Ochena

Ochena Welcome to Social media is a digital hub for connection, creativity, and commerce. Balance engagement with mindful usage for a healthier online experience.

It amplifies voices, spreads information instantly, but can fuel misinformation and addiction.

ভারত-এশিয়ার অন্যতম বৃহৎ গণতন্ত্র ও পরমাণু শক্তিধর রাষ্ট্র। বিশাল জনগোষ্ঠী, পরমাণু অস্ত্র, মহাকাশে স্যাটেলাইট এবং বিশ্বের...
19/05/2025

ভারত-এশিয়ার অন্যতম বৃহৎ গণতন্ত্র ও পরমাণু শক্তিধর রাষ্ট্র। বিশাল জনগোষ্ঠী, পরমাণু অস্ত্র, মহাকাশে স্যাটেলাইট এবং বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী যা দেখলে মনে হয় যেন এক দুর্দম্য সামরিক জায়ান্ট। কিন্তু এ সবই যেন এক ঝকঝকে মোড়কে মোড়ানো অচল বাস্তবতা। পাকিস্তানের সেনাবাহিনী শত্রুর আক্রমণের জবাবে এমন শক্তিশালী প্রতিরোধ গড়েছে, যা ইতিহাসে সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

এটি কোনো ভাবে কাম্য নয়।এর তিব্র নিন্দা জানাচ্ছি। নুসরাত তো কোনো রাজনৈতিক ব্যক্তি নয়।একটি সিনেমা করার অপরাধে যদি তাকে কার...
19/05/2025

এটি কোনো ভাবে কাম্য নয়।এর তিব্র নিন্দা জানাচ্ছি। নুসরাত তো কোনো রাজনৈতিক ব্যক্তি নয়।একটি সিনেমা করার অপরাধে যদি তাকে কারাগারে পাঠানো হয়। তাহলে সেই একি অপরাধে আরো যারা অপরাধী তারা কেনো জেলের বাইরে থাকবে? এ সব করে তারা কি বুঝাতে চাচ্ছে? বিচার করতিসে তারা? নাকি বিচারের বামে তামাশা করছে?যারা প্রকৃত অপরাধী তাদের কে দেশ থেকে নিরাপদে বের করে দিয়ে এখন নাটোক সাজানো হচ্ছে এসব। যেনো দেশের মানুষের দৃষ্টি অন্য দিকে যায়।এই সব নাটোক অনেক দেখছি হাসিনার আমলে আর নয়। নাটোক বন্ধ করুন।

প্রায় ১৪৫৫ কিলোমিটার করিডোর করে তাঁর পর সুযোগ সুবিধা ভোগ করা লাগবে , আর বাংলাদেশে সেই সুবিধা পেতে হলে মাত্র ৩৮ কিলোমিটার...
19/05/2025

প্রায় ১৪৫৫ কিলোমিটার করিডোর করে তাঁর পর সুযোগ সুবিধা ভোগ করা লাগবে , আর বাংলাদেশে সেই সুবিধা পেতে হলে মাত্র ৩৮ কিলোমিটারেই হয়ে যেত,। বাংলাদেশকে ব্যবহার করে আপনারা লাভমান হবেন আর বাংলাদেশ কিছু পাবেনা তা আর হবে না ।

ভারত বলয় থেকে বের হয়ে আসা জরুরী। ব্যাবসা হবে সমতার ভিত্তিতে। এক সময় প্রচুর পরিমানে ইন্ডিয়ান শাড়ি এবং কাপড় চোরাই পথে আমাদ...
18/05/2025

ভারত বলয় থেকে বের হয়ে আসা জরুরী। ব্যাবসা হবে সমতার ভিত্তিতে। এক সময় প্রচুর পরিমানে ইন্ডিয়ান শাড়ি এবং কাপড় চোরাই পথে আমাদের দেশে আসত, এখন দৃশ্যপট উল্টো।
পিয়াজ, আলু, গরু সব কিছুই আমদানি হতো। ভারত রপ্তানি বন্ধ করাতে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ।
ব্যাবসা পরিচালিত হয় ডিমান্ড এবং সাপ্লাই এর ভিত্তিতে। যতই নিষেধাজ্ঞা দেয়া হোক প্রয়োজনের সময় সব খুলে যাবে।
ইন্ডিয়ার কাছে প্রচুর কাঁচামাল আছে। সেই কাঁচামাল সহজে রপ্তানির একমাত্র দেশ বাংলাদেশ। লাভের জন্য বাংলাদেশে তা রপ্তানি করতেই হবে।
আর আমাদের তৈরী পন্য খুব সামান্যই ইন্ডিয়াতে যায়। সব ধরনের তৈরী পন্যে ইন্ডিয়া অনেক আগে থেকেই স্বয়ংসম্পূর্ন। আমাদের কাছ থেকে তাদের নেয়ার কিছু নাই।

