আমার চেতনায়

আমার চেতনায় আমার চেতনায় সবাইকে স্বাগতম!! 🥰

16/08/2025

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। আপনার কন্ঠ আমাদেরকে এখনো অনুপ্রেরণা জোগায়। ওপারে ভালো থাকুন।

রিক্সাওয়ালা ভাইটিকে মনে রাইখেন!তিনি আমাদের নেতা ❤️এই একগুচ্ছ ফুল আমাদের অনুপ্রেরণা 🌸
15/08/2025

রিক্সাওয়ালা ভাইটিকে মনে রাইখেন!
তিনি আমাদের নেতা ❤️
এই একগুচ্ছ ফুল আমাদের অনুপ্রেরণা 🌸

14/08/2025

ক্ষমতায় বসার ৬ দিনের মাথায় জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করলো। এরপর শুরু হলো বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, অফিস-আদালত থেকে বঙ্গবন্ধুর ছবি নামালো। সকল প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেললো। বঙ্গবন্ধুকে বানিয়ে দিলো স্বৈরাচার।

৭ মার্চের জাতীয় দিবস বাতিল করলো। ৭ মার্চের ভাষণ বাজানো বন্ধ করলো। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলেও কারাদণ্ড দেওয়া শুরু করলো। বঙ্গবন্ধুর ছবিতে জুতা মারলো। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিলো। বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিলো। বঙ্গবন্ধুর সমাধী গুড়িয়ে দেওয়ার হুমকি দিলো। বাংলার মাটি থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা দিলো।

ফলাফল? ফলাফল আজ দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে। কারাদণ্ডের ঝুঁকি মাথায় নিয়ে, হুমকি-ধমকি উপেক্ষা করেও সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা এক কাতারে নেমে এসে স্বার্থহীনভাবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। শোক প্রকাশ করছে।

এক বছর আগে কেউ কল্পনা করেছে এমন হবে? কেউ কল্পনা করে নি, আমিও করি নি, কিন্তু হয়েছে। এটাই বঙ্গবন্ধুর শক্তি। বাংলার মানুষের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের প্রতিদান। চাইলেই সবাইকে নিষিদ্ধ করা যায় না। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা গেলে জিয়া-মোশতাক আরো আগেই করতো।

এ বছর যা হচ্ছে এটাও বরং সামান্য। এই প্রতিকূল সময় পেরিয়ে গেলে আরো কি অবস্থা হবে সেটা কল্পনাতিত। বিশ্ববিদ্যালয়ের হলে-হলে বঙ্গবন্ধু বন্দনা হবে, সচিবালয়ের রুমে-রুমে বঙ্গবন্ধু বন্দনা হবে। মানুষ পঙ্গপালের মতো বেরিয়ে আসবে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জানাতে। এর জন্য আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই।

শত চেষ্টা করেও কেউ বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করতে পারবে না। কারণ বঙ্গবন্ধু অমর, অবিনশ্বর, চিরঞ্জীব। বঙ্গবন্ধু এভাবেই যুগে যুগে প্রাসঙ্গিক থাকবে।

14/08/2025

অথচ এই ৩২ নাম্বারেই সেদিন আজকের এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংসার রক্ষা করেছিলেন বঙ্গবন্ধু! প্রতিদানস্বরূপ জিয়া বঙ্গবন্ধুর খু*নিদের পুনর্বাসন করেছিল। আর খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রেখে এই দিনে নিজের "ভুয়া জন্মদিন" পালন করেছে! আর সর্বশেষ তাদের সন্তান তারেক জিয়া এসে তার ক্যাডার বাহিনী দিয়ে শোক দিবস পালনে বাধা দিলো, মা'রধর করালো...

14/08/2025

বাংলার মা-মাটি মানুষের নেতা মুজিব, ভালো থাকুন ওপারে। #শোকাবহআগস্ট #১৫আগস্ট

১৫ আগস্ট – জাতির জনক বঙ্গবন্ধুর  স্বপ্ন ও সাহসের স্মরণেএই দিনে আমরা কেবল শোক করি না,আমরা প্রতিজ্ঞা করি –বঙ্গবন্ধুর আদর্শ...
14/08/2025

১৫ আগস্ট – জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও সাহসের স্মরণে
এই দিনে আমরা কেবল শোক করি না,
আমরা প্রতিজ্ঞা করি –
বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচাবো,
স্বপ্নকে রূপ দিবো,
একা না, কোটি হৃদয়ের সঙ্গে মিলিয়ে।

শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের প্রতি।

14/08/2025

জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা🖤🖤

14/08/2025

বিনম্র শ্রদ্ধা হে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জানি তুঁমি ফিরে আসবেই ইনশাআল্লাহ.!✌️🇧🇩✊
14/08/2025

জানি তুঁমি ফিরে আসবেই ইনশাআল্লাহ.!✌️🇧🇩✊

Address

Dhaka
1212

Telephone

+8801992968528

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার চেতনায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category