Salafi Kafela

Salafi Kafela সুন্নাহর সাথে "সেবার পথে অটল,
সালাফী চ্যারিটি ফাউন্ডেশন সবল।"
যে কোন প্রয়োজনে_
যোগাযোগ করুন:
+8801571-049123 (imo/what'sapp)
(1)

15/10/2025

আপনাদের অর্থে স্বাবলম্বী গাজার পরিবার। ✨”
ইন শা আল্লাহ্, আমাদের এই যাত্রা চলমান থাকবে।

15/10/2025

🕌 প্রায় ৬০০০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মসজিদ ও দাওয়াহ সেন্টার নির্মাণে ছাদাক্বায়ে জারিয়াতে অংশগ্রহণ করুন!
🔰🎙️ খতীব:
🔰✍️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◼️আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
◼️ প্রফেসর (অবঃ), আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

🕋 আল মারকাযুল ইসলামী আস সালামী জামে মসজিদ নির্মাণে সবাই দানের হাত বাড়িয়ে দিন।
🕌নির্মাণাধীন মসজিদটি আহলেহাদীছ আন্দোলনের কেন্দ্রীয় মারকাযী মসজিদ।
📌এখানে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব নিয়মিত জুমআর খুৎবা দেন।
📌এখানে নিয়মিত সহস্রাধিক মাদ্রাসার শিক্ষার্থী ছালাত আদায় করেন।
📌এখানে মহিলাদের জন্য ছালাতের ব্যবস্থা রয়েছে।
📌এছাড়া সাপ্তাহিক তালীমী বৈঠক সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হক পিয়াসী মানুষদের জন্য দ্বীনী জ্ঞানচর্চা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
📌এখানে বৃহৎ পরিসরে দাওয়াহ সেন্টার, পাঠাগার, হিফয ও মক্তব বিভাগ ইত্যাদি থাকবে ইনশাআল্লাহ।
🔴আসুন, এই মহতী উদ্যোগ শরিক হই।
🔴এটি যেন দ্রুততম সময়ে বাস্তবায়ন হয় সেজন্য বিশেষভাবে দোআ করি। এর নির্মানকাজে যার যতটুকু সামর্থ্য তাই নিয়ে অংশগ্রহণ করি।
🔴রাসূল (ছা.) বলেন. যে ব্যক্তি আল্লাহর (সন্তুষ্টি লাভের) জন্য মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।
🔴 অর্থ প্রেরণের হিসাব নম্বর :
ISLAMIC COMPLEX MOSZID FUND
Account No. 0071220000582
Al-Arafah Islami Bank, Rajshahi Branch.
Routing No.: 015811934
Swift Code: ALARBDDH073
📱 মোবাইল ব্যাংকিং : (পেমেন্ট করতে হবে)
01319676567 (বিকাশ ও নগদ পেমেন্ট করতে হবে)
01797505182 (বিকাশ ও নগদ সেন্ড মানি করতে হবে)
📞সার্বিক যোগাযোগ :
01319-676567 (whatsapp,imo)

◼️স্থান : মারকায জামে মসজিদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা, আমচত্বর, রাজশাহী।
☝️আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন পড়ি। ☝️

ময়লা নেয়ার জন্য কলিংবেল দিলো। আমি দরজাটা খুলতেই ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে  যাই। গতকাল ময়লার ঝুড়িতে আমার এই টি শার্টটি ফে...
07/10/2025

ময়লা নেয়ার জন্য কলিংবেল দিলো। আমি দরজাটা খুলতেই ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে যাই। গতকাল ময়লার ঝুড়িতে আমার এই টি শার্টটি ফেলে দেই। বেশ পুরোনো হয়ে গেছে। কিন্ত এটা ওর গায়ে দেখে আমার আর বুঝতে বাকি রইলো না। আমি জিজ্ঞেস করলাম তুমি এটা কোথায় পেয়েছো? ও জানালো ভাই ময়লার ভ্যানে। সে নাকি এটা বাসায় নিয়ে ধুয়ে আজ পরেছে। আমি জাস্ট ওর সামনেই কেঁদে দিলাম নির্লজ্জের মত। আমার নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছিলো। ভাল একটা বাইক নাই আমার তাই কদিন ধরে আমার মন খারাপ। যাইহোক আমি ওকে বললাম তুমি এখানে দাড়াও। আমি রুমে গিয়ে আমার অনেকগুলো ভাল শার্ট প্যান্ট ওকে দিয়ে দিলাম। আমার ইচ্ছা করতেছিলো আলমারির সব ওরে দিয়ে দেই।

© Tariq Mridha

04/10/2025

—আমার প্রিয় ওস্তাদজী!"❤️
আল্লাহর জন্য ভালোবাসি 🌿🖤

বাংলার জমিনে বিদ'আতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর!
01/10/2025

বাংলার জমিনে বিদ'আতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর!

30/09/2025

ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা করা কি হারাম?

19/09/2025

ময়মনসিংহে আহলেহাদীছ মসজিদও মাদ্রাসা ভাংচু*র করে বিদআতিরা... ভা*ঙ্গা মসজিদেও সালাত আদায় করতেছে আহলেহাদীছের ভাইয়েরা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Salafi Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salafi Kafela:

Share