে আহবান We can find present news and lofi music in hare.

17/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩নং চরক্লার্ক ইউনিয়ন। এর ৫ নং ওয়ার্ডে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন চরক্লার্ক জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব Md Firoz Mahmud সাহেব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩নং চরক্লার্ক ইউনিয়ন।  এর ৫নং ওয়ার্ডে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান মেহমান হিসাবে উপস্থিত ...
17/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩নং চরক্লার্ক ইউনিয়ন। এর ৫নং ওয়ার্ডে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফিরোজ মাহমুদ সাহেব।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির জনাব মাস্টার আবুল কাশেম সাহেব। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারী ও ৫নং ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

17/10/2025

রাবির মেয়েদের ০৬ টি হলের মধ্যে সবগুলোই ফুল প্যানেলে জয়ী হয়ে ইতিহাস গড়ল ছাত্রীসংস্থা।

অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তাদের জন্য।

*রোকেয়া হল:*
১। ভিপি: শিবির প্যানেল
২। জিএস: শিবির প্যানেল
৩। এজিএস: শিবির প্যানেল

*মুন্নুজান হল:*
১। ভিপি: শিবির প্যানেল
২। জিএস: শিবির প্যানেল
৩। এজিএস: শিবির প্যানেল

*তাপসী রাবেয়া হল:*
১। ভিপি: শিবির প্যানেল
২। জিএস: শিবির প্যানেল
৩। এজিএস: শিবির প্যানেল

*খালেদা জিয়া হল:*
১। ভিপি: শিবির প্যানেল
২। জিএস: শিবির প্যানেল
৩। এজিএস: শিবির প্যানেল

*রহমতুন্নেসা হল:*
১। ভিপি: শিবির প্যানেল
২। জিএস: শিবির প্যানেল
৩। এজিএস: শিবির প্যানেল

*জুলাই ৩৬ হল:*
১। ভিপি: শিবির প্যানেল
২। জিএস: শিবির প্যানেল
৩। এজিএস: শিবির প্যানেল

16/10/2025

আজকে কবিরহাট উপজেলায় বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে ৪০দিন জামায়াতে নামাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলায় সাগর মারাত্মক আহত! জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন ও কবিরহাট দক্ষিণ সভাপতি মনিরুল ইসলাম সহ অনেকে আহত!

এই ন্যাক্কারজনক হামলার উচিত বিচার করতে হবে।নব্য কোন স্বৈরাচারের পাখা গজাতে দেয়া যাবেনা।ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

15/10/2025

ব্যারিস্টার আরমানের দুর্বিষহ গুমজীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে 'আয়নাঘর ফাইলস এপিসোড ২'।

গত ২ অক্টোবর 'আয়নাঘর ফাইলস এপিসোড ২' এর টিজার প্রকাশ পেয়েছিল। আজ সম্পূর্ণ প্রামাণ্যচিত্রটি রিলিজ করা হলো।

প্রামাণ্যচিত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

14/10/2025

৩নং চরক্লার্ক ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে বাংলা বাজারে বক্তব্য রাখেন নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি প্রার্থী জননেতা জনাব ইসহাক খন্দকার।



13/10/2025
13/10/2025

বাংলা বাজার গণসংযোগ পরবর্তী সময়ে বক্তব্য রাখছেন জননেতা ইসহাক খন্দকার বিএসসি।

13/10/2025

সুবর্ণচরে ইসহাক খন্দকার বিএসসি গণসংযোগ।

13/10/2025

জননেতা ইসহাক খন্দকার ফ্যাসিবাদী আন্দোলনে নোয়াখালীর রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্ট হাসিনার পতনের পর তিনি সেনাবাহিনীর গাড়িতে ওঠে বক্তব্য রাখেন।
অন্যদলের বড়ো বড়ো কোনো নেতাদের তো তখন দেখলাম না।

জননেতা জনাব ইসহাক খন্দকার আগামীকাল আসতেছেন ৩নং চরক্লার্ক ইউনিয়ন বিকাল ৩টায়।সবাই কে উপস্থিত থাকার অনুরোধ করা হল।
12/10/2025

জননেতা জনাব ইসহাক খন্দকার আগামীকাল আসতেছেন ৩নং চরক্লার্ক ইউনিয়ন বিকাল ৩টায়।
সবাই কে উপস্থিত থাকার অনুরোধ করা হল।



Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনের পথে আহবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category