এমন একটি দলের নিবন্ধন বাতিল হয়েছে যে বাংলাদেশের মানুষদেরকে গুম খুন হত্যাকান্ড চালিয়েছে ভোটার অধিকার হরণ করা হয়েছে তাদ...
18/05/2025

এমন একটি দলের নিবন্ধন বাতিল হয়েছে যে বাংলাদেশের মানুষদেরকে গুম খুন হত্যাকান্ড চালিয়েছে ভোটার অধিকার হরণ করা হয়েছে তাদের নিবন্ধন বাতিল হয়েছে এ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই উদ্বিগ্ন হলে কিছু আসে যায় না ভারত আমাদের দেশ থেকে সকল ধরনের সুবিধা নিয়ে ছে বিনিময়ে আমাদের তিস্তা পানি চুক্তিটি ও করেনি ভারত আমাদের কোনদিনও ভালো চাই চাইবেও না

একজন চা বিক্রেতা গরুর গোবর ও পেশাব পানকারী সাথে এরদোয়ানের তুলনা হতে পারেনা।
18/05/2025

একজন চা বিক্রেতা গরুর গোবর ও পেশাব পানকারী সাথে এরদোয়ানের তুলনা হতে পারেনা।

এমন একটা দেশ যার কোন প্রতিবেশীর সাথেই ভালো সম্পর্ক নাই। চীন, পাকিস্থান, বাংলাদেশ, মালোয়েশিয়া, নেপাল, আফগানিস্তান, মালদ্ব...
18/05/2025

এমন একটা দেশ যার কোন প্রতিবেশীর সাথেই ভালো সম্পর্ক নাই। চীন, পাকিস্থান, বাংলাদেশ, মালোয়েশিয়া, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ, মায়ানমার সবার সাথেই এদের লাগে। এর পরেও এরা নিজেদের দোষ খুজে পায় না এরা দোষ দিবে অন্যের আর নিজেদের বলবে সাধু।

এই ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল শেখ মুজিব, ভারতের সাথে ২৫ বছরের গোলামী চুক্তি করেছিল শেখ মুজিব , ভারত বাংলাদেশ স্...
17/05/2025

এই ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল শেখ মুজিব, ভারতের সাথে ২৫ বছরের গোলামী চুক্তি করেছিল শেখ মুজিব , ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে নিয়ে গিয়েছিল শেখ মুজিব কোন দিন ভারতীয়দের এই লুটপাট করে সম্পদ নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতকে কোন কিছু বলেনি উনি নাকি দেশ প্রেমিক ছিল,শেখ হাসিনা নিজেই বলছিল ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে, এরাই নাকি মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক,এরাই নাকি খাঁটি দেশপ্রেমিক ।

ইন্ডিয়া কখনো বাংলাদেশের ভালো প্রতিবেশী ছিল না এবং ভবিষ্যতে ও থাকবে না।৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নি...
17/05/2025

ইন্ডিয়া কখনো বাংলাদেশের ভালো প্রতিবেশী ছিল না এবং ভবিষ্যতে ও থাকবে না।৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নিজেদের ভূরাজনৈতিক অস্তিত্ব সুরক্ষিত করার লড়াইয়ে বাংলাদেশ কে সাহায্য করেছে।এর ব্যতিক্রম মহান ভারত কিছু না।আর মুক্তিযুদ্ধের সময় বিদেশি অনুদান হাতিয়ে নেওয়া এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানের রেখে যাওয়া যাবতীয় অস্র,রসদ,শিল্পের কাচামাল ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

17/05/2025

১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের যে ক্ষতি করেছে তার থেকে ৫০ গুণ বেশি বন্ধু দেশ ভারত আমাদের ক্ষতি করেছে নদী বাঁধ দিয়ে শুষ্ক মশমে পানি পাই না ভরসা মৌসুমের পানি ছেড়ে দেয় প্লাবিত হয় অনেক গ্রাম ফসলের জমি নষ্ট হয় বাংলাদেশের অর্থনীতি নষ্ট করে.

আমাদের দেশি পণ্য, আমাদের গর্ব – ভারতের জিনিসে নয় প্রয়োজন!"*
15/05/2025

আমাদের দেশি পণ্য, আমাদের গর্ব – ভারতের জিনিসে নয় প্রয়োজন!"*

22/03/2025

In a world where justice is absent, the Zionist terrorist occupation continues to kill Palestinian children in Gaza without mercy.
Their burned faces, once full of innocence, have now become witnesses to an extermination and a massacre beyond description.
Gaza is the holocaust, the ongoing genocide that burns childhood and humanity.
These children are not mere victims; they are the lost voice of the global conscience.
In every tear, in every child that falls, the cause remains alive, and time will not erase it. The pain in Gaza, in this ongoing holocaust, will never be forgotten, and will continue to scream in the face of history. 🇵🇸

ISLAM Islamic Information Museum of Islamic Art (MIA) Azizen

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ochena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ochena:

Share