19/05/2025
ভারত-এশিয়ার অন্যতম বৃহৎ গণতন্ত্র ও পরমাণু শক্তিধর রাষ্ট্র। বিশাল জনগোষ্ঠী, পরমাণু অস্ত্র, মহাকাশে স্যাটেলাইট এবং বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী যা দেখলে মনে হয় যেন এক দুর্দম্য সামরিক জায়ান্ট। কিন্তু এ সবই যেন এক ঝকঝকে মোড়কে মোড়ানো অচল বাস্তবতা। পাকিস্তানের সেনাবাহিনী শত্রুর আক্রমণের জবাবে এমন শক্তিশালী প্রতিরোধ গড়েছে, যা ইতিহাসে সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।