Salafi Kafela

Salafi Kafela ▫️সঠিক দ্বীন প্রচারে আপোষহীন!! ▪️আমাদের সাথে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি!!
(1)

23/04/2025

সাতক্ষীরায় কবির বিন সামাদকে হত্যার হুমকি দিল বিএনপি নেতা। অকথ্য ভাষায় গালাগালি, চোখ,মুখ বাষ্ট করে দেব ।
"উল্টাপাল্টা করলেই মাহফিল বন্ধ করে দিব বিএনপি নেতা"

আজ ২৩ এপ্রিল রাত ১১টায় সদরের আলিপুর মাহফিলে এ ঘটনা ঘটে।।

21/04/2025

সরাসরি সাতক্ষীরা হিমসাগর আম বাগান থেকে...

15/04/2025

তুমি যদি যুবক হয়ে থাকো!
বিয়ে করে ফেলো।
Professor Mokhter Ahmad



&_Technology(RUET)

❌ "ঈদ মিছিলের নামে পুনরায় নিকৃষ্ট জাহেলিয়াতের আগমন। এখনই এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ যরূরী।"❌🔰✍️ড. আহমাদ আব্দুল্লাহ...
31/03/2025

❌ "ঈদ মিছিলের নামে পুনরায় নিকৃষ্ট জাহেলিয়াতের আগমন। এখনই এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ যরূরী।"❌
🔰✍️ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
🎙️ Dr. Ahmad Abdullah Saqib
◼চেয়ারম্যান, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
◼শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

22/02/2025

বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক কে নিয়ে যা বললেন। Br Rahul Hossain


17/02/2025

শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফি:) 💚।

14/02/2025

🔴 LIVE সম্প্রচার… আহলেহাদীছদের সর্ববৃহৎ সম্মেলন – তাবলীগী ইজতেমা ২০২৫ থেকে!
📅 তারিখ: ১৩-১৪ই ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) 📍 স্থান: এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান, বায়া, রাজশাহী 🎤 সভাপতিত্ব করছেন: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব (আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
পঞ্চম অধিবেশন : বাদ এশা
📞 যোগাযোগ ও অনুদান পাঠানোর তথ্য:
💰 বিকাশ / নগদ নম্বর: 📲 ০১৭৯৭৯০০১২৩ (পার্সোনাল) 📲 ০১৭২৪-৬২৩১৭৯ (মার্চেন্ট পেমেন্ট)
🏦 ব্যাংক অ্যাকাউন্ট: 💳 Tablighi Ijtema Fund 🏛️ Al-Arafah Islami Bank PLC, Rajshahi Branch 🔹 সেভিংস অ্যাকাউন্ট নম্বর: 0071220000717 🔹 রাউটিং নম্বর: 015811934 🔹 SWIFT কোড: ALARBDDH07
📢 আহলেহাদীছদের সর্ববৃহৎ সম্মেলন সরাসরি দেখতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন

14/02/2025

১৯৬০ সাল থেকে নিয়ে এযাবৎ এ দেশের মাটিতে আহলেহাদীছ আন্দোলনের তৎপরতা একেবারে নিচে যেতে যেতে ... বাতিতে আর তেল নেই...
১৯৯৪ সালে সাতক্ষীরার উচ্চ শিক্ষিত ভদ্রলোক মুহতারাম আমীরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব ... বললেন, মানুষকে সচেতন করতে হবে...আকিদার পরিবর্তন করতে হবে...আদর্শের পরিবর্তন ঘটাতে হবে, তাই তিনি যুবকদের নিয়ে যুবসংঘ করলেন, বাচ্চাদের নিয়ে সোনামনি করলেন...
আহলেহাদীছ আন্দোলন করলেন...
জাতির কাছে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই তিনি আত তাহরিক পত্রিকা বই আকারে বের করলেন...
এদেশের মাটিতে ফতুয়া বোর্ডের মাধ্যমে ফতুয়া বের হবে এটা সর্বপ্রথম চিন্তা চেতনা কাজ হচ্ছে মাননীয় মুহতারাম আমীরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব এর পরিকল্পনা...
১৯৯৪ সাল থেকে নিয়ে এদেশের মাটিতে তৎপরতা চলতে থাকল, ঐ তৎপরতার বিনিময়ে আজকে আপনি মনে করছেন আমার আকিদা সংশোধন হয়েছে... ঐ তৎপরতায় আমাদেরকে প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন আকিদা ও আদর্শের পরিবর্তনের ঘটানোর পরিকল্পনা...
---আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
তাবলীগী ইজতেমা ২০০৯, রাজশাহী নওদাপাড়া।
আসলেই আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাইনা। ভুলে যাই। আস্তাগফিরুল্লাহ ...।

