12/11/2025
বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ে, বলুনতো কোথায় দিন দিন কমে⁉️
এক সেকেন্ড, উত্তর আমি দিচ্ছি নিচে✅ তার আগে বলি দেশের সবগুলো নিম্নমানের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক!
বাংলাদেশের শিশুরা ট্যালেন্টেড। প্রাইমারি স্কুলের ভুলভাল শিক্ষাদান পদ্ধতি এসব শিশুদের মেধা অঙ্কুরেই বিনষ্ট করে দেয়।
আমার তো মনে হয় এখন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা নিজের নামের বানান ইংলিশে লিখতে পারবে কিনা সন্দেহ! আমি ডেম শিওর কোন নামতা ইন্সস্ট্যান্ট জিজ্ঞেস করলে সঠিকমত বলতে পারবে না।৯০ দশকের দিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কি পরিমান এফোর্ট দিত ছাত্রছাত্রীদের শেখানোর জন্য তা আমার নিজচোখে দেখা। তাঁরাই ছিলেন জেনুইন টিচার।
এখনকার প্রাইমারি টিচারদের মনোভাব দেখে বোঝা যায় ছাত্র-ছাত্রীদেরকে পড়ানো বা কিছু শেখানোর জন্য চাকরিতে যোগদান করেন না তারা দেশি মুরগি,পদ্মার ইলিশ, কক্সবাজার, সুন্দরবনে ট্যু্র দেওয়ার জন্য এই পেশায় ঢুকে! তা না হলে প্রাইমারি শিক্ষার মান একেবারে তলানিতে গিয়ে কেন ঠেকবে?যেখানে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে সেখানে প্রাইমারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন কমছে কেন?
বছরের 365 দিনের মধ্যে 290 দিনতো বন্ধই থাকে স্কুলগুলো আর বাকি যেদিন খোলা থাকে তারা অফিসকক্ষে মোবাইল নিয়ে পড়ে থাকে, কালে ভদ্রে বা ইচ্ছে হলে ঢুলতে ঢুলতে যখন ক্লাস রুমে যায় তখন চোখে থাকে ঘুম আর ক্লাসে কি বলে না বলে তারা নিজেরাই জানেনা ছাত্র-ছাত্রী শিখবে কি !
আবার এখন রাস্তায় নেমেছে দশম গ্রেড করার জন্য,বেতন বাড়াতে।
ওকে ফাইন বেতন বাড়ানো হবে,সমস্ত সুযোগ, সুবিধা দেওয়া হবে তার আগে কিছু টেস্ট নেওয়া হবে ১০০ নাম্বারের সেখান থেকে মিনিমাম ৮০ নাম্বার পেতে হবে পরীক্ষায় তাহলেই উত্তীর্ণ।
আর সেটা না মানলে শিক্ষকতার মত মহান পেশা আপনাদের জন্য না। প্রাইমারি স্কুলের দরজা খোলা আছে।বিকল্প কি করতে পারেন সেইপথও দেখিয়ে দিয়েছি নিচের ছবিতে⤵️