News Update BD

News Update BD all tips of bd news.

২০ লাখ কবরবাসী আওয়ামী লীগ আমলে এভাবেই ভোট দিয়েছিল 😀😀
17/05/2025

২০ লাখ কবরবাসী আওয়ামী লীগ আমলে এভাবেই ভোট দিয়েছিল 😀😀

17/05/2025

বাংলাদেশে আর শেখ পরিবার ফিরবে না,আওয়ামী লীগ ফিরবে না!!!

15/05/2025

এবার নেতাকর্মীদের উপর ক্ষেপে গেলেন আব্দুল হান্নান মাসুদ || এনসিপি ||NCP

দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত দেরি কেন...?
15/05/2025

দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত দেরি কেন...?

আচ্ছা, ঢাবি ভিসি স্যার কি অন্যায় করলো যে তাঁকে পদত্যাগ করতে হবে?
15/05/2025

আচ্ছা, ঢাবি ভিসি স্যার কি অন্যায় করলো যে তাঁকে পদত্যাগ করতে হবে?

জগন্নাথের পোলাপাইন কেন ইউনূসের বাড়ি ঘেরাও করলো, এই প্রশ্ন করে সবাই একেবারে রাগে লাল হয়ে যাচ্ছেন। আপনারাও মানেন যে জগন্...
14/05/2025

জগন্নাথের পোলাপাইন কেন ইউনূসের বাড়ি ঘেরাও করলো, এই প্রশ্ন করে সবাই একেবারে রাগে লাল হয়ে যাচ্ছেন।

আপনারাও মানেন যে জগন্নাথের দাবি যৌক্তিক, জাস্ট আপনারা ভাবতেছেন, তাই বলে হুট করে যমুনায় যেতে হবে কেন?

না ভাই। হুট করে যমুনায় কেউ যায় নাই।

বরং জগন্নাথের এই আন্দোলন বহু বছর ধরেই চলতেছে।

ইভেন নাহিদ ইসলাম মন্ত্রী থাকার সময় তিনিও গিয়ে আশ্বাস দিয়ে এসেছিলেন। দাবি পূরণ হয় নাই।

আর কী করার ছিলো?

একটা ইউনিভার্সিটির জন্য আবাসিক হল নাই, এতোগুলো ছেলে মেয়ে কই থাকবে? ঢাকাতে তো ঢাবি, বুয়েট, মেডিকেল সবার জন্যই হল আছে।

জগন্নাথকে এমন অবহেলা করার মানে কী?

হ্যা, অবহেলাই। এখন পর্যন্ত সম্ভবত তিনটা সরকার আইসা হল করার কথা বলেছে। জায়গা বরাদ্দ পর্যন্ত দিয়েছে।

বাট ঐ জায়গা আর জগন্নাথের স্টুডেন্টের হয় নাই।

আওয়ামীলীগের নেতারা দখল করে খেয়ে দিয়েছে। এখন সম্ভবত এইখানেও সফল হাত বদল হয়ে গেছে। খালি ছাত্রছাত্রীদের দাবিটা আর পূরণ হয় নাই।

কেন দখল করতে পারে?

কারণ সরকার এখানে কখনোই নজর দেয় নাই।

আজ ঢাবির কোন জায়গা কি কোন নেতার বাপ আইসাও দখল করতে পারবে?

পারবে না।

কারণ সবাই জানে ঢাবির জায়গা জমি হজম করার সামর্থ্য ওদের নাই। হাত দিলেই হাত পুড়ে যাবে। প্রশাসন সর্বশক্তি নিয়ে ঢাবির পাশে দাঁড়াবে।

তাইলে জবির জমি জমা কেন দখল করে নেয়?

কারণ জবিকে ঐ গুরুত্ব প্রশাসন কখনোই দেয় নাই।

এই বৈষম্যটার বিরুদ্ধেই আজকে জবির এই আন্দোলনটা ছিলো।

এইটা কোন দল বা সংগঠনের আন্দোলন ছিলো না। সারা দেশে যখন সকল সংগঠন নিজেদের মধ্যে পোনাপুনি করতেছে, তখন জবিতে ছাত্রদল, শিবির, বাগছাস ঘোষণা দিয়ে এক হয়ে আন্দোলন করতেছে।

ভিসি, প্রক্টর, টিচাররা পর্যন্ত রাস্তায় নামছে। একটা বিশ্ববিদ্যালয় আর কী করতে পারতো,আপনারাই বলেন?

