Tech Bongo pro

Tech Bongo pro Welcome to the "Tech bongo pro" channel! My name is Sabbir Mamun Ashik.

I share think about _youTube tips.video making guldelines,youTube education,video editing,youTube uploads,and full guild for c

20/03/2024
26/11/2022

How to check SSC Result online 2022_SSC Result 2022 kivabe dekhbo_মার্কশিটসহ এস এস সি রেজাল্ট দেখুন

Sabbir Mamun Ashik

05/11/2022

OPPO, VIVO ব্যবহারকারিদের জন্য সতর্কতা। 😳

OPPO, VIVO ফোন গুলোতে হঠাৎ করে একটি Malware App নিজে নিজে Installed হয়েছে নাম হচ্ছে "Spin Maze" এটি "TouchPal" নামক একটি Keyboard App এর কারণে ছড়িয়ে পড়েছে।

তাই সবাইকে এটার Prevention হিসেবে বলছি যে আপনারা মোবাইল এর সেটিংস এ যাবেন গিয়ে সেখানে App Setting এ ঢুকবেন।

সেখানে যাওয়ার পর TouchPal এর যত গুলো App Running আছে সব গুলো "Force Stop" করবেন।

করার পর আপনারা তখন সেই Malware App টি Remove করে দিবেন তাহলে আর এটা নিজে নিজে Installed হবে না।

এই App টি ফোন থেকে ডাটা চুরি করতে সক্ষম।

তাই সবাইকে সর্তক থাকার জন্য বলা হচ্ছে যারা OPPO, VIVO ব্যবহার করেন তাদেরকে।

The most beautiful picture
01/11/2022

The most beautiful picture

23/10/2022

⚠️ মোবাইল আসক্তি?

আজকে আপনাদের একটা Android App এর কথা বলবো যা আপনার মোবাইল আসক্তি অনেকটাই কমাতে পারে।

"Lock my phone for Study" এই Appটির সাহায্যে আপনি আপনার মোবাইল যতক্ষন চান লক রাখতে পারবেন।

দেখা যায় অনেক সময় আমরা মটিভেটেড হয়ে পড়তে বসি কিন্তু ১৫ - ২০ মিনিট পরই আবার ফোন হাতে নিয়ে নেই। তাই আপনি যখন মটিভেটেড হবেন তখন ২ ঘন্টা বা ১ ঘন্টার জন্য লক করে রাখতে পারবেন, আপনি চাইলেও তখন মোবাইল খুলতে পারবেন না আপনার বেঁধে দেওয়া সময়ের আগে। যদি আপনার নিজের মোবাইল হয়, তাহলে আজই ট্রাই করে দেখতে পারেন,আশা করি উপকার হবে।

ইমার্জেন্সি কল এর Option পাবেন সো টেনসান নাই।হ্যাপি স্ট্যাডি।

💥 App Link: 1st comment box

New video coming Tomorrow
21/10/2022

New video coming Tomorrow

যারা মোবাইল দিয়ে  ইথিকেল হ্যাকিং শিখতে চান তাদের জন্য ভিডিওটি_এই ভিডিও থেকে আপনারা Facebook hacking,wifi hacking,ইত্যাদি...
19/10/2022

যারা মোবাইল দিয়ে ইথিকেল হ্যাকিং শিখতে চান তাদের জন্য ভিডিওটি_এই ভিডিও থেকে আপনারা Facebook hacking,wifi hacking,ইত্যাদি শিখতে পারবেন...

video link:https://youtu.be/akJHnmoQ70E

17/10/2022

সময় টিভি আমাদের ভালোই বোকা বানাইলো 😕

এখানে প্রমোশন হচ্ছে পুরোই ইথেরিয়ামের 😐
এর জন্য ইথেরিয়াম সময় টিভিকে বড় একটা এমাউন্ট দিবে যা সময় টিভির ইনকামের চেয়েও কয়েক গুন!

কারণ ইথেরিয়ামদের টার্গেট হলো বিভিন্ন দেশের সব বড় বড় ইউটিউব চ্যানেলে গুলো দিয়ে তাদের হ্যকিং সিস্টেমের প্রমোশন করানো যার ফলে লক্ষ লক্ষ মানুষকে ইথেরিয়ামের কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড করানো যাবে।

ইউটিউবে এখন সার্চ করেন দেখবেন ইথেরিয়াম লাইভ টাইটেল দিয়ে অনেক ভিডিও যেগুলোতে লাইভ ভিউস 20/30 হাজার পর্যন্ত!

