01/07/2023
বাসার সামনেই যে এত সুন্দর একটা কফি শপ ছিল তা কখনো খেয়ালই করা হয়নি। বকশি বাজারে এই The Nineteenth Coffee shop আমাকে আসলেই মুগ্ধ করে তুলেছে।
Coffee house-এর সেই আড্ডাটা আজ ও যুগের পর যুগ ধরে চলেই আসছে। হারিয়ে যাওয়া হচ্ছে সোনালি বিকেলগুলোতে। কফি শপে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনের সাথে সময় কাটানো মূহুর্তগুলো এক বিশেষ অনুভূতির।