09/09/2022
ইউটিউবে monetization চালু করেন
নিজের ইউটুবে চ্যানেল বানানোর পর তাতে regular ভালো ভালো ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলে subscribers এবং views বাড়বে।
কিছুদিন পর যখন আপনি নিজের চ্যানেলে ১০০০ subscribers বা তা থেকে বেশি পেয়েযাবেন তখন আপনি YouTube monetization এর জন্য apply করবেন।
Monetization apply কোরে active করার পর আপনার YouTube video তে বিজ্ঞাপন দেখানো হবে Google adsense এর তরফথেকে।
আর, এতেই আপনি টাকা কামানো আরম্ভ কোরতে পারবেন।
নিজের চ্যানেলে monetization চালু করার জন্য প্রথমে আপনার কিছু জিনিসের ধ্যান রাখতে হবে। সেই জিনিষগুলি হলো,
আপনার YouTube চ্যানেলে total ১০০০ subscriber থাকতে হবে।
৪০০০ টোটাল ঘন্টা ভিডিও ভিউ সময় থাকতে হবে। মানে, আপনার সব ভিডিও গুলি মিলিয়ে টোটাল ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে।
ওপরে দেবা পয়েন্ট গুলি আপনি পুরা করার পর monetization এর জন্য YouTube এ apply করতে পারবেন এবং YouTube team যদি আপনার চ্যানেলকে approve করে তাহলে আপনিও নিজের আপলোড করা video দ্বারা advertisement লাগিয়ে অনলাইন টাকা আয় কোরতে পারবেন।
YouTube এ monetization চালু কিভাবে কোরবো ?
YouTube এ monetization চালু করার জন্য আপনি নিজের YouTube account থেকে “channel icon > creator studio > channel > monetization” এ যান।
এখন monetization পেজে আপনি নিজের চ্যানেলে monetization চালু করার জন্য ৪ টি অপসন দেখবেন।
বাস, সেই অপসন গুলি ভালোকোরে পোরে এক এক করে পুরা করেন।
অপশনের ২ নম্বর স্টেপে আপনাকে গুগল এডসেন্সের জন্য একাউন্ট বানাতে হবে।
তাই ভালোকরে নিজের এডসেন্স একাউন্ট বানিয়ে নিজের YouTube চ্যানেলকে তাতে connect কোরে ফেলুন।
মনে রাখবেন আপনার ভিডিও তে এই এডসেন্স একাউন্টের তরফথেকে বিজ্ঞাপন দেখানো হবে এবং আপনার কামানো টাকা এডসেন্স এই জমা হবে যেটা আপনি নিজের ব্যাঙ্ক একাউন্ট এ তুলে নিতে পারবেন ১০০ ডলার হবার পর।
Monetization চালু করার সব স্টেপস গুলি পুরা করার পর আপনাকে কিছুদিন দাঁড়াতে হবে।
কারণ, apply করার পর YouTube এর official team আপনার চ্যানেলকে review করবেন।
Review কোরে তারা দেখবে যে আপনার চ্যানেল আর তার ভিডিও গুলি সব দিকদিয়ে যোগ্য কি না।
সব ঠিক থাকলে আপনার চ্যানেলকে YouTube team monetization এর জন্য approve কোরে দেবে।
আর, তারপর আপনি খালি ভালো ভালো ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড কোরতে থাকেন