আপনারা অবাক হয়ে ভাবছেন, এই ছেলে মেয়েগুলা এমন করতেছে কেন? এরা যমুনা ঘেরাও করতেছে কেন? এরা আবাসন ভাতা চাইতেছে কেন? মগের মুল্লুক নাকি?

অথচ এই আপনারাই একবারের জন্যও প্রশ্ন করছেন না, ১৯ বছর হয়ে গেল, এরা থাকার জন্য হল পাইলো না কেন? দেশ স্বাধীন হয়ে গেল, জগন্নাথের জায়গা জমি দখল থেকে গেল কেন? মগের মুল্লুক নাকি?

যে প্রশ্নগুলো সবাই মিলে ছাত্রদের করতেছেন, সেইম প্রশ্নটা যদি সবাই মিলে সরকারকে করতেন, এই ছেলে মেয়েগুলাকে এতোদিন এভাবে একটা হলের জন্য পড়ে পড়ে মাইর খাওয়া লাগতো না।

জগন্নাথ ইউনিভার্সিটির ৩ দফা দাবির প্রতিটা দাবি যৌক্তিক।একটা যৌক্তিক আন্দোলনকে শক্তি দিয়ে ট্রিট করার মানে কী? ছাত্র শিক্...
14/05/2025

জগন্নাথ ইউনিভার্সিটির ৩ দফা দাবির প্রতিটা দাবি যৌক্তিক।

একটা যৌক্তিক আন্দোলনকে শক্তি দিয়ে ট্রিট করার মানে কী?

ছাত্র শিক্ষকের উপর পুলিশি হামলা কেন হলো?

জুলাই আন্দোলনে ঢাবি যতবার বিপদে পড়েছে, জগন্নাথ ইউনিভার্সিটি ততবার বিপদে আগাইয়া আসছে।

সেই আগাইয়া আসার প্রতিদান এমনে দিলেন?

অবিলম্বে জগন্নাথ ইউনিভার্সিটির পোলাপাইনের দাবি মেনে নাও,ইউনূসের ঢাবিতান্ত্রিক বাংলাদেশ সরকার!!

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের লাঠিপেটা করে এবং সাউন্...
14/05/2025

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে এবং জলকামান থেকে পানি ছিটিয়ে পুলিশ তাদের সরিয়ে দেয়।

14/05/2025

হাসনাতদের আন্দোলনে ঠান্ডা পানি স্প্রে করলেন আর জগন্নাথের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল, রাবার বুলেট কেন?

এর চেয়ে ভারী কিছু নাই। দুই ভাইয়ের এটাই শেষ ছবি দুনিয়ায়! সাম্য ভাইয়ের পরিবারকে আল্লাহ ধৈর্য্য ধরার তাওফিক দিন। তাকে জান্ন...
14/05/2025

এর চেয়ে ভারী কিছু নাই। দুই ভাইয়ের এটাই শেষ ছবি দুনিয়ায়! সাম্য ভাইয়ের পরিবারকে আল্লাহ ধৈর্য্য ধরার তাওফিক দিন। তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিশাবে কবুল করুন। আমীন।

৩০০ ফিট রোডের রাস্তার দুই পাশের রাস্তা বড় করার জন্য বরাদ্দ জায়গা ভেঙ্গে রাস্তা প্রসারিত করা হচ্ছে।
14/05/2025

৩০০ ফিট রোডের রাস্তার দুই পাশের রাস্তা বড় করার জন্য বরাদ্দ জায়গা ভেঙ্গে রাস্তা প্রসারিত করা হচ্ছে।

খাজা বাবা,খাজা বাবা/ মারহাবা, মারহাবা!
13/05/2025

খাজা বাবা,খাজা বাবা/ মারহাবা, মারহাবা!

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Update BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share