কম খরচে প্রাকৃতিক কৃষি

কম খরচে প্রাকৃতিক কৃষি কৃষকের জন্য পরামর্শ সেবা
(387)

আলহামদুলিল্লাহ, মহিলা দুধ উৎপাদন গরু পালন পাশাপাশি ভেড়া পালন।
04/08/2025

আলহামদুলিল্লাহ, মহিলা দুধ উৎপাদন গরু পালন পাশাপাশি ভেড়া পালন।

আলহামদুলিল্লাহ, কৃষক জমি পতিত রাখে না পতিত থাকলেও ঐ ঘাস গরু মহিষ ছাগল ভেড়া অন্যান্য প্রাণীর খারাব হয়ে যায়।
02/08/2025

আলহামদুলিল্লাহ, কৃষক জমি পতিত রাখে না পতিত থাকলেও ঐ ঘাস গরু মহিষ ছাগল ভেড়া অন্যান্য প্রাণীর খারাব হয়ে যায়।

টাইস্যু কালচার জাতের কলা হলো কৃষি বিজ্ঞানের এক আধুনিক বিস্ময়। রোগমুক্ত, উচ্চ ফলনশীল ও দ্রুত বর্ধনশীল এই কলা কৃষকের আয় বা...
02/08/2025

টাইস্যু কালচার জাতের কলা হলো কৃষি বিজ্ঞানের এক আধুনিক বিস্ময়। রোগমুক্ত, উচ্চ ফলনশীল ও দ্রুত বর্ধনশীল এই কলা কৃষকের আয় বাড়ায় এবং দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। এই প্রযুক্তির মাধ্যমে কলা চাষ এখন আরও লাভজনক ও টেকসই হয়েছে।
কলা আয়রন, পটাশিয়াম, ফাইবার ও ভিটামিন-সি সমৃদ্ধ। এটি রক্তশূন্যতা দূর করে, হজমে সহায়তা করে এবং শরীরে শক্তি জোগায়। নিয়মিত খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

মেহগনি বীজ ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধনির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে সহায়ক, যা শাকসবজি ও ফলমূলের জন্য ...
01/08/2025

মেহগনি বীজ ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ
নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে সহায়ক, যা শাকসবজি ও ফলমূলের জন্য উপকারী।মাটি ও ফসলের ক্ষতি করে না জৈব চাষে উপযোগী মেহগনি বীজের নির্যাস ব্যবহার করে সহজেই জৈব চাষে ফসলের পোকা দমন করা যায়, যা স্বাস্থ্যকর এবং টেকসই কৃষির জন্য উপযোগী।

  আলহামদুলিল্লাহ, নদীর পারে যাদের বাড়ি একটু বেশি বৃষ্টি হইলে বুঝা যায়। মেঘলা আকাশে দৃশ্য টি কেমন লাগছে বন্ধুগণ।
31/07/2025

আলহামদুলিল্লাহ, নদীর পারে যাদের বাড়ি একটু বেশি বৃষ্টি হইলে বুঝা যায়। মেঘলা আকাশে দৃশ্য টি কেমন লাগছে বন্ধুগণ।

   আলহামদুলিল্লাহ,প্রকৃতির কোলে শান্তির দৃশ্য সবুজে ঘেরা মাঠ, আকাশে মেঘের আনাগোনা, আর দূরে দূরে ঘাস খেতে থাকা গরুর দল এই...
31/07/2025

আলহামদুলিল্লাহ,প্রকৃতির কোলে শান্তির দৃশ্য
সবুজে ঘেরা মাঠ, আকাশে মেঘের আনাগোনা, আর দূরে দূরে ঘাস খেতে থাকা গরুর দল এই দৃশ্য যেন এক টুকরো শান্তি।
এখানেই প্রকৃতি হাসে, প্রাণ বাঁচে, আর মন খুঁজে পায় স্বস্তি।

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে পাতা বাহার গাছ টি ও অন্যান্য ফুলের গাছ গুলো।  বন্ধুদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি ই...
29/07/2025

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে পাতা বাহার গাছ টি ও অন্যান্য ফুলের গাছ গুলো। বন্ধুদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি ইনশাআল্লাহ।

তুমি যেমন নিঃশব্দে ফুটে ওঠো, তেমনি কারো জীবনে হয়ে ওঠো আলোর ঝলক।বন্ধুত্বের কোমল স্পর্শে হারিয়ে যায় ক্লান্তি, জেগে ওঠে নতু...
28/07/2025

তুমি যেমন নিঃশব্দে ফুটে ওঠো, তেমনি কারো জীবনে হয়ে ওঠো আলোর ঝলক।
বন্ধুত্বের কোমল স্পর্শে হারিয়ে যায় ক্লান্তি, জেগে ওঠে নতুন স্বপ্ন।
ভালোবাসা যদি সত্য হয়, তবে সে-ই হয় জীবনের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।

   আলহামদুলিল্লাহ,সবুজ মাঠের পাশে গাছপালা ঘেরা পরিবেশে একটি ব্রয়লার মুরগির খামার চোখে পড়ে।পেছনে খড়ের গাদা আর বাড়িঘর মিলি...
28/07/2025

আলহামদুলিল্লাহ,সবুজ মাঠের পাশে গাছপালা ঘেরা পরিবেশে একটি ব্রয়লার মুরগির খামার চোখে পড়ে।
পেছনে খড়ের গাদা আর বাড়িঘর মিলিয়ে গ্রামবাংলার এক অপার শান্তির দৃশ্য তৈরি করেছে।
মেঘলা আকাশ আর নরম আলোয় প্রকৃতির এই রূপ যেন মনকে ভরে দেয় প্রশান্তিতে।

  আলহামদুলিল্লাহ,  প্রকৃতির ঘাসে ভরা মাঠ আর মেঘলা আকাশে দৃশ্য অসাধারণ।
27/07/2025

আলহামদুলিল্লাহ, প্রকৃতির ঘাসে ভরা মাঠ আর মেঘলা আকাশে দৃশ্য অসাধারণ।

আলহামদুলিল্লাহ, সুবা বর্ধন ফুল গাছের ভালোবাসা বন্ধুদের জন্য।
27/07/2025

আলহামদুলিল্লাহ, সুবা বর্ধন ফুল গাছের ভালোবাসা বন্ধুদের জন্য।

আলহামদুলিল্লাহ, কৃষক অল্প পুঁজি দিয়ে খামার শুরু ১ টা ছাগল থেকে এখন ৫ টা ছাগল। আরেকটা বাছুর গরু দিয়ে শুরু।
27/07/2025

আলহামদুলিল্লাহ, কৃষক অল্প পুঁজি দিয়ে খামার শুরু ১ টা ছাগল থেকে এখন ৫ টা ছাগল। আরেকটা বাছুর গরু দিয়ে শুরু।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কম খরচে প্রাকৃতিক কৃষি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category