দ্বীনের পথে আহবান

দ্বীনের পথে আহবান We can find present news and lofi music in hare.

24/08/2025

দাঁড়ি পাল্লা মার্কা জিন্দাবাদ

24/08/2025

ঢাকা সমাবেশে এক চাচার সাক্ষাৎকার।
পিছনে চরক্লার্ক এর ও লোক আছো।

24/08/2025

নোয়াখালী সদর সুবর্ণচর ৪ আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহতারাম #ইসহাক_খন্দকার
Ishaque Khondaker এর প্রচারণার নতুন সংগীত প্রিয় শিল্পী মুহাম্মদ আবু ছাদেক নোমান ভাই।

যারা বলে বিএনপি বড় দল তাদের সাথে আমি একমত আগে থেকেই ছিলাম না
13/08/2025

যারা বলে বিএনপি বড় দল
তাদের সাথে আমি একমত আগে থেকেই ছিলাম না

ইন্না লিল্লাহ…😢ইসলামী জোটের ঐক্যের পরিবর্তে বিএনপির সাথে জমিয়তে উলামায়ের জোট— বিএনপি জোটে জমিয়ত পেলো ৪টি আসন।জুনায়েদ আল ...
11/08/2025

ইন্না লিল্লাহ…😢
ইসলামী জোটের ঐক্যের পরিবর্তে বিএনপির সাথে জমিয়তে উলামায়ের জোট— বিএনপি জোটে জমিয়ত পেলো ৪টি আসন।
জুনায়েদ আল হাবিব একেক সময় একেক দলের পক্ষে হুংকার ছাড়ে।

জমিয়তের দাবী ছিলো ৫টি আসন। বিএনপি প্রথমে ৩টিতে রাজি হলেও পরে তারেক রহমানের সুপারিশে ৪টিতে উন্নীত হয়।
যথাক্রমে প্রার্থীরা:
১️⃣ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক
২️⃣ মাওলানা জুনায়েদ আল হাবিব
৩️⃣ মাওলানা মুন্জুরুল ইসলাম আফেন্দি
৪️⃣ মাওলানা মনির হোসেন কাসেমী

আলেমদেরকে যখন ফ্যাসিস্ট হাসিনা ধরে নিয়ে যেত, তখন তাদের মুক্তির জন্য আমরা নামাজে দাঁড়িয়ে কতবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছি! কত রাত সেজদায় লুটিয়ে পড়েছি চোখের পানি ফেলে!
আমাদের হৃদয় রক্তাক্ত হয়েছে তাদের অবস্থা ভেবে।
মোনাজাতে দোয়া করেছি— “হে আল্লাহ, আমাদের আলেমদের মুক্তি দিন, তাদের হিফাজত করুন, ইসলামের জন্য তাদের কুরবানিকে কবুল করুন।”

কিন্তু হায়! আজ সেই আলেমরা তাগুতের সাথে হাত মেলাচ্ছে!
যাদের জন্য আমরা কেঁদেছি, আজ তারা তাগুতের সহযোগী!
যাদের জন্য আমরা জীবন বাজি রেখে মাঠে থেকেছি, আজ তারা ইসলাম বিক্রি করে ক্ষমতার দরজায় সিজদা দিচ্ছে!

📖 আল্লাহ তাআলা সতর্ক করেছেন:

> “হে ঈমানদারগণ! তোমরা ই* হু*দী ও খ্রি* স্টা* নদের বন্ধু করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।”
(সূরা আল-মায়েদাহ 5:51)

📜 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “যে আলেম শাসকের দরজায় যায়, সে ফিতনায় পতিত হয়।”
(ইবনে মাজাহ, সহীহ)

আজ প্রমাণ হলো — এদের ভিতরে কখনো ইসলাম ছিল না, ছিল শুধু ক্ষমতার লোভ। যুগের পর যুগ জাতিকে ধোঁকা দিয়ে এসেছে।
এরা সেই দল যারা কুরআনের সতর্কবাণী ভুলে গেছে—

📖 “তোমরা তাদের মধ্য থেকে এক দলকে দেখবে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। তারা বলে, আমরা আশঙ্কা করি কোনো বিপদ আমাদের না আসে।”
(সূরা আল-মায়েদাহ 5:52)

সারা বছর স্লোগান দেয় এরা, আবার নৌকা আর ধানের শীষে লাফিয়ে ওঠে — দুই সাপের একই বিষ!
বিএনপি তাগুতের সাথে যেখানে জিহাদ করার কথা, সেখানে উল্টো তারা তাগুতের সহযোগী হয়ে গেল।
ক্ষমতার লোভে এরা কুরআন-সুন্নাহর নীতি বিসর্জন দিয়েছে।

📖 আল্লাহ তাআলা বলেছেন:

> “আর তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিভক্ত হয়ো না।”
(সূরা আলে ইমরান 3:103)

📜 রাসূলুল্লাহ ﷺ সতর্ক করে বলেছেন:

> “শেষ যুগে এমন আলেম আসবে যারা মানুষের কাছে ভালো কথা বলবে, কিন্তু নিজেরা সবচেয়ে মন।😢🤲
সংগীত

চমৎকার বুদ্ধিদীপ্ত জবাব। এই শিবির রুখবে কে!!!এসব সবার দ্বারা হয় না,শাহবাগী এবং  তোমাদের দিয়া যারা একটু রাজনীতি খেলতে চাই...
06/08/2025

চমৎকার বুদ্ধিদীপ্ত জবাব।
এই শিবির রুখবে কে!!!

এসব সবার দ্বারা হয় না,
শাহবাগী এবং তোমাদের দিয়া যারা একটু রাজনীতি খেলতে চাইছো তারা এখন কেমনে কি করবা??
এই ত ট্রেলার মাত্র খেলা ত সবে শুরু। জাইনা রাইখো– এ জমিনে ফ্যাসিবাদের পা চাটার আর মব তৈয়ার করে গনহত্যার রসদ জোগানোর কাফফারা দেওয়া লাগবে তোমাদের, ইনশাআল্লাহ।

05/08/2025

সুবর্ণচরে জামায়াতের গণমিছিলপথসভা।

04/08/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে।
আজ তাদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন।
আলোচনায় তারা শিক্ষা ও শিক্ষকদের বিষয়ে বিভিন্ন দাবী তুলে ধরেছেন।
আবারও ধন্যবাদ ❤️💚

আলহামদুলিল্লাহ। আমীরে জামায়াতের অপারেশন সফলভাবেই সম্পন্ন হয়েছে।
02/08/2025

আলহামদুলিল্লাহ।
আমীরে জামায়াতের অপারেশন সফলভাবেই সম্পন্ন হয়েছে।

01/08/2025

৩ নং চরক্লার্ক জনতা বাজার নিবাসী হাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবর জানাযায়।

বক্তব্য রাখছেন চরক্লার্কের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব Md Firoz Mahmud সাহেব।

মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বাইপাস সার্জারি করার নির্দেশন...
30/07/2025

মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বাইপাস সার্জারি করার নির্দেশনা দিয়েছেন।

পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের প্রস্তাব ছিলো দেশের বাইরে সার্জারি করার। কিন্তু তিনি দেশেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

মহান রাব্বুল আলামীন তাঁকে হেফাজত করুন। সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনের পথে আহবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category