Travelling &Cooking with Putul Noor

Travelling &Cooking with Putul Noor creating the new flavour in cooking and travelling!

15/11/2025

আজ একেবারে ধরে ফেলেছি হাতেনাতে কিচেনের জানালা দিয়ে..
একে কে কে আগে দেখেছেন ‼️
゚viralシ

কেরাবি, আহা বাহা ই  আসল...কিসের সেরাভী কিসের এ এইচ এ, বি এইচ এ লাইফ তো কাটাচ্ছে তারাই যারা ময়েশ্চারাইজিং ক্রিমের নাম ভু...
14/11/2025

কেরাবি, আহা বাহা ই আসল...
কিসের সেরাভী কিসের এ এইচ এ, বি এইচ এ
লাইফ তো কাটাচ্ছে তারাই যারা ময়েশ্চারাইজিং ক্রিমের নাম ভুলভাল বলে প্রমোট করে টাকা আর্ন করছে..
বাই দ্যা ওয়ে যাদের কপাল আগে থেকেই ফাটা তাদের কপালে লোশন লাগিয়ে আর লাভ নাই তারা এখন শুধু হাতে, পায়ে লোশন লাগান শীতকাল তো এসে গেলো!

14/11/2025

জানি বাটির সাইডে কি পড়ে আছে সেটাতেই আগে সবার চোখ যাবে 🧐
দেখে নিন ২ মিনিটে কিভাবে চাঁদ, তারাকে নাস্তা বানিয়ে খেয়ে ফেলবেন..

এটা কিসের ডিম ⁉️যে ডিম ভাজি করতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি,ধনেপাতা কুচি লাগেনা সেই ডিম ভাজাকে কি বলে উত্তর :ঘোড়ার ডিম..  ...
14/11/2025

এটা কিসের ডিম ⁉️
যে ডিম ভাজি করতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি,ধনেপাতা কুচি লাগেনা সেই ডিম ভাজাকে কি বলে
উত্তর :ঘোড়ার ডিম..

13/11/2025

এই রিলস প্রমাণ করে বাঙালিরা কেবল দেশি মুরগি ছাড়া দেশের আর কিছু পছন্দ করেন না।
বিদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যার রান্না এবং খাবার খাওয়া দেখতে অধিকাংশই পছন্দ করে।রিল্স দেওয়া মাত্র সবাই ধাক্কাধাক্কি করে দেখার জন্য।
বাংলাদেশে করলে এরকম...

13/11/2025

ক*ঠোর নিরাপ*ত্তা ব্যবস্থার মধ্যেও এসব কি হচ্ছে!
কারা যেন বলেছিল আ*গুন না দিলে নাকি আন্দোল*ন সফল হয় না।
মানুষের জান মালের ক্ষ*তি না করে আবর্জনা বেশি হয়ে গেলে এভাবেওতো দারুন ভাবে কাজে লাগানো যায়..

সবার দেখাদেখি সকাল সকাল  সুপ্রভাত পোস্ট দিলাম এক টুকরো লাল -সবুজের বাংলাদেশ হাতে নিয়ে! দেখি প্রভাত  সু মানে ভালো হয় কি...
13/11/2025

সবার দেখাদেখি সকাল সকাল সুপ্রভাত পোস্ট দিলাম এক টুকরো লাল -সবুজের বাংলাদেশ হাতে নিয়ে!
দেখি প্রভাত সু মানে ভালো হয় কিনা...
life

বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ে, বলুনতো কোথায় দিন দিন কমে⁉️ এক সেকেন্ড, উত্তর আমি দিচ্ছি নিচে✅ তার আগে বলি দেশের সবগু...
12/11/2025

বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ে, বলুনতো কোথায় দিন দিন কমে⁉️
এক সেকেন্ড, উত্তর আমি দিচ্ছি নিচে✅ তার আগে বলি দেশের সবগুলো নিম্নমানের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক!
বাংলাদেশের শিশুরা ট্যালেন্টেড। প্রাইমারি স্কুলের ভুলভাল শিক্ষাদান পদ্ধতি এসব শিশুদের মেধা অঙ্কুরেই বিনষ্ট করে দেয়।
আমার তো মনে হয় এখন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা নিজের নামের বানান ইংলিশে লিখতে পারবে কিনা সন্দেহ! আমি ডেম শিওর কোন নামতা ইন্সস্ট্যান্ট জিজ্ঞেস করলে সঠিকমত বলতে পারবে না।৯০ দশকের দিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কি পরিমান এফোর্ট দিত ছাত্রছাত্রীদের শেখানোর জন্য তা আমার নিজচোখে দেখা। তাঁরাই ছিলেন জেনুইন টিচার।
এখনকার প্রাইমারি টিচারদের মনোভাব দেখে বোঝা যায় ছাত্র-ছাত্রীদেরকে পড়ানো বা কিছু শেখানোর জন্য চাকরিতে যোগদান করেন না তারা দেশি মুরগি,পদ্মার ইলিশ, কক্সবাজার, সুন্দরবনে ট্যু্র দেওয়ার জন্য এই পেশায় ঢুকে! তা না হলে প্রাইমারি শিক্ষার মান একেবারে তলানিতে গিয়ে কেন ঠেকবে?যেখানে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে সেখানে প্রাইমারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন কমছে কেন?
বছরের 365 দিনের মধ্যে 290 দিনতো বন্ধই থাকে স্কুলগুলো আর বাকি যেদিন খোলা থাকে তারা অফিসকক্ষে মোবাইল নিয়ে পড়ে থাকে, কালে ভদ্রে বা ইচ্ছে হলে ঢুলতে ঢুলতে যখন ক্লাস রুমে যায় তখন চোখে থাকে ঘুম আর ক্লাসে কি বলে না বলে তারা নিজেরাই জানেনা ছাত্র-ছাত্রী শিখবে কি !
আবার এখন রাস্তায় নেমেছে দশম গ্রেড করার জন্য,বেতন বাড়াতে।
ওকে ফাইন বেতন বাড়ানো হবে,সমস্ত সুযোগ, সুবিধা দেওয়া হবে তার আগে কিছু টেস্ট নেওয়া হবে ১০০ নাম্বারের সেখান থেকে মিনিমাম ৮০ নাম্বার পেতে হবে পরীক্ষায় তাহলেই উত্তীর্ণ।
আর সেটা না মানলে শিক্ষকতার মত মহান পেশা আপনাদের জন্য না। প্রাইমারি স্কুলের দরজা খোলা আছে।বিকল্প কি করতে পারেন সেইপথও দেখিয়ে দিয়েছি নিচের ছবিতে⤵️

12/11/2025

চলুন, একটা টেস্ট হয়ে যাক...
নিজের মনের উপর কন্ট্রোল আছে কিনা কিভাবে চেক করবেন🍁

11/11/2025

কুকিং √স্কল
ফেসবুকে মানুষের ঝগড়াঝাটি না দেখে -এসব দেখেন কাজে আসবে‌☞
মূল্যবান টিপস কমেন্টে..

প্রাইমারি স্কুলের সেই  টিচার্সরা কোথায়⁉️ তাঁদের জন্য মুরগির মাংস রান্না করলাম...পার্সেল পাঠিয়ে দেবো নাকি এসে খাবেন‼️  ...
11/11/2025

প্রাইমারি স্কুলের সেই টিচার্সরা কোথায়⁉️ তাঁদের জন্য মুরগির মাংস রান্না করলাম...
পার্সেল পাঠিয়ে দেবো নাকি এসে খাবেন‼️

11/11/2025

তিন মাসের মেহমান,সবার বাসায় যাবে...

Address

Dhaka

Telephone

+8801816033351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelling &Cooking with Putul Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelling &Cooking with Putul Noor:

Share