BS News TV Ltd

BS News TV Ltd Media broadcasting
(1)

28/05/2025

আসসালামুয়ালাইকুম সবাই মনোযোগ দিয়ে পড়ুন -
আমাদের প্রিয় ধর্মপুর গ্ৰাম সব সময় শান্তিপূর্ণ, আদর্শিক ও রাজনৈতিক বিশুদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে পরিচিত ছিল। কখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা মামলার রাজনীতি এখানে স্থান পায়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে এই আদর্শ ভেঙে কিছু মিথ্যা মামলার মাধ্যমে এক ধরনের রাজনৈতিক অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে।

এই অনভিপ্রেত ঘটনাগুলো শুধুমাত্র আমাদের সামাজিক পরিবেশকে কলুষিত করছে না, বরং সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অন্ধকারময় দৃষ্টান্ত তৈরি করছে — যা কেউই কামনা করি না।

আমরা আশা করি, যারা এই ভুল পথে হেঁটেছেন, তারা শীঘ্রই সেই ভুল বুঝে এই মামলা প্রত্যাহার করবেন এবং ধর্মপুরের ঐতিহ্য ও ভবিষ্যৎ রক্ষা করতে সক্রিয় ভূমিকা রাখবেন। আসুন, সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সৃজনশীল ও সম্মানজনক সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাই।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং যাঁরা সমাজের মঙ্গল কামনা করেন তাঁদের সম্মান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ

16/05/2025

জুমার এই মুবারক দিনে, মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর অফুরন্ত দরুদ ও সালাম বর্ষণ করেন এবং আমাদেরকেও তাঁর প্রকৃত অনুসারী হিসেবে কবুল করেন।
জুমা মোবারক!

06/05/2025

ডাকাত
স্থান: শ্রীনগর উপজেলা কেয়াটখালী মাওয়া হাইওয়ে সার্ভিস ল্যান! প্রাইভেট কার অথবা বাইক নিয়ে রাতের বেলায় মাওয়া রোডের সার্ভিস লেন ব্যবহার করা থেকে বিরত থাকুন, ডাকাত ডাকাত

23/03/2025
বাংলাদেশ এর বর্তমান চিত্র-কি বুঝলেন? ধানমন্ডি -৩২      ধানমন্ডি - ৩২নাম্বার
06/02/2025

বাংলাদেশ এর বর্তমান চিত্র-কি বুঝলেন? ধানমন্ডি -৩২
ধানমন্ডি - ৩২নাম্বার

05/02/2025

সুলতান সুলেমানের সেই ৮টি বিখ্যাত উপদেশ যেগুলো প্রত্যেকটি সন্তানের মেনে চলা উচিৎ...
সুলতান সুলেমানের সেই ৮টি বিখ্যাত উপদেশ:
১. ঐশর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা ।
২. আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা ।
৩. নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ।
৪. আর সবচেয়ে অধিক মুল্যবান বিষয় হৃদয়বান হওয়া ।
৫. বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, কারন সে তোমার উপকার করার চেয়ে ক্ষতি করবে বেশি।
৬ কৃপনের সাথেও বন্ধুত্ব করতে যাবে না, কারন সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে। সাবধান!
৭. কোনো পরনিন্দা কারীকেও নিজের বন্ধু বানিওনা, কারন সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে ।
৮. আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও কখনো বন্ধুত্ব গড়ে তুলবেনা, কারন সে মরীচীকার মত দূরের স্বপ্নে বিভোর করে, কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দেবে।

শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে১৯ জানুয়ারী ২০২৫ (রবিবার): গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার...
19/01/2025

শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে

১৯ জানুয়ারী ২০২৫ (রবিবার): গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলার চকরিয়ায় যৌথ বাহিনী কর্তৃক ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ তানজিম ছারোয়ার নির্জন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এতদপ্রেক্ষিতে, চকরিয়া থানা কক্সবাজারে একটি হত্যা এবং একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলাদ্বয়ের প্রেক্ষিতে, পুলিশ কর্তৃক তদন্ত শেষে আজ ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন এবং পলাতক ৬ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। উল্লেখ্য, হত্যা মামলার সর্বমোট ১৮ জন আসামীর মধ্যে ১২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। বর্তমানে, গ্রেফতারকৃতরা জেল কাস্টডিতে রয়েছে।
bdcrictime.com Cristiano Ronaldo Leo Messi

14/01/2025

14/01/2025

আওয়ামীলীগ যেই ভূল করেছে সেই ভূল গুলোকে জামায়াত কাজে লাগিয়ে আজ তারা সফল।আওয়ামীলীগ Mashrafe Bin Mortaza Cristiano Ronaldo Leo Messi Shakib Al Hasan

31/12/2024

@সচিবালয়

With Lokman Hossian – I just got recognized as one of their top fans! 🎉
31/12/2024

With Lokman Hossian – I just got recognized as one of their top fans! 🎉

Address

Moghbazar Ramna Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BS News TV Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BS News TV Ltd:

Share