06/10/2025
কেনো সব সময় মেয়েরাই চাকরি ছাড়েন??
কারণ মেয়েরা অনেক দামী।
মেয়েরা আরেক জনের রেসপনসেবলিটি নিতে বাধ্য না, কিন্তু একজন ছেলে বাধ্য।
কারণ মেয়ের গর্ভ অনেক দামী, একজন মেয়ের গর্ভে সন্তান আসে, ছেলের গর্ভে আসেনা।
মেয়েদের অনেক দাম, কারণ তারা বাচ্চাকে সবচেয়ে দামী খাবার- যার মধ্যে আল্লাহ ন্যাচারালি ম্যাক্সিমাম ইম্যুন বিল্ডিং এন্টিজেন দিছেন সেটা দিতে পারে, যা একজন ছেলে দিতে পারেনা।
মেয়েরা হলো রানীর মতো, একটা ঘর একটা মেয়ে যেভাবে বেহেশত বানাতে পারে একটা ছেলে তা পারে না।
ক্যারিয়ার মানেই টাকা না, বা জীবনের উদ্দেশ্য চাকরির ক্ষেত্রে বিরাট প্রমোশন না।
জীবনের উদ্দেশ্য হলো ভালো থাকা, সুখে থাকা।
যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ছেলেদের কিছু এক্সট্রা কোয়ালিটি দিছেন যা দিয়ে তারা বাইরের কাজ ভালো পারে, আর মেয়েদের কিছু এক্সট্রা কোয়ালিটি দিছেন যা দিয়ে তারা ঘরের কাজ ভালো পারে।
২ জন মিলে যেনো আলটিমেটলি সংসারটা সুন্দর হয়।
এটাই জীবনের উদ্দেশ্য।
ছেলেরা আমাদের প্রতিযোগী না।
আমাদের সহোযগী।
আমাদের সম্পূরক কোণ।
মানে ২ জন মিলে আমরা একটা রাইট এংগেল হবো।
শুধুমাত্র টাকা উপার্জনের মাপকাঠি দিয়েই সফলতা বিবেচনা করা হয়, তাই ক্যারিয়ার মানে আমরা ধরে নেই মোটা টাকার চাকরি, বা অফিসিয়াল প্রোমোশন।
তাহলে একটা পরিবারের ক্যারিয়ার কি হবে বলেন?
কোন মাপকাঠি দিয়ে একটা পরিবারের সামগ্রিক ক্যারিয়ার বিবেচনা করবেন?
পরিবারের সবার টাকার অংক দিয়ে না একটা ব্যালেন্সড লাইফ দিয়ে?
আমি মেয়েদের চাকরি করার বিরুদ্ধে না কখনোই।
মেয়েরা শিক্ষিত হবে, উচ্চশিক্ষিত হবে।
কেনো???
কারণ যাতে মেয়েরা প্রয়োজন হলে সংসারের হাল ধরতে পারে।
ইনকাম করতে পারে, যখন সেটা প্রয়োজন।
যেমন অনেক পরিবারেই ছেলে না থাকতে পারে, অনেকেই সিংগেল মাদার হতে পারেন।
বা সিংগেল লেডি।
যদি তার দায়িত্ব নেওয়ার মতো কেউ না থাকে তিনি অবশ্যই নিজের জীবন সুন্দর ভাবে চালানোর জন্য দায়িত্ব নিবেন।
কখন??
যখন এটা প্রায়োরিটি।
কিন্তু যখন স্বামী স্ত্রী ২ জনের চাকরির কারণে পরিবার সুন্দর ভাবে গড়ে উঠছে না, বা বাচ্চা তার মিনিমাম রাইটস থেকে বঞ্চিত হচ্ছে, আর যদি শুধু স্বামীর চাকরি দিয়েই সংসার সুন্দর ভাবে চালানো সম্ভব হয়।
এই প্রশ্নটা হচ্ছে তখনের জন্য...
তখন একজন বাবা চাকরি ছাড়বেন না একজন মা???
অবশ্যই একজন মা।
কারণ বাবা অবশ্যই বাইরে আউটপুট টা বেশি দিতে পারেন, বাবা বাইরে আউটপুট বেশি দিতে পারেন নাকি মা বেশি দিতে পারেন এটা নিয়ে সন্দেহ থাকলেও,
একজন মা যে ঘরে আউটপুট একজন বাবার তুলনায় বেশি দিবেন এতে কোনো সন্দেহ নাই।
সবকিছুতে ছেলেদের সাথে তুলনা করতে হবে কেনো?
কিছু সময় দায়িত্ব ভাগাভাগি করে নিতে হয়।
নিজেদের ভালোর জন্যই।
তাই একজন মা-ই সাধারণত চাকরি ছাড়েন।
এটাকে ক্যারিয়ার বিসর্জন বলে না।
বরং বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থটা ছেড়ে দেওয়া বলে।
এতে আফসোস করার কিছু নেই।
চাকরি করলাম না তাহলে এতো পড়াশোনা করে কি লাভ হোলো???
অনেক লাভ হোলো...
ঐ যে একটা ন্যারো মাইন্ডেড চিন্তা আমাদের ভিতর ঢুকায়ে দেওয়া হইছে, যে টাকা ইনকাম না করলে এতো পড়াশোনা করা বৃথা, এই ন্যারো মাইন্ড সেটাপ থেকে বের হতে পারলেই বুঝবেন যে আসলে কষ্ট করে পড়াশোনা করে অনেক লাভ হইছে।
চাকরি না করলেও পড়াশোনা করা উচিৎ কারণ
-এই যে আমার "সম্পূরক কোণ" বাইরে থেকে ইনকাম করে আনবে, কিন্তু ঘর তো চালাবো আমি, আমি যেনো বুদ্ধিমানের মতো সংসার চালাতে পারি তাই পড়াশোনা করবো।
-আমি যেনো আমার সন্তানদের উত্তম ম্যানারস শিখাতে পারি, সুন্দর মতো মানুষ হিসেবে গড়তে অয়ারি সেই জন্য পড়াশোনা করবো।
-হ্যাঁ, আর অবশ্যই যখন প্রয়োজন তখন যেনো পরিবারের দায়িত্বও নিতে পারি তাই পড়াশোনা করবো।
-সমাজের প্রত্যেকটা মানুষের সাথে যেনো, সুন্দরভাবে মিশতে পারি তাই পড়াশোনা করবো।
এই জিনিস গুলো আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যায়না।
তাই শুধু টাকা ইনকাম টাকেই উদ্দেশ্য বা ক্যারিয়ার না ভেবে মাইন্ড টাকে একটু বড় করি আমরা।
দিন শেষে একটা সুখী জীবনই জীবনের উদ্দেশ্য।