13/02/2025

🔴 LIVE (সরাসরি) তাবলীগী ইজতেমা ময়দান থেকে
🕋 উদ্বোধনপূর্ব অনুষ্ঠান
🔴 তাবলীগী ইজতেমা ২০২৫
🕌 আয়োজনে : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
📢 বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে এক মহৎ উদ্যোগ!
💠 দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় ও তাবলীগী ইজতেমা জমি ক্রয় প্রকল্পে অংশগ্রহণ করুন
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বিশুদ্ধ ইসলামী শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে "দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। এটি হবে এমন একটি বিদ্যাপীঠ, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি হবে।
✨ এছাড়াও আহলেহাদীছদের সর্ববৃহৎ সম্মেলন এখানেই অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ!
📖 রাসূলুল্লাহ (ﷺ) বলেন:
"যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, তার জন্য সাতশ’ গুণ নেকী লেখা হয়।"
(তিরমিযী, হাদীস নং ১৬২৫)
🤝 আপনার দানেই প্রতিষ্ঠিত হবে ইসলামী শিক্ষার এই মহান কেন্দ্র!
আমরা দুনিয়ার বিলাসিতায় অর্থ ব্যয় করি, কিন্তু এমন একটি স্থানে বিনিয়োগ করুন, যেখান থেকে প্রতিদিন অশেষ সওয়াব লাভ করবেন, যা কখনো শেষ হবে না।
📢 আপনার সামর্থ্য অনুযায়ী নিয়মিত মাসিক দাতা সদস্য হয়ে জান্নাতের অনন্ত পুরস্কার নিশ্চিত করুন!
🔹 যোগাযোগ ও অনুদান পাঠানোর তথ্য:
📌 বিকাশ / নগদ নম্বর:
📞 ০১৭৯৭৯০০১২৩ (পার্সোনাল)
📞 ০১৭২৪-৬২৩১৭৯ (মার্চেন্ট পেমেন্ট)
🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
Tablighi Ijtema Fund
Al-Arafah Islami Bank PLC, Rajshahi Branch
💳 সেভিংস অ্যাকাউন্ট নম্বর: 0071220000717
🔹 রাউটিং নম্বর: 015811934
🔹 SWIFT কোড: ALARBDDH07
💖 আপনার দান ও সহযোগিতা দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, ইনশাআল্লাহ!
📢 শেয়ার করে অন্যদেরকেও এই সওয়াবে শরীক করুন!

🇧🇩পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী জীবন গঠন এবংশিরক-বিদ'আতমুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়েআহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যো...
12/02/2025

🇧🇩পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী জীবন গঠন এবং
শিরক-বিদ'আতমুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী—
⚜️৩৫ তম বার্ষিক তাবলীগী ইজতেমা⚜️।
🚩স্থান : এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান, বায়া, রাজশাহী।
🗓️তারিখ : ১৩ ও ১৪ ই ফেব্রুয়ারী ২০২৫, রোজ: বৃহস্পতি ও শুক্রবার
📣উদ্বোধন : প্রথম দিন বাদ আছর।
উক্ত তাবলীগী ইজতেমায় সভাপতিত্ব করবেন :
⚜️আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর⚜️
🔰🎙️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করবেন
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলীগী ইজতেমাকে সাফল্য মণ্ডিত করুন এবং পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার শপথ নিন।
✊✊সাথে সাথে বজ্র কন্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল কর, অহীর বিধান কায়েম কর।✊✊
☝️অহীর বিধান কায়েম কর, সকল বিধান বাতিল কর।

🔴৩৫ তম বার্ষিক🔴তাবলীগী ইজতেমা ২০২৫, উপলক্ষ্যে⚜️যুবসমাবেশ⚜️🚩স্থান: আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (পূর্ব পার্শ্বস্থ ময়দান) ...
11/02/2025

🔴৩৫ তম বার্ষিক🔴
তাবলীগী ইজতেমা ২০২৫, উপলক্ষ্যে
⚜️যুবসমাবেশ⚜️

🚩স্থান: আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (পূর্ব পার্শ্বস্থ ময়দান) নওদাপাড়া, রাজশাহী।
🗓️তারিখ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ রোজঃ শুক্রবার
⏰সময়: সকাল ৯টা

■ সভাপতি
🎙️মুহাম্মাদ শরীফুল ইসলাম

🔰🌸প্রধান অতিথি
🎙️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
⬛আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

🔰আয়োজনে:- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ

04/02/2025

সরাসরি লাইভ সম্প্রচার
ওয়াজ মাহফিল ২০২৫
স্থান: তেরখাদা, খুলনা।
প্রধান আলোচক : মাওঃ নরুল ইসলাম বিন রুস্তম
যোগাযোগ: 01734212759
পবিত্র কুরআন ও সহীহ হাদীছ প্রচারের স্বার্থে লাইভটি শেয়ার করুন।
#ওয়াজ #মাহফিল #সফর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Salafi Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salafi Kafela:

Share

Category