It's me SuMu

It's me SuMu Follow me to get a view of my hilarious life!

18/10/2024

আইতে নদী, যাইতে খাল...
মোগো বাড়ি বরিশাল😁

  the    এর ভিডিও টা বার বার দেখার পর এখন খারাপ লাগতাছে..থাকুক না যেকোনো সেলিব্রেটি আসুক। যারা এতোদিন আসেনি তারাও আসুক। ...
04/08/2024

the

এর ভিডিও টা বার বার দেখার পর এখন খারাপ লাগতাছে..থাকুক না যেকোনো সেলিব্রেটি আসুক। যারা এতোদিন আসেনি তারাও আসুক। রাফসান দ্যা ছোট ভাই যেই'ই আসুক না কেন ওয়েলকাম করেন ভাই। এপ্রিশিয়েট করেন।

হয়তো তারা এতোদিন সাহস পায়নি। এখন সাহস হয়ে উঠেছে। তাদের অপমান করার চেয়ে এখন ওয়েলকাম করাটা বোধহয় বেশি জরুরী।

আসুক, সবাই আসুক। দেশটা সবার।😊

04/08/2024
04/08/2024

নারী নেতৃত্ব আমরা আর চাইনা।
ওমর,আবু বকরের মতো পুরুষ শাসক আসুক আমাদের জন্য রহমত হয়ে🤲

24/03/2024

অভিমান নিয়ে এভাবে নীরব থাকি বলে, ভেবো না আমার বলার কিছু নেই। কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে! শুধু বলা হয় না তোমায়।

কথারা যেখানে তাদের মূল্য না পায়, সেখানে নীরবতা ছাড়া আর সমাধানের রাস্তা কই? কত কথা বলি নিজের সাথে, শুধু তোমার সাথেই বলা হয় না!🙂😶

14/03/2024

13/03/2024

ব্যস্ত হয়ে যাও....
দেখবে মন খারাপ হওয়ার সময় পাবে না

13/03/2024

শখের মানুষগুলা স্বার্থের জন্য বেইমানি করে💔
ইচ্ছে করেই হারিয়ে যায়😄

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️যদি জিজ্ঞেস করি কে ...
27/02/2024

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️

যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। 😢

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।❤️

Address

Khilgaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's me SuMu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category