এমন ঘটনা এটাই প্রথম না ৪/৫ মাস আগে ঈগল মিউজিক কে দিয়েও সেইম বিজনেস করা হয়েছিলো।

ইন্ডিয়ান একটা বড় চ্যানেলেও এরকম করতে দেখেছি।

সময় টিভি সিএমএস এ জয়েন করানো চাইলে ইউটিউব কে ক্লেম করে ১ ঘন্টার মধ্যেই রিকোভারী করতে পারতাও কেন করছেনা ?

25/09/2022

Purnima drawing

https://youtu.be/l_GFMmaqanE
22/09/2022

https://youtu.be/l_GFMmaqanE

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇DISCLAMER:This channel does not promoted any illegal content,All contents provaided by this channel is ment for educational p...

22/09/2022

Salman khan and sunny lion moments

09/09/2022

ইউটিউবে monetization চালু করেন
নিজের ইউটুবে চ্যানেল বানানোর পর তাতে regular ভালো ভালো ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলে subscribers এবং views বাড়বে।

কিছুদিন পর যখন আপনি নিজের চ্যানেলে ১০০০ subscribers বা তা থেকে বেশি পেয়েযাবেন তখন আপনি YouTube monetization এর জন্য apply করবেন।

Monetization apply কোরে active করার পর আপনার YouTube video তে বিজ্ঞাপন দেখানো হবে Google adsense এর তরফথেকে।

আর, এতেই আপনি টাকা কামানো আরম্ভ কোরতে পারবেন।

নিজের চ্যানেলে monetization চালু করার জন্য প্রথমে আপনার কিছু জিনিসের ধ্যান রাখতে হবে। সেই জিনিষগুলি হলো,

আপনার YouTube চ্যানেলে total ১০০০ subscriber থাকতে হবে।
৪০০০ টোটাল ঘন্টা ভিডিও ভিউ সময় থাকতে হবে। মানে, আপনার সব ভিডিও গুলি মিলিয়ে টোটাল ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে।
ওপরে দেবা পয়েন্ট গুলি আপনি পুরা করার পর monetization এর জন্য YouTube এ apply করতে পারবেন এবং YouTube team যদি আপনার চ্যানেলকে approve করে তাহলে আপনিও নিজের আপলোড করা video দ্বারা advertisement লাগিয়ে অনলাইন টাকা আয় কোরতে পারবেন।

YouTube এ monetization চালু কিভাবে কোরবো ?
YouTube এ monetization চালু করার জন্য আপনি নিজের YouTube account থেকে “channel icon > creator studio > channel > monetization” এ যান।
এখন monetization পেজে আপনি নিজের চ্যানেলে monetization চালু করার জন্য ৪ টি অপসন দেখবেন।
বাস, সেই অপসন গুলি ভালোকোরে পোরে এক এক করে পুরা করেন।
অপশনের ২ নম্বর স্টেপে আপনাকে গুগল এডসেন্সের জন্য একাউন্ট বানাতে হবে।
তাই ভালোকরে নিজের এডসেন্স একাউন্ট বানিয়ে নিজের YouTube চ্যানেলকে তাতে connect কোরে ফেলুন।

মনে রাখবেন আপনার ভিডিও তে এই এডসেন্স একাউন্টের তরফথেকে বিজ্ঞাপন দেখানো হবে এবং আপনার কামানো টাকা এডসেন্স এই জমা হবে যেটা আপনি নিজের ব্যাঙ্ক একাউন্ট এ তুলে নিতে পারবেন ১০০ ডলার হবার পর।

Monetization চালু করার সব স্টেপস গুলি পুরা করার পর আপনাকে কিছুদিন দাঁড়াতে হবে।

কারণ, apply করার পর YouTube এর official team আপনার চ্যানেলকে review করবেন।

Review কোরে তারা দেখবে যে আপনার চ্যানেল আর তার ভিডিও গুলি সব দিকদিয়ে যোগ্য কি না।

সব ঠিক থাকলে আপনার চ্যানেলকে YouTube team monetization এর জন্য approve কোরে দেবে।

আর, তারপর আপনি খালি ভালো ভালো ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড কোরতে থাকেন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tech Bongo pro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Bongo pro:

Share

Category